আগামী অক্টোবর মাসে ভারতে আয়োজিত হতে চলা একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023) প্রতিযোগিতায় পাকিস্তান পুরুষ ক্রিকেট দল অংশ নেবে কিনা সেই নিয়ে ধোঁয়াশা কাটে নি এখনও। রোজই নিত্যনতুন খবর ভাসছে ক্রিকেটমহলের অন্দরে। পাক ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি (Ehsaan Mazari) দিনকয়েক আগে সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, “ভারত যদি এশিয়া কাপের ম্যাচগুলি অন্য কোনো দেশে খেলার দাবী করে, তাহলে পাকিস্তানও বিশ্বকাপের ম্যাচগুলি অন্য দেশের খেলার আর্জি জানাতে পারে।” শোরগোল পড়ে গিয়েছে এই মন্তব্যে। শোনা যাচ্ছে ভারতে আসা নিয়ে এনওসি জারি করা নিয়ে গড়িমসি করছে পাক বিদেশমন্ত্রকও। সেপ্টেম্বরের পাঁচ তারিখের মধ্যে দল ঘোষণা করার নির্দেশ জারি করেছে আইসিসি। এখনও পাকিস্তানের বিশ্বকাপ ভবিষ্যত রয়েছে বিশ বাঁও জলে।
বাবরদের (Babar Azam) বিশ্বকাপ খেলা নিয়ে যখন উত্তাল পাক ক্রিকেটমহল, তখন আরও এক খবরে ছড়ালো চাঞ্চল্য। পাক নারী দলের সদস্যা আয়েশা নাসিম (Ayesh Naseem) আচমকাই বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। আয়েশার খেলা দেখে কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম (Wasim Akram) অবধি তাঁকে ‘বিশেষ প্রতিভা’ বলে বর্ণনা করেছিলেন। জাতীয় দলের হয়ে মাত্র ১৫ বছর বয়সেই অভিষেক করেছিলেন তিনি। কিন্তু মাত্র ১৮ বছর বয়সেই আন্তর্জাতিক আঙিনায় থেমে গেলো তাঁর পথচলা। সূত্রের খবর আজই চিঠি লিখে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (PCB) নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আয়েশা।
Read More: IND vs IRE: আয়ারল্যান্ড সিরিজ থেকে বাদ ইশান কিষাণ, দলে এন্ট্রি নিচ্ছেন এই মারকাটারি খেলোয়াড় !!
ধর্মীয় কারণে অবসর আয়েশার-
২০২০ সালে মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন আয়েশা নাসিম (Ayesha Naseem)। টি-২০ বিশ্বকাপে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার দেশের সিনিয়র দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি। সেই একই বছরে পাকিস্তান্ নারী দলের দক্ষিণ আফ্রিকা সফরের দলেও জায়গা করে নিয়েছিলেন তিনি। আয়েশার পারফর্ম্যান্স তাঁকে পিসিবির (PCB) সেরা উঠতি ক্রিকেটারদের তালিকাতেও জায়গা করে দেয়। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে জাতীয় দলের হয়ে অভিষেক করেন তিনি। চলতি বছরের জানুয়ারীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একদিনের ম্যাচ খেলেছেন তিনি। গত বছর বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) মঞ্চে জাতীয় দলের প্রতিনিধিত্বও করেছেন আয়েশা।
নিজের স্বল্প দিনের কেরিয়ারে ৪টি একদিনের ম্যাচ খেলেছেন আয়েশা (Ayesha Naseem)। করেছেন ৩৩ রান। ওডিআই ক্রিকেটে বিশেষ সফল না হলেও কুড়ি-বিশের ক্রিকেটে নজর কেড়েছিলেন তিনি। ৩০ ম্যাচে প্রায় ২০ গড়ে ৩৬৯ রান করেছেন তিনি। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ২০ বলে ২৪ রানের ইনিংস খেলে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ভারতের বিরুদ্ধে ২০২৩-এর টি-২০ বিশ্বকাপে মাত্র ২৫ বলে ৪৩* রানের ঝোড়ো ইনিংস খেলে জাত চিনিয়েছিলেন আয়েশা। ১৮ বছরের নাসিমাকে পাকিস্তানের ক্রিকেটের আগামীর তারকা মনে করা হচ্ছিলো। কিন্তু আজ পিসিবিকে (PCB) চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, “আমি ক্রিকেট ত্যাগ করছি এবং ইসলাম নির্দিষ্ট পথে নিজের জীবন অতিবাহিত করতে চাই।” আগামী বছর বাংলাদেশের মাটিতে বসতে চলেছে মেয়েদের বিশ্বকাপ। তার আগে আয়েশার (Ayesha Naseem) অবসর নিঃসন্দেহে পাকিস্তান ক্রিকেটের শক্তিক্ষয় ঘটাবে।