Pakistan: যত কাণ্ড এখন দুবাইতে। গত রবিবার ভারত-পাক (IND vs PAK) ম্যাচ শেষে প্রথামাফিক প্রতিপক্ষ খেলোয়াড়দের সাথে হাত মেলায় নি টিম ইন্ডিয়ার (Team India) খেলোয়াড়রা। পহলগাম হামলার প্রতিবাদস্বরূপ সৌজন্য দেখানো থেকে বিরত থেকেছেন তাঁরা, সাক্ষাৎকারে স্পষ্ট করে দেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তারপরেই ক্ষোভে ফেটে পড়ে পাক (Pakistan) শিবির। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেছিলেন তাদের অধিনায়ক সলমন আলি আঘা। সেখানেই ক্ষান্ত হয় নি পিসিবি। তারা এসিসি’র কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ জানায়। কাঠগড়ায় তোলে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকেও (Andy Pycroft)। তাঁর অপসারণ চেয়ে দুইবার আইসিসি’কে ই-মেল’ও করেছিলেন মহসীন নকভিরা। দেন বয়কটের হুমকিও। টুর্নামেন্টের মাঝপথে যে আচরণ করেছে পাক বোর্ড, তাতে আইসিসি রীতিমত ক্ষুব্ধ বলেই মিলেছে খবর।
Read More: এশিয়া কাপের উত্তাপে আইসিসির চমক, বড় তারকা ক্রিকেটার নিষিদ্ধ !!
আইসিসির তোপে পাকিস্তান-

পাইক্রফটকে এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে সরিয়ে না দিলে টুর্নামেন্ট বয়কট করবে তারা, হুমকি দিয়েছিলো পিসিবি (PCB)। আইসিসি’কে এই মর্মে ই-মেল’ও করে তারা। সেই আবেদনে সাড়া দেয় নি বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। সোমবার রাতে নেতিবাচক উত্তর আসার পর খানিক সুর নরম করেন মহসীন নকভিরা (Mohsin Naqvi)। মঙ্গলবার তাঁরা দাবী তোলেন যে এশিয়া কাপে পাকিস্তানের (Pakistan) ম্যাচগুলিতে যেন পাইক্রফটকে ম্যাচ রেফারি না করা হয়। সেই দাবীও খণ্ডন করে দেয় জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি। জোড়া ধাক্কায় বিপর্যস্ত পিসিবি চাপ বাড়ানোর কৌশল হিসেবে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিলো। কিন্তু চিঁড়ে ভেজে নিতে তাতেও। ১৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের অঙ্ক সামনে আসতেই অবস্থান বদলায় তারা।
পাইক্রফট (Andy Pycroft) ক্ষমা চাওয়ায় বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাক বোর্ড, পড়শি দেশের সংবাদমাধ্যমের পক্ষ থেকে এমনই খবর ভাসিয়ে দেওয়ার চেষ্টা চলেছিলো। কোচ মাইক হেসন, অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha) ও টিম ম্যানেজারের সাথে খেলা শুরুর আগে কথা বলছেন জিম্বাবুয়ের ম্যাচ রেফারি, এমন একটি ভিডিও’ও প্রকাশিত হয় পাকিস্তান দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এই ভিডিওটি নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। সংবাদসংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে এক সূত্র জানিয়েছে পাইক্রফটের সাথে পাক (Pakistan) প্রতিনিধি দলের ঐ বৈঠকের ভিডিও করে আইসিসি’র ম্যাচ ডে প্লেয়ার অ্যান্ড অফিসিয়ালস এরিয়া (PMOA) নিয়ম ভঙ্গ করেছে পিসিবি। এই বিষয়ে ইতিমধ্যে পাক বোর্ডকে একটি চিঠিও পাঠিয়েছেন আইসিসি সিইও সংযোগ গুপ্তা।
কী শাস্তি পেতে পারে পাক দল ?

‘হ্যান্ডশেকের’ ঘটনাটি পুরোটাই ভুল বোঝাবুঝি থেকে হয়েছিলো, জানিয়েছে আইসিসি। পাইক্রফটের ক্ষমা চাওয়ার খবরেও সিলমোহর দেয় নি তারা। নেটদুনিয়ায় ভুয়ো তথ্য ছড়িয়ে এমনিতেই মুখ পুড়েছে পিসিবি’র (PCB), তার উপর PMOA নিয়ম ভেঙে আরও বাড়তি চাপে তারা। ঠিক কী শাস্তি পাচ্ছে পাকিস্তানের ক্রিকেট নিয়ামক সংস্থা? জানা যাবে দিনকয়েক পরে। তবে যে ভাবে এগিয়েছে ঘটনাপ্রবাহ তাতে অন্তত ২ বছরের জন্য পাকিস্তানকে (Pakistan) আইসিসির সব টুর্নামেন্ট থেকে নির্বাসিত করা হলেও অবাক হওয়ার কারণ নেই, খবর মিলেছে অসমর্থিত সূত্র মারফত। পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসীন নকভি সে দেশের সরকারের মন্ত্রী। এর আগের চেয়ারম্যান নাজম শেঠিও সরাসরি রাজনীতিতে যুক্ত ছিলেন। পাকিস্তান ক্রিকেটে রাজনীতির সরাসরি হস্তক্ষেপ নিয়েও বিরক্ত আইসিসি। তা নিয়েও আপত্তি তোলা হতে পারে বলে খবর।