আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) নিয়ে স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এই টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কা। ফলে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কর্মকর্তারা। এর মধ্যেই বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করে আলোচনায় উঠে এসেছিল। আইসিসির (ICC) সঙ্গে দীর্ঘ আলোচনা করেও বিসিবি (BCB) তাদের নিজেদের অবস্থানে অনড় থাকে। ফলে শেষ পর্যন্ত তারা আসন্ন টি-টোয়েন্টির মহাযুদ্ধ থেকে বাদ পড়েছে। এই ঘটনার পর এবার পাকিস্তানও ভারতকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে বলে খবর সামনে এল।
Read More: “নিয়ম সবার জন্য সমান হওয়া…” বাংলাদেশ বিতর্কে ICC’এর উপর ক্ষুব্ধ আফ্রিদি, করলেন এই মন্তব্য !!
বাদ পড়ছে বাংলাদেশ-

এই বছর আইপিএলের (IPL 2026) মিনি নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশি ক্রিকেটারদের বাদ দেওয়ার জন্য দাবি জানাতে থাকেন সমর্থকরা। বর্তমানে এই প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক অস্থিরতার মধ্যে রয়েছে। এই আবহে বিসিসিআই মোস্তফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে এই ঘটনা একেবারেই ভালোভাবে নেয়নি বিসিবি। তারা নিরাপত্তার অভাব দেখিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সফর করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিল। কিন্তু আইসিসি পর্যবেক্ষণের পর জানায় ভারতে টাইগার বাহিনীদের নিরাপত্তার কোনো সমস্যা হবে না। তবে এই বিষয়ে জট শেষ পর্যন্ত কাটেনি। আইসিসি বাধ্য হয়ে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
পাকিস্তানের চরম পদক্ষেপ-

বাংলাদেশকে টি-টোয়েন্টির বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বিষয়ে আইসিসিতে ভোটাভুটি হয়। এই নির্বাচনে একমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল। ফলে বাংলাদেশকে বাদ দিলে তারাও বিশ্বকাপ বয়কট করবে বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন। কিন্তু এখনও পর্যন্ত এইরকম পথে হাঁটেনি পিসিবি (PCB)। বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) বলেছিলেন, “আমরা বিশ্বকাপ খেলবো কিনা সেই সিদ্ধান্ত দেশের সরকার নেবে।
আমাদের প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে রয়েছেন। উনি ফিরলে আমরা পরামর্শ নেব। দেশের সরকারি সিদ্ধান্ত এই বিষয়ে চূড়ান্ত। উনি নিষেধ করলে আমরা বিশ্বকাপ খেলব না।” তবে বিশ্বকাপ বয়কটের পথে না হেঁটে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে প্রতিবাদ জানাতে পারে পাকিস্তান। এই বিষয়ে মহসিন নকভি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) সঙ্গে খুব তাড়াতাড়ি বৈঠকে বসবেন বলে জানিয়েছে পাকিস্তানের জনপ্রিয় সংবাদ সংস্থা ‘জিও নিউজ’।