২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 WC 2026) সামনে রেখে এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) বিসিসিআই (BCCI) দল বাছাই করেছিল। ১৫ জনের স্কোয়াড বেছে নেওয়া হয় এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য। রবিবার ফাইনালে পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে মাঠে নামার আগে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) চোটের কারণে ছিটকে যান। এর ফলে পুরো টুর্নামেন্টে একাদশে জায়গা না পেলেও রিঙ্কু সিং’কে সুযোগ দেওয়া হয়। তার ব্যাট থেকেই আসে জয়সূচক রানটি। অন্যদিকে ফাইনালে আর্শদীপ সিং (Arshdeep Singh) একাদশে জায়গা পাননি। এবার ম্যাচ চলাকালীন পাকিস্তানি ভক্তরা তার উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করলেন।
Read More: Asia Cup 2025: নকভি’র হাত থেকে ট্রফি নয়, ফাইনাল জেতার পরেও অবস্থানে অনড় টিম ইন্ডিয়া !!
আর্শদীপের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য-
ভারতীয় তারকা পেসার আর্শদীপ এই বছর এশিয়া কাপে একাদশে সেইভাবে সুযোগ পাননি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে এবং সুপার ৪’এর শ্রীলঙ্কার বিপক্ষে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) বিশ্রাম দেওয়া হয়েছিল। এই দুই ম্যাচে আর্শদীপ সিং মাঠে নেমে বল হাতে প্রভাব ফেলার চেষ্টা করেন। লঙ্কা বাহিনীদের বিপক্ষে এক সময় সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) চাপের মুখে পড়ে গিয়েছিল। সুপার ওভারে বিধ্বংসী বোলিং করে দলকে জয় এনে দেন এই তারকা পেসার।
তবে ফাইনালে আবারও তাকে একাদশের বাইরে করে দেওয়া হয়। দুরন্ত পারফর্মেন্স করেও সুযোগ না পাওয়ায় তার চোখে মুখে হতাশার ছাপ ধরা পড়ছিল। এর সঙ্গেই পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের কটাক্ষ উড়ে আসে। ম্যাচ চলাকালীন ভাইরাল হওয়া একটি ভিডিওতে স্পষ্ট বোঝা না গেলেও তাদের আর্শদীপ সিং’য়ের উদ্দেশ্যে বলতে শোনা যায়, “এই ‘জল বয়’ যা গিয়ে রেস্ট নে।” এই ধরনের কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছেন ক্রিকেট ভক্তরা।
দেখুন সেই ভিডিওটি-
https://xtwitter.com/jod_insane/status/1972319550701183251
দুরন্ত জয় ভারতের-
এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে প্রথমে ওপেনিং করতে নেমে পাকিস্তানের হয়ে সাহেবজাদা ফারহান (Sahibzada Farhan) ও ফখর জামান (Fakhar Zaman) বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। তারা ৮৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন। তবে মাঝের ওভারগুলিতে ভারতীয় বোলিং আক্রমণ দাপটের সঙ্গে কামব্যাক করে। চার ওভারে ৩০ রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। দুটি করে উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও অক্ষর প্যাটেল (Axar Patel)।
এর ফলে পাকিস্তান প্রথমে ইনিংসে ১৪৬ রান সংগ্রহ করে নেয়। এই রান তাড়া করতে নেমে ২০ রানে ৩ টি উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। টপ অর্ডার বিপর্যয়ের মুখে পড়লে হাল ধরেন তিলক বর্মা। তিনি সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং শিবম দুবের (Shivam Dube) সঙ্গে পার্টনারশিপ গড়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত ৫৩ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস গড়ে দলকে ৫ উইকেটে জয় এনে দেন। ফলে তিনি ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হন।