মাঠের মধ্যেই প্রাণ গেল পাকিস্তানি ক্রিকেটারের, যৌবনেই ছাড়লেন পৃথিবী !! 1

বিশ্বজুড়ে এখন সারাবছর ধরেই ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে। ফলে ক্রিকেটারদের বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে খেলতে হয়। এবার ম্যাচ চলাকালীন অতিরিক্ত গরমে মারা গেলেন এক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। ক্লাব ক্রিকেটের একটি ম্যাচ চলাকালীন অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢোলে পরেন। জানা গেছে এই পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার রমজান মাসের জন্য তিনি উপবাস করে ছিলেন।

প্রচন্ড গরমে মৃত্যু ক্রিকেটারের-

মাঠের মধ্যেই প্রাণ গেল পাকিস্তানি ক্রিকেটারের, যৌবনেই ছাড়লেন পৃথিবী !! 2
Junaid Zafar Khan | Image: Getty Images

গত শনিবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ক্রিকেট মাঠে আবারও মৃত্যুর ঘটনা চাঞ্চল্য তৈরি করেঊ। ওইদিন কনকর্ডিয়া কলেজ ওভালে একটি ক্লাব টুর্নামেন্টে ওল্ড কনকর্ডিয়ানস (Old Concordians) বনাম প্রিন্স আলফ্রেড ওল্ড কলেজিয়েন্সের (Prince Alfred Old Collegians) ম্যাচ চলছিল। এই সময় তাপমাত্রা প্রচন্ড বৃদ্ধি পেয়ে ৪২ ড্রিগি সেলসিয়াসের কাছাকাছি চলে যায়। অ্যাডিলেড ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়ম অনুসারে তাপমাত্রা ৪২ ড্রিগি সেলসিয়াসে পৌঁছালে ক্রিকেট ম্যাচ বাতিল করে দিতে হবে। গত কয়েকদিন ধরেই দক্ষিণ অস্ট্রেলিয়াতে প্রচন্ড তাপপ্রবাহ চলছিল। ফলে এই রকম পরিস্থিতিতে ম্যাচ চলাকালীন জুনায়েদ জাফর খান (Junaid Zafar Khan) নামের এক ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েন। তিনি রমজান মাসের জন্য সারাদিন না খেয়ে ছিলেন। চিকিৎসকরা মাঠের মধ্যে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত জুনায়েদ বিকেল ৪ টে নাগাত মারা যান।

Read More: IPL 2025: অভিজ্ঞতায় আস্থা রাখলো দিল্লী, সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন এই তারকা ক্রিকেটার !!

ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ-

মাঠের মধ্যেই প্রাণ গেল পাকিস্তানি ক্রিকেটারের, যৌবনেই ছাড়লেন পৃথিবী !! 3
Junaid Zafar Khan | Image: Getty Images

ম্যাচ চলাকালীন ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় অস্ট্রেলিয়া ক্রিকেটের শোকের ছায়া নেমে এসেছে। সূত্র অনুযায়ী ৪০ বছর বয়সী জুনায়েদ জাফর খান ২০১৩ সালে প্রযুক্তি জগতে নিজের জীবন গড়ার জন্য পাকিস্তান থেকে অ্যাডিলেডে চলে আসেন। ক্রিকেটেও তার সমান উৎসাহ ছিল। ফলে এইরকম এক প্রাণবন্ত ক্রিকেটারের মৃত্যুতে ক্লাব কর্তৃপক্ষ থেকে সতীর্থরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। ওল্ড কনকর্ডিয়ানস (Old Concordians) ক্রিকেট ক্লাব জুনায়েদের মৃত্যুর পর একটি বিবৃতি প্রকাশ করে লিখেছে, “ক্লাবের একজন মূল্যবান সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। জুনায়েদ জাফর খান কনকর্ডিয়া কলেজ ওভালে একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন। চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও আমরা তাকে বাঁচাতে পারিনি। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধুবান্ধব এবং সতীর্থদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।”

Read Also: “স্টুপিড…স্টুপিড…স্টুপিড…” টেবিল চাপড়ে চিৎকার পন্থের, আক্রমণের নিশানায় সুনীল গাওস্কর ??

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *