এশিয়া কাপের অবহে উঠে আসলো বড় খবর, মেগা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলো পাকিস্তান !! 1

ক্রিকেট বিশ্বে হঠাৎ করেই নেমে এলো এক অপ্রত্যাশিত খবর। আগামী মাসেই শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2025), আর তারই আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ঘোষণা দিয়েছে যে তারা ২০২৫ সালের এশিয়া কাপে অংশ নেবে না। এই সিদ্ধান্তে হতবাক ক্রিকেটপ্রেমীরা, বিশেষ করে ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচের অপেক্ষায় থাকা কোটি ভক্ত। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় কেঁপে উঠেছে গোটা দেশ। প্রাণ হারিয়েছিল ২৬ জন নিরীহ দেশবাসী। আর এই পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পরেই ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক আরও বিগড়ে গিয়েছে।

এশিয়া কাপে পাকিস্তানের অংশ গ্রহণ নিয়ে উঠছে জল্পনা

এশিয়া কাপ
Pakistan Cricket Team | Image: Getty Images

কিছুদিন আগে, বিশ্ব চ্যাম্পিয়নশিপ লিজেন্ডসে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার জানিয়েছিল টিম ইন্ডিয়া। এমনকি নক আউট পর্যায়ে অর্থাৎ সেমিফাইনালেও ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। তখনও ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নারাজ ছিল। যে কারণে, পাকিস্তান সরাসরি মেগা ফাইনালে পৌঁছে গিয়েছে। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতি এবং প্রস্তুতির ঘাটতির কারণে এশিয়া কাপ ২০২৫ থেকে নিজেদের প্রত্যাহার করতে পারে পাকিস্তান।

Read More: অধিনায়ক হার্দিক, সহ অধিনায়ক অক্ষর, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় ODI দল এলো প্রকাশ্যে !!

যদিও আনুষ্ঠানিক বিবৃতিতে কোনো রাজনৈতিক কারণ উল্লেখ করেনি পাকিস্তান। তবে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, টুর্নামেন্টের ভেন্যু এবং সূচি নিয়ে বোর্ডের সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) মতবিরোধই মূল কারণ হতে পারে। এশিয়া কাপ ২০২৫ টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে পাকিস্তান গ্রুপ পর্বেই ভারতের মুখোমুখি হতো। এই ম্যাচকে ঘিরে ছিল তীব্র উত্তেজনা ও বিপুল দর্শক আগ্রহ দেখিয়েছে, আবার অনেকে সমালোচনাও করেছেন। পাকিস্তানের নাম প্রত্যাহার নিয়ে গুঞ্জন রয়েছে। যা-ই হোক, পাকিস্তান যদি এই প্রত্যাহার করে, নিঃসন্দেহে এশিয়া কাপের রঙ অনেকটাই ফিকে করে দেবে। ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখা না গেলে ভক্তদের মনে রয়ে যাবে এক বড় আফসোস।

এশিয়া কাপে দল পাঠাচ্ছে না পাকিস্তান

এশিয়া কাপের অবহে উঠে আসলো বড় খবর, মেগা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলো পাকিস্তান !! 2
Pakistan Hockey Team | Image: Getty Images

অন্যদিকে, এশিয়া কাপ হকিতে দেখা যাবে না পাকিস্তানকে। পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর আবহে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান হকি এসোসিয়েশন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে হকি ইন্ডিয়ার শীর্ষকর্তা জানিয়েছেন, ভারতে অনুষ্ঠিত হতে চলা হকি এশিয়া কাপে দল পাঠাতে নারাজ পাকিস্তান। পেহেলগাঁও হামলার পর পাকিস্তানের ভারতে আসার ভিসা পাওয়া নিয়ে বেশ সমস্যা তৈরি হয়েছিল। তবে, ভারতীয় হকি বোর্ড পাকিস্তানের জন্য ভিসার ব্যাবস্থা করেছিল। আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। তবে, এবার এশিয়া কাপের মঞ্চে আর দেখতে পাওয়া যাবে না পাকিস্তানকে। আগামী বছর অবশ্য, নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে বসতে চলেছে বিশ্বকাপের আসর। আর এই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব হতে চলেছে এশিয়া কাপ।

Read Also: Asia Cup 2025: এশিয়া কাপের আগে বড়ো চমক, আবারও একসঙ্গে গম্ভীর-ধোনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *