নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা পাকিস্তানি ক্রিকেটারের, নিউজিল্যান্ডের হয়ে করলেন অভিষেক !! 1

পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত হলেও তাদের সাম্প্রতিক সময়ের পারফর্মেন্স খুবই হতাশাজনক। তবে অভিজ্ঞ তারকাদের সঙ্গে সঙ্গে তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা রেখে এই বছর এশিয়া কাপ (Asia Cup 2025) জয়ের জন্য স্বপ্ন দেখছে পিসিবি (PCB)। এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে সালমান আলী আগাদের (Salman Ali Agha) ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটের উত্তাপ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময় দুই দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই ক্রিকেট ম্যাচ খুবই আকর্ষণীয় হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার আগেই দেশকে ধোঁকা দিয়ে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক করে হ‌ইচ‌ই ফেলে দিলেন পাকিস্তানি ক্রিকেটার।

Read More: TOP 5: ৫ টি কারণ যার জন্য হার্দিক পান্ডিয়াকে ভরসা করতে পারেন না গৌতম গম্ভীর ও বিসিসিআই !!

নিউজিল্যান্ড দলে পাক ক্রিকেটার-

নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা পাকিস্তানি ক্রিকেটারের, নিউজিল্যান্ডের হয়ে করলেন অভিষেক !! 2
Mohammad Abbas | Images: Getty Images

সাম্প্রতিক সময় অসংখ্য ক্রিকেটার নিজেদের দেশে ক্যারিয়ার গড়তে না পেরে ভিন্ন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছেন। ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার উন্মুক্ত চাঁদকে (Unmukt Chand) মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে দেখা গেছে। এর মধ্যেই সম্প্রতি পাকিস্তানে জন্মগ্রহণকারী ক্রিকেটার নিউজিল্যান্ডের হয়ে অভিষেক করে আলোচনায় উঠে এসেছেন। আমরা যার কথা বলছি তিনি হলেন মহম্মদ আব্বাস (Muhammad Abbas)। ২২ বছর বয়সী এই তরুণ তারকা এই বছর মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের (NZ vs PAK) হয়ে ওডিআই সিরিজে অভিষেক করেন।

প্রথম ম্যাচেই তিনি একটি দুরন্ত অর্ধশতরন করেন এবং একটি উইকেট তুলে নেন। দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে ৪১ রান এসেছিল। উল্লেখ্য মহম্মদ আব্বাস (Mohammad Abbas) ২৯ নভেম্বর ২০০৩ সালে পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা আজহার আব্বাস (Azhar Abbas) ক্রিকেট খেলার সূত্রে নিউজিল্যান্ডে চলে এসেছিলেন। ফলে মহম্মদ আব্বাস অকল্যান্ডে বড়ো হয়ে উঠেছিলেন এবং ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে তোলেন। উল্লেখ্য আজহার আব্বাস পাকিস্তান এবং নিউজিল্যান্ড দুই দেশের হয়েই প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন।

ভারত-পাক মহারণ-

নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা পাকিস্তানি ক্রিকেটারের, নিউজিল্যান্ডের হয়ে করলেন অভিষেক !! 3
IND vs PAK | Images: Getty Images

কাশ্মীরের পাহেলগামে নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় কেঁপে উঠেছিল গোট দেশ। এই ঘটনায় পাকিস্তানের যোগাযোগ থাকার কারণে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাঘাত করে প্রতিবেশী দেশের জঙ্গি ঘাঁটিগুলি উড়িয়ে দেয়। এর ফলে তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি।তাই মনে করা হয়েছিল ভারত এবং পাকিস্তান (IND vs PAK) আর ক্রিকেট মঞ্চে একে অপরের মুখোমুখি হবে না। তবে দীর্ঘ আলোচনার পর আবারও এশিয়া কাপে (Asia Cup 2025) এই দুই চির প্রতিদ্বন্দ্বী মাঠে নামতে চলেছে।পাকিস্তানের হয়ে এই বছর এশিয়া কাপে নেতৃত্বে দায়িত্ব সামলাবেন সালমান আলী আগা (Salman Ali Agha)।

তবে তাদের দুই তারকা ক্রিকেটার মহম্মদ রিজ‌ওয়ান ) (Mohammad Rizwan) এবং বাবর আজম (Babar Azam) এই দলে জায়গা পাননি। অন্যদিকে ভারতীয় টি-টোয়েন্টি দলকে আসন্ন এই টুর্নামেন্টের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এই দলে সহ অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়েছে শুভমান গিলকে (Shubman Gill)। তিনি অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে ওপেনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বোলিং আক্রমণের নেতৃত্বে দিতে চলেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এই তারকা পেসারের সঙ্গে স্পিন আক্রমণকে শক্তিশালী করতে রয়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) মতো তারকা।

Read Also: ভক্তদের জন্য বড়ো খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে ODI সিরিজের জন্য জায়গা পেলেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *