এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), শুভমান গিলরা (Shubman Gill)। গতকাল থেকেই দুবাইয়ের মাটিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। ১০ সেপ্টেম্বর প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের (IND vs UAE) বিপক্ষে মুখোমুখি হবে তারা। এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের মহারণ আয়োজন করা সম্ভব হবে কিনা সেই বিষয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছিল অনেক আগে থেকেই। ১৪ সেপ্টেম্বর দুই দলের এই হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই এবার পাকিস্তান ক্রিকেট দলের বয়কট করার খবর সামনে এসেছে।
Read More: “যুবরাজকে ধোনিও ভয় পেতো..”, যোগরাজ সিং’এর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল !!
পাকিস্তানের বয়কট-

পুরুষদের ক্রিকেটের সঙ্গে সঙ্গে মহিলাদের ক্রিকেটের জনপ্রিয়তাও বিশ্ব জুড়ে ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ফলে আসন্ন মহিলাদের ওডিআই বিশ্বকাপ (Women ODI WC 2025) নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এবার ভারত এবং শ্রীলঙ্কায় এই বিশ্ব মহারণ অনুষ্ঠিত হবে। ভারতের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার পাকিস্তানের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
এবার পাক বাহিনী আসন্ন মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করতে চলেছে বলে খবর সামনে এলো। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের এই অনুষ্ঠানে যোগ না দেওয়ার প্রধান কারণ হলো ভারতের সঙ্গে তাদের সাম্প্রতিক সময় রাজনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়েছিল। এই কারণে গুয়াহাটিতে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা (Fatima Sana) সহ কোনো পাক মহিলা ক্রিকেটারই উপস্থিত থাকবে না।
জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান-

এই বছরের মহিলাদের বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত এবং শ্রীলঙ্কা (IND vs SK) মুখোমুখি হবে। এই টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। এছাড়াও সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। আসন্ন এই জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে এবার মঞ্চ মাতাতে চলেছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। আরো একাধিক চোখ ধাঁধানো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে খবর সামনে এসেছে।
অন্যদিকে ইতিমধ্যেই মহিলা বিশ্বকাপের (Women ODI WC 2025) টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। মাত্র ১০০ টাকাতেই এবার এই টুর্নামেন্টের টিকিট পাওয়া যাচ্ছে। আইসিসির (ICC) ইতিহাসে বিশ্বকাপের কোন ম্যাচে এটাই সর্বনিম্ন দাম। মহিলাদের ক্রিকেটকে উৎসাহ দেওয়ার জন্য এইরকম সিদ্ধান্ত নিয়েছেন কর্মকর্তারা। প্রসঙ্গত ২০২৩ সালে পুরুষদের ওডিআই বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয়েছিল।