দুবাইয়ের মাটিতেই ঘটবে অঘটন, ভারতকে হারিয়ে ট্রফি তুলবে পাকিস্তান !! 1

আজ এশিয়া কাপের (Asia Cup 2025) চূড়ান্ত মহারণে মাঠে নামার জন্য প্রস্তুত ভারত এবং পাকিস্তান (India vs Pakistan Match)। টুর্নামেন্টে এই দুই দলের ম্যাচ আয়োজন নিয়ে দীর্ঘদিন থেকে কর্মকর্তারা বিভিন্ন জটিলতার মধ্যে পড়েছিলেন। অন্যদিকে ম্যাচ আয়োজন হওয়ার পরও বিতর্ক পিছু ছাড়েনি। ব্লু ব্রিগেডরা সালমান আলী আঘাদের (Salman Ali Agha) সঙ্গে হ্যান্ডশেক না করায় তৈরি হয় জটিলতা।‌ বিতর্কের ঝড় পৌঁছে যায় আইসিসির (ICC) দপ্তরে। তবে ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত দল সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। তবে ফাইনালে ঘটতে পারে অঘটন।‌

Read More: ফাইনাল জিতলে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবেন সূর্যকুমার? উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য !!

দুরন্ত ফর্মে ব্লু ব্রিগেডরা-

দুবাইয়ের মাটিতেই ঘটবে অঘটন, ভারতকে হারিয়ে ট্রফি তুলবে পাকিস্তান !! 2
IND vs PAK | Images: Getty Images

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 WC 2026) সামনে রেখে এশিয়া কাপেই (Asia Cup 2025) প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। অধিনায়ক সূর্যকুমারের যাদবকে (Suryakumar Yadav) সামনে রেখে নতুন করে কৌশল সাজিয়েছেন তিনি। গ্রুপ পর্বে ওমান, সংযুক্ত আরব আমিরাত সহ পাকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে ছন্দে রয়েছে ব্লু ব্রিগেডরা। সুপার ৪’এও ভারতের দাপট অব্যাহত ছিল। এই পর্বে পাকিস্তানের (IND vs PAK) দেওয়া ১৭২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)।

তার ৩৯ বলে ৭৪ রানে ভর করে ৬ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নেয় হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। এরপর বাংলাদেশের বিপক্ষে ৪১ রানে বিশাল জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে প্রবেশ করে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। তবে সুপার ৪’এ শ্রীলঙ্কা শুভমান গিলদের (Shubman Gill) বিপক্ষে দুরন্ত লড়াই চালিয়ে ম্যাচ সুপার ওভারে নিয়ে গিয়েছিল। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা। উল্লেখ্য টুর্নামেন্টে ছয় ম্যাচে ৬০৯ রান সংগ্রহ করে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে আছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। এর সঙ্গেই ৬ ম্যাচে ১৩ উইকেট তুলে নিয়ে কুলদীপ যাদব (Kuldeep Yadav) সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় প্রথমে রয়েছেন।

ফাইনালে অঘটন ঘটতে পারে-

দুবাইয়ের মাটিতেই ঘটবে অঘটন, ভারতকে হারিয়ে ট্রফি তুলবে পাকিস্তান !! 3
IND vs PAK | Images: Getty Images

দুরন্ত ফর্মে থাকা ভারতীয় দল ফাইনালেও পাকিস্তানকে (IND vs PAK) হারিয়ে আরও একটি এশিয়া কাপের ট্রফি জয় করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সাম্প্রতিক সময় পরিসংখ্যানে দিকে তাকালে দেখা যাবে ব্লু ব্রিগেডরা পাক বাহিনীদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ১৫ টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১২ টি ম্যাচে ভারতীয় দল জয়লাভ করেছে।

এই কারণে অধিনায়ক সূর্যকুমার যাদব ভারত বনাম পাকিস্তানের ম্যাচকে আর আলাদাভাবে গুরুত্ব দিচ্ছেন না বলেও জানিয়েছেন। তবে দুবাইয়ের মাটিতে এই দুই দলের শেষ ৫ বারের মুখোমুখিতে ছবিটা ভিন্ন ছিল। এই পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে সালমান আলী আঘাদের (Salman Ali Agha) দল খুব একটা পিছনে নেই। পাকিস্তান ২ টি ম্যাচে এবং ভারত ৩ টি ম্যাচে জয়লাভ করেছে। ফলে আজ ফাইনালে স্নায়ুর চাপ সামলাতে না পারলে পাক বাহিনী ভারতকে হারিয়ে ট্রফি ছিনিয়ে নিয়ে অঘটন ঘটাতে পারে।

ভারত বনাম পাকিস্তানের হেড টু হেড (শুধুমাত্র দুবাই)

ম্যাচ নং-

ভারত জিতেছে- ৩ ( এশিয়া কাপ ২০২২ গ্ৰুপ পর্বে, এশিয়া কাপ ২০২৫ গ্ৰুপ পর্বে, এশিয়া কাপ ২০২৫ সুপার ৪’এ)

পাকিস্তান- ২ (২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার ১২, ২০২২ এশিয়া কাপ সুপার ৪’এ)

Read Also: ফাইনালের আগে ভারতীয় শিবিরে চোটের ধাক্কা, অনিশ্চিত হার্দিক সহ এই ২ খেলোয়াড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *