'কে বিরাট?..', কোহলিকে আপমান অনূর্ধ্ব ১৯ দলের পাক তারকার, সোশ্যাল মিডিয়া সমালোচনার ঝড় !! 1

বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের অন্যতম অনুপ্রেরণা। তার ব্যাটিং দক্ষতা এখনও নতুন প্রজন্মকে উৎসাহ দিচ্ছে। তিনি বিশ্বের যে প্রান্তেই ব্যাট হাতে মাঠে নামুন না কেন ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। এবার এই কিংবদন্তি ব্যাটসম্যানকে অপমান করলেন পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার। এই বছর অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের (U19 Asia Cup 2025) ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাক বাহিনী। এই ম্যাচেই ঘটে বিতর্কিত সেই ঘটনা। যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে।

Read More: ফর্মে না থাকাই হল কাল, বিশ্বকাপে দলে থেকেও নেতৃত্ব হারালেন সূর্যকুমার যাদব !!

পাকিস্তানের ট্রফি জয়-

সরফরাজ
Pakistan Cricket Team | Image: Twitter

এই বছর অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে আয়ুশ মাহাত্রের (Ayush Mhatre) নেতৃত্বে যাত্রা শুরু করেছিল ভারতীয় দল। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচে জয় তুলে নিয়ে দুরন্ত ফর্মে শুরু করে তারা। ফলে ফাইনালে পাকিস্তানকে সহজে হারিয়ে ট্রফি জয় করবে ব্লু ব্রিগেডরা বলেই ভক্তরা আশা করেছিলেন। কিন্তু পাক বাহিনীর দুরন্ত লড়াইয়ে সমস্ত সমীকরণ বদলে যায়। ম্যাচের প্রথমে ব্যাট করতে নেমে জ্বলে উঠেছিলেন সমীর মিনহাস (Sameer Minhas)। তার বিধ্বংসী ইনিংস বিপক্ষদের চাপের মুখে ফেলে দিয়েছিল।

প্রথম ইনিংসে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় ব্যাটিং অর্ডার। একের পর এক উইকেট হারিয়ে ছন্দ হারিয়ে ফেলে ব্লু ব্রিগেডরা। বল হাতে জ্বলে উঠেছিলেন আলি রাজা (Ali Raza)। তিনি ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে ম্যাচে নিজদের দখলে করেন। দুরন্ত ফর্মে থাকা বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ফেরেন ১০ বলে মাত্র ২৬ রানে। আয়ুশ মাহাত্রে মাঠ ছাড়েন মাত্র ২ রানে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ১৯১ রানের বিশাল জয় ছিনিয়ে নেয় পাকিস্তান।

বিরাট কোহলিকে কটাক্ষ-

'কে বিরাট?..', কোহলিকে আপমান অনূর্ধ্ব ১৯ দলের পাক তারকার, সোশ্যাল মিডিয়া সমালোচনার ঝড় !! 2
Sameer Minhas | Image: Twitter

সমীর মিনহাস ফাইনালে ভারতের বিপক্ষে ১১৩ বলে ১৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। তার ব্যাট আসে ১৭ টি চার এবং ৯ টি ছক্কা। দুরন্ত ইনিংস খেলার সময় নিজের সাফল্যের বিতর্কিত সেলিব্রেশনে মেতে ওঠেন এই তরুণ পাক ক্রিকেটার। তাকে সেই সময় বিরাট কোহলির নাম ধরে কিছু বলতে শোনা যায়। ভক্তরা উল্লেখ করছেন মিনহাস চিতকার করে বলেছিলেন, “কে বিরাট কোহলি?”

এরপর এবার এই আলোচিত ব্যাটসম্যান নিজের পছন্দের ক্রিকেটারের নাম উল্লেখ করেছেন। তিনি ভারতীয় ক্রিকেটের তারকাদের উপেক্ষা করে এক সাক্ষাৎকার জানান, “পাকিস্তান দলে বাবর আজম (Babar Azam) আমার সবচেয়ে প্রিয় ব্যাটসম্যান।” উল্লেখ্য ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার কারণে এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন বাবার। ফলে সাম্প্রতিক সময় তার পারফর্মেন্স তলানিতে গিয়ে ঠেকেছে এবং সমালোচনার মুখে পড়েছে।

Read Also: নিউজিল্যান্ডের দুরন্ত জয়ে বিপাকে ভারত, WTC’এর ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল ব্লু ব্রিগেডরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *