পাকিস্তানের এবছর বিশ্বকাপ জেতার সম্ভাবনা প্রবল ,মনে করছেন ইংল্যান্ড ক‍্যাপ্টেন মরগান 1

আগামী ৩০ শে মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলস এ বসতে চলেছে বিশ্বক্রিকেটের আসর। ঘরের মাঠে বিশ্বকাপ, তাই স্বাভাবিক ভাবেই এবছর কাপ জেতার অন‍্যতম দাবিদার ইংল্যান্ড। ইতিমধ্যে প্রবল প্রত‍্যাশা তৈরী হয়েছে ইয়ন মরগানের দলের উপর। কিন্তু ইংল্যান্ড ক‍্যাপ্টেন কাকে কাপ জেতার অন‍্যতম দাবিদার মনে করছেন। তার মতে এবছর কাপ জেতার দাবিদারের তালিকায় দ্বিতীয়, তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের এবছর বিশ্বকাপ জেতার সম্ভাবনা প্রবল ,মনে করছেন ইংল্যান্ড ক‍্যাপ্টেন মরগান 2প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একেবারেই ছন্দ নেই পাক দলের।সদ‍্য শেষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম‍্যাচের সিরিজে ৫-০ তে হেরেছে পাকিস্তান।এমন হতশ্রী প‍্যারফরমেন্স কে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে উঠেছে প্রশ্ন।এমন একটি পরিস্থিতির মধ্যে ইংল্যান্ড সফরে চলেছে “সরফরাজ বাহিনী ” সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি টোয়েন্টি এবং পাঁচটি একদিবসীয় ম‍্যাচে মুখোমুখি হতে চলেছে তারা । যা এই দুই দেশের কাছে বিশ্বকাপের জন‍্য এক আদর্শ প্রস্তুতি পর্ব হতে চলেছে।আগামী ৫ ই মে থেকে শুরু হতে চলেছে এই সিরিজ।পাকিস্তানের এবছর বিশ্বকাপ জেতার সম্ভাবনা প্রবল ,মনে করছেন ইংল্যান্ড ক‍্যাপ্টেন মরগান 3সাম্প্রতিক সময়ে একদম ছন্দে না থাকলেও পাক দলকে সহজ ভাবে নিতে নারাজ ইওন মর্গ‍্যান।তার কথা অনুযায়ী বিশ্বকাপের আগে এমন প্রতিযোগিতা মূলক প্রস্তুতি গোটা দলকে চাঙ্গা করে তুলবে।অন‍্যদিকে পাকিস্তান দলের প্রসঙ্গে তিনি চ‍্যাম্পিয়নস ট্রফির কথা তোলেন।ইংল্যান্ডের মাটিতে এমন জয় ঋতিমতো প্রশংসনীয়।তাই স্বাভাবিক ভাবেই সরফরাজ বাহিনীর বিরুদ্ধে খেলার জন্যে মুখিয়ে আছেন তিনি।

পাকিস্তানের এবছর বিশ্বকাপ জেতার সম্ভাবনা প্রবল ,মনে করছেন ইংল্যান্ড ক‍্যাপ্টেন মরগান 4২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের পর থেকেই গোটা ইংল্যান্ড দলে এক বিরাট পরিবর্তন লক্ষ‍্য করা যায়।এক অদ্ভুত আক্রমনাত্মক ক্রিকেট খেলা শুরু করে তারা।এমন একটি দুরন্ত একদিবসীয় দল তৈরির জন্য কৃতিত্ব দিতেই হয় তাদের টিম ম‍্যানেজমেন্ট কে।দল নিয়ে খুশি ক‍্যাপ্টেন ইয়ন মরগান। এবিষয়ে তার বক্তব্য অনুযায়ী গত চারবছর ধরে একটাই দল ধরে রাখায় তাদের হাতে অপশন প্রচুর। প্রত‍্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করছে গুরুত্ব সহকারে। আসন্ন বিশ্বকাপে ১৫ জন দলে সুযোগ পেলেও তারও বেশি সংখ্যক ক্রিকেটার এখন তাদের দলে আছে যারা আসন্ন ক্রিকেট বিশ্বকাপে দলে ঢোকার দাবি রাখে। তাই আসন্ন পাকিস্তান সিরিজ যে দলের প্রত‍্যেক ক্রিকেটারের কাছে বিশ্বকাপের দলের সুযোগ পাওয়ার মাপকাঠি হতে চলেছে এমনটাই মনে করেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *