মাঝে বাকি আর মাত্র কিছুদিন। আগামী মাসের গোড়াতেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর। এবার আরও বড় পরিসরে কুড়ি-বিশের ক্রিকেটের বিশ্বযুদ্ধ আয়োজন করতে চলেছে আইসিসি। থাকতে চলেছে ২০টি দেশ। গত এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে তারা। প্রথম স্কোয়াড সামনে আনে নিউজিল্যান্ড। তারপর একে একে দল ঘোষণা করে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মত হেভিওয়েট দেশগুলি। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা’র মত দেশও দ্রুত স্কোয়াড প্রকাশ করে দিয়েছিলো। একে একে স্কোয়াড সামনে আনে অংশগ্রহণকারী বাকি দেশগুলিও। ব্যতিক্রম ছিলো কেবল পাকিস্তান। অনুরাগীদের দীর্ঘসময় অপেক্ষা করানোর পর অবশেষে ২০তম দেশ হিসেবে স্কোয়াড প্রকাশ করলো তারা
২০২২-এর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) শুরুটা মনোমত না হলেও শেষমেশ ফাইনাল খেলেছিলো পাকিস্তান। তীরে এসে ইংল্যান্ডের বিরুদ্ধে ডুবেছিলো তরী। এবার শেষ বাধাটুকুও পেরিয়ে যেতে মরিয়া তারা। এ-গ্রুপে রয়েছে পাক দল। গ্রুপ পর্বে তাদের সাথে থাকছে আয়ারল্যান্ড, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। ৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাত্রা শুরু করছে তারা। ৯ তারিখ তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এরপর ১১ ও ১৬ জুন যথাক্রমে কানাডা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে চলেছে তারা। শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে চায় পাকিস্তান। তাদের সাম্প্রতিক ফর্ম বিশেষ ভালো নয়। কিন্তু তার প্রভাব টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পড়ুক, চায় না পিসিবি। আজ পাকিস্তানের ইংল্যান্ড সফর চলার মাঝপথেই দল বেছে নিলো তারা।
Read More: IPL 2024: “ঘূর্ণিতেই কুপোকাত…” রাজস্থানকে হারিয়ে ফাইনালে হায়দ্রাবাদ, ক্যাপ্টেন কামিন্সের প্রশংসায় মুখরিত সমাজমাধ্যম !!
অধিনায়ক বাবর, ব্যাটিং-এ জোর পাক দলের-
গত ওডিআই বিশ্বকাপের পর নেতৃত্ব থেকে সরানো হয়েছিলো বাবর আজমকে (Babar Azam)। টি-২০ দলের নেতা হয়েছিলেন শাহীন আফ্রিদি। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর ফের ব্যাটন তুলে দেওয়া হয়েছে বাবরেরই হাতে। টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup) দলের দায়িত্ব সামলাবেন তিনিই। থাকছেন তাঁর বিশ্বস্ত সেনাপতি মহম্মদ রিজওয়ান’ও (Mohammad Rizwan)। তাঁর সাথে দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সুযোগ দেওয়া হয়েছে মঈন খানের পুত্র আজম খানকে (Azam Khan)। পাকিস্তান স্কোয়াডে রয়েছেন ফখর জামান (Fakhar Zaman)। গত টি-২০ বিশ্বকাপে চোটের জন্য খেলা হয় নি তাঁর। বাম হাতি ব্যাটার চাইবেন নিজের সেরাটা তুলে ধরতে। এবারের টুর্নামেন্টে নজর থাকবে সাইম আইয়ুবের দিকে। অনেকেই বলছেন পাকিস্তানের এক্স-ফ্যাক্টর হতে পারেন তিনি।
সংযুক্ত আরব আমিরশাহীর হাতছানি এড়িয়ে পাকিস্তানের জার্সি গায়ে চাপিয়েছেন উসমান খান (Usman Khan)। মিলেছে পুরষ্কারও। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দলে রয়েছেন তিনি। অভিজ্ঞ অলরাউন্ডার ইফতিকার আহমেদকে দেখা যাবে দলে। অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর টি-২০ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন ইমাদ ওয়াসিম’ও। থাকছেন শাদাব খান’ও। ইফতিকার (Iftikhar Ahmed), শাদাব ও ইমাদের (Imad Wasim) উপরেই মূলত পাকিস্তানের স্পিন বোলিং বিভাগের দায়িত্বও ন্যস্ত থাকবে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। দ্বৈত ভূমিকায় তাঁরা দলকে কতটা সাফল্য এনে দেন নজর থাকবে সেইদিকে। মহম্মদ হারিস, খুশদিল শাহ, মহম্মদ নাওয়াজের মত চেনা মুখকে বাদ দিয়েই দল সাজিয়েছেন নির্বাচকেরা।
ফিরলেন আমির, শক্তিশালী বোলিং পাকিস্তানের-
পেস বোলিং বরাবরই পাকিস্তান দলের অন্যতম শক্তির জায়গা। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup) শক্তিশালী স্কোয়াড সঙ্গে নিয়েই মাঠে নামছেন বাবর আজম’রা। তাদের প্রধান অস্ত্র হতে চলেছেন শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। গত টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হাঁটুতে চোট পেয়ে তিনি মাঠ ছাড়ার পরেই পিছিয়ে পড়েছিলো পাক দল। এবার গোটা টুর্নামেন্টেই ফিট থাকতে চাইবেন তিনি। থাকছেন হারিস রউফ (Haris Rauf)। এক্সপ্রেস গতির আগুনে প্রতিপক্ষকে চাপে ফেলাই লক্ষ্য থাকবে তাঁর। এছাড়াও রয়েছেন নাসিম শাহ’ও (Naseem Shah)। গত এশিয়া কাপে চোট পেয়েছিলেন তিনি। খেলা হয় নি ওডিআই বিশ্বকাপ। এবার টি-২০ বিশ্বকাপের মঞ্চে জাত চেনাতে মুখিয়ে থাকবেন তিনি।
লম্বা সময় পর জাতীয় দলের হয়ে কোনো বড় প্রতিযোগিতায় দেখা যাবে মহম্মদ আমিরকে (Mohammad Amir)। বাম হাতি পেসার মাত্র ৩০ বছর বয়সে অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। দিনকয়েক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ফিরেছেন অবসর ভেঙে। এবার টি-২০ বিশ্বকাপের মঞ্চে বল হাতে নামবেন তিনি। শাহীন, নাসিম, হারিস, আমির পেস চতুর্ভুজের সাথে জুড়ে দেওয়া হয়েছে বছর ২৩-এর আব্বাস আফ্রিদিকে (Abbas Afridi)। প্রাক্তন পাক পেসার উমর গুলের ভাইপো তিনি। কাকার মতই দেশের জার্সিতে সেরাটা দিতে চাইবেন তিনি। হাসান আলি বা জামান খানের মত তারকারা সুযোগ পান নি স্কোয়াডে। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে পাকিস্তান সুযোগ দিয়েছে আবরার আহমেদকে (Abrar Ahmed)।
এক নজরে পাকিস্তানের T20 বিশ্বকাপ স্কোয়াড-
Pakistan name their 15-man squad for the T20 World Cup 👇 #T20WC pic.twitter.com/1swM5Vy5gP
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 24, 2024