"তিন বলের খদ্দের..", অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পাক বোলার !! 1

যত সময় এগিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট রীতিমতো হাসির খোরাক উঠছে। এই বছর এশিয়া কাপ (Asia Cup 2025) ঘিরে পাক বাহিনী আলোচনার শীর্ষে উঠে এসেছিল। ভারতীয় দল তিনবারের মুখোমুখিতে সালমান আলী আঘাদের (Salman Ali Agha) থেকে নিশ্চিত জয় ছিনিয়ে নেয়। তবে ম্যাচ চলাকালীন কোনোরকম সৌজন্য দেখায়নি সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। হ্যান্ডশেক না করায় শুরু হয়েছিল বিতর্ক। এরপর ট্রফি নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান মহসিন নকভির (Mohsin Naqvi) নাটক‌ও চর্চায় উঠে এসেছে। এর মধ্যেই এবার এক পাকিস্তানি বোলার অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন।

Read More: ৬,৬,৬,৬,৬.. পাকিস্তানি তারকার ব্যাটিং’এ ধ্বংস বোলিং আক্রমণ, ৩৯৪ রানের অবিশ্বাস্য ইনিংসে নতুন রেকর্ড !!

দুরন্ত ফর্মে অভিষেক-

Asia cup 2025, অভিষেক শর্মা, team india
Abhishek Sharma | Image: Getty Images

ভারতীয় ক্রিকেটে বিগত কয়েক বছরে বহু ক্রিকেটার উঠে এসেছেন। কিন্তু তাদের মধ্যে অভিষেক শর্মার (Abhishek Sharma) মতো বিধ্বংসী ব্যাটিং করার ক্ষমতা খুব কম জনেরই রয়েছে। ভারতের প্রাক্তন কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)’এর তত্ত্বাবধানে তিনি নিজেকে গড়ে তুলেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে তার আগুন ঝরানো ব্যাটিং বর্তমানে প্রতিপক্ষদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ‌এই বছর এশিয়া কাপেও দলের হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন।

৭ ম্যাচে ৩১৪ রান তুলে নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। ২০০’এর ওপর স্ট্রাইক রেটে করেন ৩ টি অর্ধশতরান। উল্লেখ্য বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন অভিষেক। তিনি দেশের হয়ে এখনও পর্যন্ত ২৪ টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৪৯ রান সংগ্রহ করেছেন। আসন্ন অস্ট্রেলিয়া (India vs Australia Series) সফরে ভারতীয় দল ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে। এই সফরেও ব্যাট হাতে দুরন্ত পারফর্মেন্স করে চমক দেবেন এই তারকা বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

অভিষেককে নিয়ে বিতর্ক-

"তিন বলের খদ্দের..", অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পাক বোলার !! 2
Abhishek Sharma | Image: Getty Images

কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এই রকম আবহে এশিয়া কাপে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ ম্যাচের দিকে সকলের বিশেষ নজর ছিল। সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) গ্ৰুপ পর্বে, সুপার ৪’এ এবং ফাইনালে ৩ বার সালমান আলী আঘাদের বিপক্ষে মাঠে নেমেছিল। ৩ টি ম্যাচেই ব্লু ব্রিগেডরা দুরন্ত জয় ছিনিয়ে নেয়।

সুপার ৪’এ পাকিস্তানের বিপক্ষে ৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছিলেন অভিষেক। এই ব্যাটসম্যানের বিস্ময়কর প্রতিভা নিয়ে প্রতিপক্ষ এই দেশে রীতিমতো চর্চা চলছে। তবে এর মধ্যেই পাকিস্তানি বোলার ইহসানুল্লাহ (Ihsanullah) অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “যদি আমি অভিষেকের বিপক্ষে বল করার সুযোগ পাই, তাহলে সে ৬ বলের বেশি টিকবে না। আমি ৩ বলেই তাকে আউট করে দেবো।” এই মন্তব্য নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

Read Also: ধোঁকা ছাড়া কিছুই পেলেন না যুজবেন্দ্র চাহাল, শুরু হচ্ছে মহাভাশের নতুন প্রেমের অধ্যায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *