Wc 2023,

জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023), ভারতীয় দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করে দিয়েছে। ১৪ অক্টোবর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান (IND vs PAK), গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করে টিম ইন্ডিয়া এবং বিশ্বকাপে অষ্টম বারের মতন জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। আর এই ম্যাচের পর রিতিমতন মাথা নষ্ট হয়েছে পাকিস্তানি মিডিয়ার। পাকিস্তান মিডিয়া এবার বেঙ্গালুরুতে ভুয়ো বোমা বিস্ফোরণ ঘটনা সমাজ মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন।

Read More: World Cup 2023: “এই পাকিস্তানের ক্ষমতাই নেই…” বাবর-রিজওয়ানদের তীব্র কটাক্ষ সৌরভ গাঙ্গুলীর !!

ভুয়ো প্রচার করছে পাকিস্তান মিডিয়া

World cup 2023

এমনকি কয়েকজন পাকিস্তানি নামকরা সাংবাদিক টুইটারে গিয়ে মন্তব্য করে লিখেছেন, “ব্যাঙ্গালুরুতে বিস্ফোরণ বিশ্বকাপে পাকিস্তান ও অন্যান্য দলের নিরাপত্তার উদ্বেগ বাড়িয়েছে।” তবে পাকিস্তানি আরেক সাংবাদিক ফরিদ খান তার সহ-সাংবাদিকের কথা নিয়ে নিজেই টুইট করে লিখেছেন, “ব্যাঙ্গালোরের মাডপাইপ ক্যাফেতে বিস্ফোরণ, আশা করি সবাই নিরাপদে আছেন। পাকিস্তান দলের ব্যাঙ্গালোরে অনুশীলন সেশন ছিল এবং তারা দুই দিনের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে ব্যাঙ্গালুরুতে

যদিও পাকিস্তানি জারনালিস্টদের দেওয়া তথ্য সম্পূর্ণ ভুল। আসলে ব্যাঙ্গালুরুর মাডপাইপ (Mud Pipe Café) নামের এই ক্যাফেটি বেশ জনপ্রিয়। সেখানে একটি হুক্কা বার এবং পাব-ও আছে। ওই ক্যাফের পাবে থাকা রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তার ফলে সেখানে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ। আর এই আগুন দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণ করাও হয়। কিন্তু পাক মিডিয়া এমনভাবে প্রচার করেছে যেন দলের হোটেলের কাছে বোমা বিস্ফোরণ ঘটেছে যেখানে খেলোয়াড়রা ছিলেন। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ নিয়ে বেশ অখুশি পাকিস্তান, আসলে ২০২৩ এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা ছিল কিন্তু পাকিস্তানে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নেয় যে কারণে এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কা ও পাকিস্তানে। তবে ভারতের মাটিতেই বিশ্বকাপ খেলতে আসতে হয়েছে পাকিস্তান দলকে। আর ভারতে আসার পর থেকেই নানা রকম সমস্যার কথা তুলে ধরেছে পাকিস্তান।

Read More: World Cup 2023: “বোলার হিসেবেও এবার ম্যাচ জেতাবে…”, পুনের মাঠে বিরাট কোহলিকে বোলিং করতে দেখে উদ্বেল হল নেটপাড়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *