বেশ জমে উঠেছে এশিয়া কাপ ২০২৫’এর মঞ্চ (Asia Cup 2025)। আজকের এশিয়া কাপের মঞ্চে গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিতে চলেছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহী। তবে, এই ম্যাচ খেলা নিয়ে বেশ প্রশ্ন চিহ্ন তুলেছিল পাকিস্তানি ক্রিকেটাররা। তবে, হুঁশিয়ারি দিয়েও পিছু হাঁটতে হলো পাকিস্তান ক্রিকেট দলকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে মাথা নত করতে হলো পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবিকে। ভারতের বিরুদ্ধে ঘটে যাওয়া ম্যাচ নিয়ে পাকিস্তানি সাবেক খেলোয়াড় ও বোর্ডের বেশ সমালোচনা ছিল। যে কারণে তার প্রভাব পড়েছিল পাকিস্তান ও UAE ম্যাচে। তবে সব জল্পনা উড়িয়ে এবার UAE- এর বিরুদ্ধে মাঠে নামতে রাজি হয়েছে।
মাঠে নামতে হবে পাকিস্তানকে

দুই দলের মধ্যে এই হাইভোল্টেজ ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। সূত্রের খবর আইসিসির সঙ্গে ‘সহনশীল সমঝোতা’য় পৌঁছেছে পাকিস্তান। তাছাড়া, এশিয়া কাপে পাকিস্তানের বাকি ম্যাচগুলিতে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন না অ্যান্ডি পাইক্রফ্ট। তাঁর বদলে পাকিস্তানের ম্যাচ গুলিতে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন। প্রসঙ্গত, বুধবারের পাকিস্তান-আমিরশাহির ম্যাচের রেফারি হিসাবে থাকার কথা ছিল জিম্বাবুয়ের পাইক্রফ্টের। এবার তার বদলে রিচি রিচার্ডসনকে দায়িত্ব তুলে দেওয়া হবে। পিসিবি-র চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান মহসিন নকভির সম্মানার্থে এই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ভারত বনাম পাক ম্যাচে ম্যাচ রেফারি ছিলেন পাইক্রফ্ট।
Read More: ফ্যাশন র্যাম্পে মহারাজ, লঞ্চ হল সৌরভের ‘সৌরগ্য’ !!
সেদিন ম্যাচ জিতে ভারতীয় দল পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেনি এমনকি পাকিস্তান দল ভারতীয় দলের সাজঘরে যাওয়ার চেষ্টা করলে তখন ভারতীয় সাজঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর অভিযোগ ওঠে পাইক্রফ্টকে যদি ম্যাচ রেফারির পদ থেকে না সরানো হয় তাহলে তারা আমিরশাহির বিরুদ্ধে খেলবে না। কিন্তু সোমবার রাতে অঙ্ক বদলে যায়। আমিরশাহি গ্রুপ ম্যাচে ওমানকে পরাস্ত করার পর নড়েচড়ে বসেছে পাকিস্তান। বুধবার ম্যাচ না হলে প্রতিযোগিতা থেকে নিশ্চিত বিদায় নিতে হবে পাকিস্তানকে। আর এই পরিস্থিতিতে আগের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছে পাকিস্তান। তবে, প্রতিবাদে রীতি অনুযায়ী ম্যাচের আগের দিন মঙ্গলবার সাংবাদিক বৈঠক বয়কট করে পাক শিবির। এর পর পাকিস্তানকে ঘিরে জল্পনা আরও বৃদ্ধি পায়।
পাকিস্তানের দাবি খারিজ করলো আইসিসি

এ ছাড়াও, পাকিস্তানের দাবি খারিজ করেন আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান। যিনি একসময় পাকিস্তানের প্রাক্তন সিইও ছিলেন। তাছাড়া পাকিস্তান যদি মাঝ পথে এশিয়া কাপ থেকে সরে দাঁড়ায় তাহলে তাদের প্রায় ১ কোটি ৬০ লক্ষ ডলার ক্ষতি হত তাদের (ভারতীয় মূদ্রায় প্রায় ১৪০ কোটি ৬৩ লক্ষ টাকা)। এই পরিমাণ ক্ষতি সামাল দেওয়ার মতো আর্থিক সচ্ছলতা নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের। যে কারণে এশিয়া কাপ বয়কটের ডাক দিয়েও পিছিয়ে যেতে হলো পাকিস্তানকে। আসলে, পাকিস্তানের অভিযোগ ছিল, ম্যাচ রেফারি আইসিসি-র আচরণবিধি এবং এমসিসি-র নিয়ম লঙ্ঘন করেছে। তাঁদের দাবি ছিল ভারত করমর্দন না করে ভুল করেছে এবং এটি নিয়ম বিরোধী। তবে ICC’এর নিয়মে কোনোরকম ভাবেই বলা নেই যে ম্যাচ শেষে শুভেচ্ছা জানানোর রীতি বাধ্যতামূলক। স্বাভাবিক ভাবেই ম্যাচ রেফারি হিসাবে পাইক্রফ্ট নিয়ম-বিরুদ্ধ কিছু করার পরামর্শ দেননি। তাই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি আইসিসি। তবুও দমে নি পাকিস্তান বোর্ড, আবারও জানায় সেই একই আর্জি। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় বিশ্ব ক্রিকেট সংস্থা।