অবশেষে জয়ের রাস্তায় ফিরলো পাকিস্তান, এইবছর সবচেয়ে শক্তিশালী দল ইংল্যান্ড কে ১৪ রানে হারিয়ে দিয়ে তাক লাগিয়ে দিলো সরফরাজরা।প্রথমে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভয়ানকভাবে হারের পর ফের জয়ের রাস্তায় ফিরলো পাকিস্তান।তাও আবার ইংল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে, যাদের এবারের বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়ান বলেই মনে করা হচ্ছে।এইদিন এই ম্যাচের পর গোটা পাকিস্তান জুড়ে তৈরি হয়েছে এক উৎসবের আমেজ।
পাকিস্তানের এমন জয়ের জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন ভারতের তারকা টেনিস প্লেয়ার সানিয়া মির্জা।টুইট করে তিনি জানান ” অভিনন্দন পাকিস্তান দলকে, এমন ভাবে ঘুরে দাড়ানোর জন্য, অসাধারন , বিশ্বকাপ ক্রমশ জমে উঠছে “। প্রসঙ্গত, সানিয়ার স্বামী শোয়েব মালিক এদিনের ম্যাচ অংশগ্রহণ করেছিলেন।
Congratulations to Team Pakistan on bouncing back the way they did and being as unpredictable like it always is !!! @cricketworldcup got more interesting than it already was 😏😀
— Sania Mirza (@MirzaSania) June 3, 2019
How can you not love sport ?! Amazing and most unpredictable .there are no ‘favorites’.. you are only as good or as bad depending on how you play on that given day.. period!! the @cricketworldcup has come alive!! 👀
— Sania Mirza (@MirzaSania) June 3, 2019
একদিকে যখন পাকিস্তানের জয়ের জন্য অভিনন্দন গেলো ভারত থেকে তখন দেশের জয়ের পর দুই প্রাক্তন পাক ক্রিকেটার জড়িয়ে পড়লো তীব্র বাক – বিতন্ডায়। প্রথম ম্যাচে গেইলদের কাছে হারের পর পাক অধিনায়ক সরফরাজের তীব্র সমালোচনা করেছিলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার।সেই দিন সরফরাজের ফিটনেস নিয়ে তাকে দুই – এক কথা শুনিয়েছিলেন শোয়েব।
#Phainta completed.
What a performance. Few weaknesses to be addressed and we are on track. Very well done boys.#ENGvPAK #CWC19— Shoaib Akhtar (@shoaib100mph) June 3, 2019
” যখন সরফরাজ টস করতে আসে তখন ওর পেট টা বেরিয়ে থাকে।ওর মুখ টাও কেমন যেনো মোটা ” , আমার দেখা ওই প্রথম ক্যাপ্টেন যে এতটা আনফিট।উইকেটের পিছনে ঠিকঠাক নাড়াচাড়া করতে পারে না ও ” , ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের এমনটাই বলেছিলেন শোয়েব।
দেশের ক্রিকেটারকে এইভাবে সমালোচনা করা টা ঠিক ভাবে নেননি আরেক প্রাক্তন পাক ক্রিকেটার মইন আলী।দেশের হয়ে ৬৯ টি টেস্ট এবং ২১৯ টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন মইন।এদিন পাক – ইংল্যান্ড ম্যাচ শেষে আখতারকে খোঁচা দিয়ে তিনি, বলেন।আরও একটু ফিট হলে ও ৪০০ এর উপর উইকেট নিয়ে নিজের কেরিয়ারটা শেষ করতে পারতো।
মইনের এ হেন মন্তব্য একেবারে ভালো ভাবে নেননি শোয়েব।পাল্টা মন্তব্য তিনি বলেন, ” পাকিস্তানকে একা হাতে আমি অনেক ম্যাচ জিতিয়েছি, যা তোমার কাছে স্বপ্নের মতো।আমার ৪৫০ আন্তর্জাতিক উইকেট আছে।একজন খেলোয়াড় ৪৫০ উইকেট তখনই নিতে পারে যখন তার অধিনায়ক থাকে ইমরান খান, মইন খান নয় “।
প্রসঙ্গত, প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভরাডুবির পর পরেই ম্যাচে দারুন ভাবে ঘুরে দাড়িয়েছে পাকিস্তান।ফের তাদের উপর এটে দেওয়া ” আনপ্রেডিক্টেবল ” তকমাটির যোগ্য মান দিলো সরফরাজরা।এইদিন মর্গ্যানদের হারিয়ে ফের জয়ের ছন্দে ফেরা পাক দল আগামী ৭ ই জুন মুখোমুখি হবে শ্রীলঙ্কার