এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহী (UAE) ও আফগানিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান শিবির। আগামী ৯ তারিখ থেকে রয়েছে এশিয়া কাপ। চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। সাম্প্রতিক ব্যর্থতা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়ানোর আভাসও দিচ্ছে পাক শিবির। দিনকয়েক আগে ক্যারিবিয়ানদের টি-২০তে হারিয়েছে তারা। চলতি ত্রিদেশীয় সিরিজেও পরপর দু’টি ম্যাচ জিতিয়ে এক পা এগিয়ে রেখেছে ফাইনালের দিকে। ২০২২-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে অংশ নিয়েছিলো পাকিস্তান। তারপর থেকে সবক’টি বড় প্রতিযোগিতায় হতাশ করেছে ‘মেন ইন গ্রিন।’ ব্যর্থতার সেই চিত্র এবার পাল্টানোর লক্ষ্যেই পরিশ্রম করছে সলমন আলি আঘার দল। তবে মহাদেশীয় মেগা টুর্নামেন্ট শুরুর আগে দুঃসংবাদ তাদের জন্য। মাত্র ৩৩ বছর বয়সেই অবসর নিলেন আসিফ আলি (Asif Ali)।
Read More: স্পন্সর জট কাটাতে সচেষ্ট BCCI, শীঘ্রই আসছে বিপুল অঙ্কের লগ্নি !!
অবসর নিলেন আসিফ আলি-

২০১৮ সালে ইসলামাবাদ ইউনাইটেডের পিএসএল (PSL) জয়ে বড় ভূমিকা রেখেছিলেন আসিফ আলি (Asif Ali)। ঐ বছরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ অভিষেক হয় তাঁর। ২০১৮তে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন প্রথম একদিনের ম্যাচও। তাঁর ধুন্ধুমার পাওয়ার হিটিং দক্ষতা সাফল্য এনে দেবে পাকিস্তানকে, আশায় ছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু প্রত্যাশিত পথে এগোয় নি আসিফের (Asif Ali) কেরিয়ার। ২০২২-এ্র পর ওয়ান ডে দলে আর সুযোগ পান নি তিনি। ঐ বছরের টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ব্যর্থ হওয়ার পর অনিয়মিত হয়ে পড়েন কুড়ি-বিশের ফর্ম্যাটেও। ২০২৩-এর এশিয়া গেমসে দ্বিতীয় সারির পাক দলের হয়ে গুটিকয় ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এরপর আন্তর্জাতিক ক্রিকেটের মূলস্রোত থেকে কার্যত হারিয়েই যান তিনি।
দেশের হয়ে ২১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আসিফ আলি (Asif Ali)। ২৫.৪৬ গড় ও ১২১.৬৫ স্ট্রাইক রেটে করেছেন ৩৮২ রান। শতরান না পেলেও, ৩টি অর্ধশতক করেছেন তিনি। ৫৮টি টি-২০ ম্যাচে তাঁর সংগ্রহ ৫৭৭ রান। গড় ১৫.১৮। স্ট্রাইক রেট ১৩৪-এর আশেপাশে। পঞ্চাশের গণ্ডী পেরোতে পারেন নি কখনও। আজ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দেশের জার্সি তুলে রাখার ঘোষণা করেছেন তিনি। লিখেছেন, “পাকিস্তানের জার্সি গায়ে চাপানো আমার জন্য সর্বোচ্চ। ক্রিকেটের আঙিনায় দেশের সেবা করা আমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়। আমি কৃতজ্ঞচিত্তে অবসর গ্রহণ করছি।” বাইশ গজকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন না আসিফ। “ঘরোয়া ক্রিকেট ও বিশ্বের নানা প্রান্তে লীগ ক্রিকেট খেলতে চাই,” বিদায়বার্তায় লিখেছেন তিনি।
পাক দলে নেই বাবর-রিজওয়ান-

টি-২০ স্কোয়াড থেকে পাকিস্তান ছেঁটে ফেলেছে দুই সুপারস্টার বাবর আজম (Babar Azam) ও মহম্মদ রিজওয়ান (Muhammad Rizwan)। গত বছরের কুড়ি-বিশের বিশ্বকাপে হতাশাজনক পারফর্ম্যান্সের পরই ক্ষুদ্রতম ফর্ম্যাটে তাঁদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো পিসিবি। সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপেও ফেরানো হয় নি তাঁদের। দীর্ঘসময় ধরে ফর্ম সমস্যায় ভুগছেন দু’জনেই। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে ডাক পেয়েছিলেন। বাবর তিন ম্যাচে করেছেন যথাক্রমে ৪৭, ০ ও ৯। শেষ ৭২টি আন্তর্জাতিক ইনিংসে কোনো শতরানের দেখা পান নি তিনি। পক্ষান্তরে ক্যারিবিয়ানদের বিপক্ষে রিজওয়ানের সংগ্রহ ৫৩, ০ ও ১৬। দ্রুত ছন্দে না ফিরতে পারলে ওয়ান ডে ও টেস্ট থেকেও তাঁদের বাদ পড়া অবশ্যম্ভাবী, আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।