এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ৪’এর লড়াই এখন রীতিমতো জমে উঠেছে। এই পর্বের প্রথম ম্যাচেই বাংলাদেশের (BAN vs SL) মতো দল শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দিয়েছে। ম্যাচে টাইগাররা তৈহিদ হৃদয়ের (Towhid Hridoy) দুরন্ত অর্ধশতরানে ভর করে ৪ উইকেটে জয় তুলে নেয়। আজ শেষ চারের লড়াইয়ে মাঠে নামতে চলেছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। এই ম্যাচ নিয়ে স্বাভাবিকভাবেই ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। গ্রুপ পর্বে সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) বিপক্ষে হারের সম্মুখীন হয়েছিল সালমান আলী আঘারা (Salman Ali Agha)। ফলে পাক বাহিনী এবার ভারতের বিপক্ষে আজ মাঠে নামার আগে ভিন্ন পন্থা অবলম্বন করলো।
Read More: “এক্ষুনি ডিলিট করো…” ভাইরাল গৌতম গম্ভীরের পার্সোনাল ভিডিও, সরাতে দিলেন হুমকি !!
কালাযাদু করছে পাকিস্তান-

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারত এবং পাকিস্তান (IND vs PAK) দুবাইয়ের মাটিতে মুখোমুখি হয়েছিল। ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) দুরন্ত শতরান হাঁকিয়ে ব্লু ব্রিগেডদের দুরন্ত জয় এনে দেন। এর মধ্যেই কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় আন্তর্জাতিক রাজনৈতিক মহল উত্তাল হয়ে ওঠে। এই প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এই কারণে এশিয়া কাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে দীর্ঘ আলোচনা চলছিল।
গ্ৰুপ পর্বের ম্যাচে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) সালমান আলী আঘাদের (Salman Ali Agha) বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নিয়ে যোগ্য জবাব দেয়। এই ম্যাচে বিপক্ষদের কোনোরকম সৌজন্য দেখায়নি ব্লু ব্রিগেডরা। টস এবং ম্যাচের পর ভারতীয় ক্রিকেটাররা হ্যান্ডশেক পর্যন্ত করেনি। এই অপমানের এবার জবাব দিতে চাইছে পাকিস্তান। তাই সূত্র অনুযায়ী ভারতের বিপক্ষে এক বিশেষ ধরনের জার্সি পড়ে মাঠে নামতে পারে বিপক্ষরা। যাতে তাদের ভাগ্যের পরিবর্তন হয় সেই কারণেই এই সিদ্ধান্ত। তবে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হলেও অফিশিয়ালি কিছুই জানা যাইনি।
দুরন্ত ফর্মে ব্লু ব্রিগেডরা-

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) প্রস্তুতি হিসেবে এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) মাঠে নেমেছে ভারতীয় দল। প্রথম ম্যাচেই ব্লু ব্রিগেডরা মুখোমুখি হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের (IND vs UAE) বিপক্ষে। ম্যাচে বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনি একাই ২.১ ওভারে ৭ রান খরচ করে মোট ৪ টি উইকেট সংগ্রহ করেন। এর ফলে বিরোধীরা মাত্র ৫৭ রানে অলআউট হয়ে চাপের মুখে পড়ে যায়।
এই রান তাড়া করতে নেমে ৪.৩ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল। ম্যাচের সেরা নির্বাচিত হন কুলদীপ। এরপর পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষেও এই তারকা স্পিনার দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। এই ম্যাচে তিনি ৪ ওভারে ১৮ রান খরচ করে ৩ টি উইকেট সংগ্রহ করেন। এর সঙ্গেই দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে ওমান (IND vs OMAN) রীতিমতো চাপ সৃষ্টি করেছিল। এই নিয়মরক্ষার ম্যাচেও ২১ রানে জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা।