এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) আগে থেকেই ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan Match) ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল একাধিক নাটকীয় পরিস্থিতি। সাম্প্রতিক সময় দুই দেশের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হওয়ায় দুই দেশের ক্রিকেট ম্যাচকে ধোঁয়াশার মধ্যে ফেলে। এই রকম পরিস্থিতির মধ্যে দীর্ঘ আলোচনার পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) ভারত বনাম পাকিস্তানের ম্যাচ আয়োজন করতে সফল হয়।
গ্রুপ পর্বে এবং সুপার ৪’এ ইতিমধ্যেই সালমান আলী আঘারা (Salman Ali Agha) সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) বিরুদ্ধে দুটি ম্যাচেই হারের সম্মুখীন হয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পৌঁছানোর রাস্তা তৈরি করতে চাইলেও তা পাক বাহিনীদের সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Read More: SL vs PAK Asia Cup 2025: শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল পাকিস্তান! এশিয়া কাপে সুপার ফোরে দাপুটে জয় সলমনদের !!
শ্রীলঙ্কার বিপক্ষে দুরন্ত জয়-

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ৪’এ প্রথম ম্যাচে পাকিস্তান ভারতের (IND vs PAK) বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচে সাহেবজাদা ফারহানের (Sahibzada Farhan) দুরন্ত অর্ধশতরানে ভর করে পাক বাহিনী ১৭২ রানের লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ৭৪ রানের এবং শুভমান গিল (Shubman Gill) ৪৭ রানের ইনিংস খেলেন। এরপর তিলক বর্মার (Tilak Varma) ১৯ বলে পরাজিত ৩০ রানে ভর করে ব্লু ব্রিগেডরা ৬ উইকেটে জয় তুলে নেয়। ভারতের বিপক্ষে হারলেও শেষ চারের লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার (India vs Sri Lanka Match) বিপক্ষে ঘুরে দাঁড়ায় শাহীন আফ্রিদিরা (Shaheen Afridi)।
লঙ্কা বাহিনীদের বিরুদ্ধে বল হাতে জ্বলে ওঠেন পাক পেসাররা। এই পরিস্থিতির মধ্যে কামিন্দু মেন্ডিসের (Kamindu Mendis) অর্ধশতরানে ভর করে ১৩৩ রানে পৌঁছায় শ্রীলঙ্কা। এই রান তাড়া করতে নেমে সহজেই পাক ব্যাটসম্যানরা ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়। ফলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া এই দলটি এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে প্রবেশ করবে বলে সমর্থকরা মনে করছেন। উল্লেখ্য সাহেবজাদা ফারহান ৫ ম্যাচে ১৫৬ রান সংগ্রহ করে বর্তমানে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী।
ফাইনালে পোঁছাতে পারবে না পাকিস্তান-

সুপার ৪’এর লড়াইয়ে শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে যাত্রা শুরু করলেও পাক বাহিনীদের ফাইনালে প্রবেশ করা সহজ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সালমান আলী আঘারা (Salman Ali Agha) এই পর্বে শেষ ম্যাচে বাংলাদেশের (Pakistan vs Bangladesh Match) বিপক্ষে মাঠে নামবে। ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে তাদের এই ম্যাচে জয় তুলে নিতেই হবে। কিন্তু বর্তমানে টাইগার বাহিনী একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে দুরন্ত ফর্মে আছে।
অন্যদিকে এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ৪’এর শেষ ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের (Bangladesh vs Pakistan Match) বিপক্ষে মাঠে নামবে। ভরতের বিপক্ষে পরাজিত হলেও সালমান আলী আঘাদের (Salman Ali Agha) বিপক্ষে জয় তুলে নিলেও ফাইনালে জায়গা করে নিতে পারবে টাইগার বাহিনী। এছাড়াও যদি সুপার ৪’এ প্রতিটি দল ২ পয়েন্ট নিয়ে শেষ করে তখনও রান রেটের ওপর নির্ভর লিটন দাসদের ফাইনালে পৌঁছানোর ভাগ্য নির্ভর করবে।
অন্যদিকে শ্রীলঙ্কার কাছেও এই বছর এশিয়া কাপের ফাইনালে পৌঁছানোর এখনও আশা রয়েছে। শেষ ম্যাচে তারা যদি ভারতকে বিশাল ব্যবধানে হারাতে পারে তাহলে সম্ভব থাকবে। ফলে লঙ্কা বাহিনীও পাকিস্তানের ফাইনালে পৌঁছানোর রাস্তায় কাটা হতে পারে।
শ্রীলঙ্কার ফাইনালে পৌঁছানোর সমীকরণ-
– ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় তুলে নিতে হবে।
– বাংলাদেশকে ভারতকে এবং পাকিস্তানকে হারাতে হবে।
এর ফলে বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে প্রবেশ করবে। ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার কাছে থাকবে ২ টি করে পয়েন্ট। তখন নেট রান রেটের ভিত্তিতে লঙ্কা বাহিনীর ফাইনালে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য: সমস্ত সম্ভাবনা নিছকই পরিসংখানের উপর ভিত্তি করে আলোচনা করা হয়েছে। এই সম্ভাবনা সম্পূর্ণ লেখকের ব্যক্তিগত ভাবনাচিন্তা। বাস্তবে ম্যাচের ফলাফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।।