রবিবার ছিল এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে ক্রিকেটের অন্যতম সেরা মহাযুদ্ধ। মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান (IND vs PAK)। সমগ্র ম্যাচ জুড়েই ছিল একাধিক নাটকীয় মুহূর্ত। তবে ক্রিকেটের লড়াইয়ে প্রথম থেকে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল এগিয়ে ছিল। ম্যাচে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে সুপার ফোরে জায়গা কার্যত পাকা করে নিয়েছে ব্লু ব্রিগেডরা। কোনো সময়েই সালমান আলী আগার (Salman Ali Agha) দল ম্যাচে ফিরে আসার সুযোগ পাইনি। অন্যদিকে ম্যাচে কোনভাবেই সৌজন্য দেখায়নি ব্লু ব্রিগেডরা। এবার অপমান সহ্য করতে না পেরে অদ্ভুত সিদ্ধান্ত নিলো পাক বাহিনী।
Read More: জাতীয় সঙ্গীতের বদলে বাজলো ‘জলেবি বেবি’, ম্যাচ শুরুর আগেই বিপাকে পাকিস্তান !!
অপমানিত পাকিস্তান-

ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময় রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ায় ক্রিকেট মাঠের উত্তাপকেও বৃদ্ধি করেছিল। তবে ম্যাচ চলাকালীন লড়াইয়ের ক্ষেত্রে দাঁড়াতেই পারেনি পাক বাহিনী। ভারতীয় দল প্রথম থেকে চাপ সৃষ্টি করে প্রত্যাশিত বিশাল জয় ছিনিয়ে নিয়ে রীতিমতো বদলা নেয়। ম্যাচ শেষে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) সালমান আলী আগাদের (Salman Ali Agha) সঙ্গে সৌজন্যতা দেখিয়ে হাত মেলাননি। অন্যদিকে ড্রেসিংরুমে ঢুকে মুখের উপর রীতিমতো দরজা বন্ধ করে দিতেও দেখা যায়।
এরপরই ক্রিকেট মহলের নানা রকম প্রশ্নের আলোচিত হচ্ছে। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় অধিনায়ক বলেন, “আমি মনে করি স্পোর্টসম্যানশিপের আগে কিছু জিনিস এগিয়ে থাকে। আমরা পাহেলগামের পরিবার এবং অপারেশন সিঁদুরের সময়ের সাহসী সেনাবাহিনীর সাথে দাঁড়িয়ে আছি।” এরপরই অপমানে এবার পিসিবি (PCB) নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলেছে।
পিসিবির সিদ্ধান্ত-

রবিবার এশিয়া কাপে (Asia Cup 2025) টসের সময় এবং ম্যাচ শেষে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) সহ ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের কোনো ক্রিকেটারের সাথে হাত না মেলানোর ঘটনায় অপমানিত বোধ করেছে পাক বাহিনী। ম্যাচ আম্পায়ারদের আচরণেও অসন্তুষ্ট হয়েছে তারা। এর ফলে সূত্র অনুযায়ী চলতি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে পাকিস্তান। এই বিষয়ে তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (ACC) ইতিমধ্যেই আবেদন করেছে বলে খবর সামনে এসেছে।
উল্লেখ্য ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের বিপক্ষে ১২৭ রান সংগ্রহ করেছিল পাকিস্তান। বল হাতে কুলদীপ যাদব (Kuldeep Yadav) একাই ৪ ওভারে ১৮ রান খরচ করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেছিলেন। এই রান তাড়া করতে নেমে অভিষেক শর্মা (Abhishek Sharma) থেকে সঞ্জু স্যামসন (Sanju Samson), তিলক বর্মা (Tilak Varma) ব্যাট হাতে রীতিমতো জ্বলে ওঠেন। ফলে ১৫.৫ ওভারেই প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় ভারতীয় দল। অধিনায়ক ৪৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন।