অস্ট্রেলিয়ায় গিয়ে হেনস্তার শিকার পাকিস্তানি ক্রিকেটাররা, নিজেদেরকেই বইতে হচ্ছে লাগেজ, ভিডিও ভাইরাল !! 1

AUS vs PAK: ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান ক্রিকেট দলে লেগেই চলেছে অশান্তি। পাকিস্তান ক্রিকেট বোর্ড আবার নতুন করে গড়ে উঠেছে। দলের নয়া হেড কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন মোহম্মদ হাফিজ (Mohammed Hafeez) ও তাছাড়া ইনজামাম উল হক (Inzamum Ul Haq) টুর্নামেন্টের মাঝপথে নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন বলে নির্বাচকদের তালিকায় রয়েছেন ওয়াহাব রিয়াজ (Wahab Riaz), সালমান বাট (Salman Batt) ও কামরান আকমল (Kamran Akmal)। এমনকি বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর বাবর আজম (Babar Azam) অধিনায়কত্ব ছেড়ে দেন এবং এই দায়িত্ব দেওয়া হয় শান মাসুদ ও শাহীন আফ্রিদির উপর। উমর গুল (Umar Gul) ও শহীদ আজমলকে বোলিং কোচ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন- হার্দিক বা রাহুল নয় এই প্লেয়ারকেই T20 বিশ্বকাপের ক্যাপ্টেন হিসাবে দেখতে চান সৌরভ গাঙ্গুলী !!

টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছালো পাকিস্তান দল

Pakistan cricket, aus vs pak
Pakistan Cricket Team | Image: Getty Images

পাকিস্তান ক্রিকেট দল শুক্রবার অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে। সেখানে শান মাসুদের নেতৃত্বে পাকিস্তান দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (AUS vs PAK) তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে এখনও টেস্ট সিরিজে জয় আসেনি পাকিস্তানের। এবার দলের কাছে বড় চ্যালেঞ্জ এই সিরিজ জয়ের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ায় গিয়ে হেনস্থার শিকার পাকিস্তানের ক্রিকেটারেরা। বিমানবন্দরে উপস্থিত ছিলেন না অস্ট্রেলিয়া বোর্ডের কোনও আধিকারিক। সাহায্য করতেও কেউ এগিয়ে আসেননি। ফলে নিজেদের জিনিস নিজেদের নজরে রাখতে হলো।

নিজেদের বইতে হচ্ছে লাগেজ

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। শাহিন আফ্রিদি (Shaheen Afridi), বাবর আজম (Babar Azam), মহম্মদ রিজওয়ানকে (Mohammed Rizwan) ট্রলি ব্যাগ নিয়ে একটি ট্রাকের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এরপরে তারা তাদের লাগেজ নিজেরাই ট্রাকে লোড করলেন। প্রথম বারের জন্যই হয়তো কোনো দলের থেকে এমন ব্যাবহার গেল দেখা। যদিও কিছুদিন আগে ভারতে বিশ্বকাপ খেলতে এসেছিল টিম পাকিস্তান, ভারতে এসে বেশ উষ্ণ অভ্যর্থনা পেয়েছিল পাকিস্তান দল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *