ভারত ও পাকিস্তানের মধ্যে শত্রুতা শতাব্দীর পুরনো। দুই দেশের অতীত রাজনৈতিক মতপার্থক্যের প্রভাব খেলাধুলায়ও দেখা যায়। এমনকি, বিগত ৮-৯ মাস ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) আয়োজন নিয়ে চলছিল জল্পনা , ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেক্রেটারি জয় শাহ (Jay Shah) আগেই জানিয়ে দিয়েছিলেন ভারতীয় দল কোনোমতেই পাকিস্তানে যাবে না। যে কারণেই এবছর দুই দেশে আয়োজিত হবে এশিয়া কাপ। ৩০ আগস্ট পাকস্তান ও নেপাল প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে। ২ সেপ্টেম্বর ভারতীয় দল পাকিস্তানের মুখোমুখি হবে। আর এই এশিয়া কাপ ২০২৩ এর আগে পাকিস্তানের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল। বাবর আজমের জায়গায় দলের নেতৃত্ব দেওয়া হয়েছে অন্য কারও হাতে।
Read More: “আমার কলার ধরে ধাক্কা দেয়…”, প্রাক্তন হেড কোচের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ বীরেন্দ্র সেহওয়াগের !!
২ সেপ্টেম্বর মুখোমুখি ভারত-পাক
পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজন করা হবে। টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে খেলা হচ্ছে।ভারতের সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। তাছাড়া যখনই ভারত-পাকিস্তান দল একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয় তখনই এক উত্তেজনার পরিবেশ তৈরি হয় ও ব্লকবাস্টার ম্যাচের সম্ভাবনা থাকে। ভারতীয় দলের সাথে পাকিস্তান দলের এই এশিয়া কাপের মঞ্চে ৩ বার মুখোমুখি হওয়ার সম্ভবনা রয়েছে। তবে, দুবার মুখোমুখি হবেই দুই দল। আর দুইবার ই শ্রীলঙ্কার ক্যান্ডিতে হবে খেলা। তবে তার আগেই ঘোষণা করা হয় ১৫ সদস্যের পাকিস্তান দল।
ভারতের জামাই পেলো দলে সুযোগ
তবে, এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য দলের ক্যাপ্টেন হিসাবে বাছাই করা হলো না বাবর আজমকে। বাবর আজমের জায়গায় দলের নেতৃত্ব দেওয়া হয়েছে তরুণ ক্রিকেটার মোহাম্মদ হারিসের হাতে। একই সঙ্গে দীর্ঘদিন পর দলে ফিরেছেন সিনিয়র খেলোয়াড় শোয়েব মালিক। দলের ক্যাপ্টেন করা হয়েছে সদ্য এমার্জিং এশিয়া কাপ জেতা মোহাম্মদ হারিসকে (Mohammed Harris) এশিয়া কাপ ২০২৩ এর দায়িত্ব দেওয়া হলো। এছাড়া ওডিআই দলে ডাক পেলেন ইমাদ ওয়াসিম ও (Imad Wasim)।
এশিয়া কাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের দল
আগা সালমান, ইমাম-উল হক, ইফতিখার আহমেদ, ফখর জামান, মোহাম্মদ হারিস (C), শাদাব খান, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, জামান খান, উসমান মীর, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আবদুল্লাহ শফিক, ওয়াসিম জুনিয়র, কাসেম আকরাম।