World Cup 2023: অস্ট্রেলিয়া জিততে কপাল পুড়লো পাকিস্তানের, এই সমীকরণে ছিটকে গেল বিশ্বকাপ থেকে !! 1

বেশ জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023)। আপাতত ভারতীয় দল বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করে রয়েছে এবং আজকে অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ড (AUS vs NED) ম্যাচে অস্ট্রেলিয়া দলের পারফরমেন্স ছিল অসামান্য। অস্ট্রেলিয়া দল নেদারল্যান্ডকে একতরফ ভাবে পরাজিত করেছে যেখানে প্রথম ইনিংসে ব্যাটিং করে অস্ট্রেলিয়া দলের হয়ে ডেভিড ওয়ার্নার ও গ্লেন মাক্সওয়ালের দুর্দান্ত শতরানের দৌলতে ৩৯৯ রান তুলতে সক্ষম হয় অজি দল। জবাবে ব্যাটিং করতে এসে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ড দল। ৩০৯ রানের ব্যাবধানে জয় সুনিশ্চিত করলো অস্ট্রেলিয়া। আর এই জয়ের পরেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল পাকিস্তান।

Read More: World Cup 2023: “দিল্লীতে ম্যাক্সওয়েল ধামাকা…” ডাচদের বিপক্ষে রানের পাহাড় অস্ট্রেলিয়ার, চুটিয়ে উপভোগ করছে নেটদুনিয়া !!

সেমিফাইনাল থেকে ছিটকে গেল পাকিস্তান

Pakistan team ,world cup 2023
Pakistan Team | Image: Twitter

অস্ট্রেলিয়ার জয়ের সাথে সাথে সমস্যার সম্মুখীন হয়েছে পাকিস্তান দল। বলা যেতে পারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তারা। এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল ও বিশ্বকাপ (World Cup 2023) জেতার দাবিদার ছিল পাকিস্তান তবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের কাছে পরাজিত হয়ে রিতিমতন সমস্যার মুখে পড়েছে পাকিস্তান দল। প্রসঙ্গত, পয়েন্ট তালিকা অনুযায়ী অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে যেকোনো একটি দল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাবে। আপাতত দুই দলই ৫ টি করে ম্যাচ খেলেছে এবং অস্ট্রেলিয়া তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এবং পাকিস্তান ২ জয় নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

World Cup 2023: অস্ট্রেলিয়া জিততে কপাল পুড়লো পাকিস্তানের, এই সমীকরণে ছিটকে গেল বিশ্বকাপ থেকে !! 2

অস্ট্রেলিয়া দল এখনও পর্যন্ত নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে খেলবে যেখানে পাকিস্তানকে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। এই বিশ্বকাপে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা যে ছন্দে রয়েছে তাতে তাদের হারানো পাকিস্তানের পক্ষে সহজ হবে না। যেভাবে তুলনামূলক শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা চালাচ্ছে তাতে রিতিমতন চাপের মুখে পড়তে হবে পাকিস্তানকে। পাকিস্তানি ক্যাপ্টেন বাবর আজমের (Babar Azam) ব্যাট বড় দল গুলির বিরুদ্ধে ছিল একেবারেই শান্ত, পাশাপাশি নতুন দল দিয়ে উইকেট নিতে ব্যর্থ হচ্ছেন শাহীন এবং স্পিনারদের খারাপ পারফরমেন্সের জন্যে পাকিস্তানকে রিতিমতন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পয়েন্ট তালিকায় থাকা শীর্ষ দলগুলি যেভাবে পারফরমেন্স দেখাচ্ছে তাতে ধরেই নেওয়া যায় পাকিস্তানের এই বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সম্ভাবনা তুলনামূলক শেষ।

Read More: World Cup 2023: “সঠিক সময় ছন্দে ফিরেছে অজিরা…” বিশ্বকাপে বিরাট জয় অস্ট্রেলিয়ার, হইচই নেটমাধ্যমে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *