অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) মাটিতে তিন ম্যাচের ওডিআই সিরিজে জয় তুলে নেওয়ার উদ্দেশ্য বিসিসিআই (BCCI) একাধিক পন্থা অবলম্বন করেছে। প্রধান করে গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) ভূমিকা দলে যথেষ্ট প্রভাব ফেলেছে। ইতিমধ্যেই একদিনের ক্রিকেটে রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দিয়ে শুভমান গিলকে (Shubman Gill) দলে আনা হয়েছে। তার নেতৃত্বেই পার্থে অজিদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ব্লু ব্রিগেডরা। কিন্তু এই ম্যাচে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছেন গিল। এর মধ্যেই আগামীকাল ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে মাঠে নামছে। এর মধ্যেই তারকা ক্রিকেটার মেয়ের মৃত্যুর খবর সামনে এসেছে।
Read More: ছাঁটাই হচ্ছেন শুভমান গিল, টেস্ট অধিনায়কের দায়িত্বে আসছেন রোহিত-বিরাটের প্রধান অস্ত্র !!
ক্রিকেটারের মেয়ের মৃত্যু-

তারকা ক্রিকেটারদের সন্তানরাও বিভিন্ন সময় খবরের শিরোনামে থাকেন। ক্রিকেট মঞ্চে অনেক সন্তান তার বাবার মতো বড়ো ক্রিকেটার হয়ে উঠার স্বপ্ন দেখেন। সাম্প্রতিক সময় আমরা শচীন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকারকে (Arjun Tendulkar) ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করতে দেখছি। দিল্লির প্রিমিয়ার লিগে (DPL) আত্মপ্রকাশ করে ইতিমধ্যেই আলোচনায় উঠে এসে বীরেন্দ্র সেহবাগের (Virender Sehwag) পুত্র আর্যবীর (Aryavir)। সন্তানদের সাফল্যে সবসময়ই গর্বিত হন পিতা-মাতারা।
এবার ক্রিকেট মঞ্চের এক অন্যরকম ছবি ক্রিকেটপ্রেমীদের শোকস্তব্ধ করলো। আজ পাকিস্তানি তারকা ক্রিকেটার আমির জামাল (Aamir Jamal) সোশ্যাল মিডিয়া আবেগঘন পোস্ট করেন। তিনি তার সদ্যজাত কন্যার মৃত্যুর সংবাদ সকলের সামনে আনেন। শিশুকন্যাটির হাতের ছবি সামনে আসতেই বর্তমানে ভাইরাল হয়েছ। এই ছবিটি পোস্ট করে তারকা ক্রিকেটার লেখেন, “আমাদের ছোট্ট দেবশিশু তোমাকে আমরা ধরে রাখতে পারলাম না। তোমার বাবা মা তোমাকে খুব মিস করবে।” উল্লেখ্য আমির জামাল এখনও পর্যন্ত দেশের হয়ে ৮ টি টেস্ট ম্যাচের সঙ্গে সঙ্গে ৩ টি ওডিআই ম্যাচ এবং ৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
এশিয়া কাপে ভারত-পাক-

সাম্প্রতিক সময় ভারত এবং পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় এশিয়া কাপে (Asia Cup 2025) এই দুই দল মুখোমুখি হবে কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। সমস্ত জটিলতা কাটিয়ে দীর্ঘ আলোচনার পর মাঠে নামে দুই পক্ষ। গ্রুপ পর্বে সুপার চারে এবং ফাইনালে তিন বার সালমান আলী আঘাদের (Salman Ali Agha) বিপক্ষে মুখোমুখি হয়েছিল সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। তিনটি ম্যাচেই দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে ব্লু ব্রিগেডরা দৃষ্টান্ত তৈরি করে।
তবে ফাইনালে ট্রফি জয় করার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধান মহসিন নকভির (Mohsin Naqvi) থেকে ট্রফি নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ছেলেরা। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নকভি ট্রফি এবং মেডেল নিয়ে নিজের হোটেলে ফিরে যান। এই বিষয় নিয়ে জটিলতা এখনও অব্যাহত রয়েছে। বিসিসিআই বিষয়টি সমাধান করার জন্য বর্তমানে মাঠে নেমছে।