অলিম্পিকে এন্ট্রি নেই পাকিস্তানের, বড় সিদ্ধান্ত ICC’এর !! 1

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮’ এর লস অ্যাঞ্জেলস অলিম্পিকে পুরুষ ও মহিলাদের অলিম্পিক চলবে ১৭ দিন ধরে। ২০২৮’এর ১২’ই জুলাই থেকে শুরু হবে অলিম্পিক ক্রিকেট। অলিম্পিক কমিটির তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট হবে ৬ দলের। যেখানে ৬টি থাকবে পুরুষদের দল এবং ৬টি থাকবে মহিলাদের দল। তবে, কোন ৬ দল অলিম্পিকে যোগ্যতা অর্জন করবে তার জন্য মাপকাঠি নির্ধারণ করে দেবে অলিম্পিক কমিটি। তবে, আনুষ্ঠানিকভাবে আইসিসি যোগ্যতা অর্জনের মাপকাঠি জানায়নি।

অলিম্পিকে অংশ নিতে পারবে না পাকিস্তান

rizwan-can-lead-pakistan-in-t20is,অলিম্পিক
Pakistan Cricket Team | Image: Getty Images

অলিম্পিকের অংশগ্রহণকারী দল নির্বাচনের যে পদ্ধতি অবলম্বন করা হবে, তাতে পাকিস্তান, নিউজিল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এমনকি দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মতন দলগুলোর খেলার সুযোগ অতি সীমিত। সূত্রের খবর, প্রতিটি মহাদেশ থেকে একটি করেই দেশ অলিম্পিকে যোগ্যতা অর্জনের সুযোগ পাবে। কেবলমাত্র অলিম্পিকের আয়োজক দেশ হিসেবে আমেরিকা সরাসরি সুযোগ পেয়ে যাবে অলিম্পিকে অংশ নেওয়ার জন্য। এছাড়া, এশিয়া, ইউরোপ, ওশিয়ানিয়া ও আফ্রিকার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলগুলো খেলবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও (IOC) মহাদেশকেন্দ্রিক নিয়মকেই গুরুত্ব দিতে চায়। আসলে, অলিম্পিক মহাদেশকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। যে কারণে, মহাদেশের সেরা দেশগুলোকে খেলার সুযোগ দেবে অলিম্পিক কতৃপক্ষ। আর তাই হলে এশিয়া মহাদেশ থেকে পাকিস্তান এবং ওসিয়ানিয়া মহাদেশ থেকে নিউজিল্যান্ড এই অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারবে না।

Read More: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে নরেন্দ্র মোদীর কড়া বার্তা, কোণঠাসা BCCI !!

অলিম্পিকে দেখা যাবে না ভারত-পাকিস্তান ম্যাচ

Ind vs pak
IND vs PAK | Image: Getty Images

জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসি বার্ষিক সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশির লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই এই বড় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। র‍্যাঙ্কিং অনুযায়ী এশিয়ার শীর্ষ দল হল ভারত, আফ্রিকা থেকে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওশিয়ানিয়া থেকে রয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া, ইউরোপ থেকে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের মিলিত দল গ্রেট ব্রিটেনও আছে। আমেরিকা থেকে USA সরাসরি অংশ গ্রহন করবে। এই পাঁচটি দল ছাড়াও, আরও একটি দল অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করবে। যদিও, সেই বিষয়ে এখনো স্পষ্ট কোনো আপডেট আসেনি। আঞ্চলিক র‍্যাঙ্কিংয়ের মাধ্যমে দল নির্ধারণের বিষয়টি এখনো আইসিসি চূড়ান্তভাবে অনুমোদন করেনি। অন্যদিকে, মেয়েদের অলিম্পিক নিয়ে বলতে গেলে, ২০২৬’ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ছয় দল অলিম্পিক ২০২৮’এ অংশ নেবে।

Read Also: ১ বছরেই নজরকাড়া সাফল্য অভিষেক শর্মার, ICC’এর মাইলফলক ছুঁয়ে ফেললেন তরুণ ওপেনার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *