Pakistan Squad For Asia Cup 2025

এশিয়া কাপের (Asia Cup 2025) আগে প্রতিটি দল এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এই টুর্নামেন্টে ক্রিকেটের উন্মাদনায় মেতে ওঠার জন্য অপেক্ষা করছেন সাধারণ ভক্তরা‌ও। এই বছর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) মহারণ। দুই দেশের যুদ্ধ পরিস্থিতির মধ্যে রাজনৈতিক উত্তেজনা সাম্প্রতিক সময় খুবই বৃদ্ধি পেয়েছিল। ফলে এশিয়া কাপের (Asia Cup 2025) এই গুরুত্বপূর্ণ ম্যাচ ভারত এবং পাকিস্তানের জন্য আত্মসম্মানের লড়াই হতে চলেছে। এর মধ্যেই এবার ব্লু ব্রিগেডদের টেক্কা দিতে শক্তিশালী দল গঠন করলো পাকিস্তান।

Read More: দলের কোহিনূরকে হারাচ্ছে KKR, সঞ্জুকে দলে আনতে নেওয়া হলো চরম সিদ্ধান্ত !!

এশিয়া কাপের জন্য দল প্রকাশ-

BREAKING: ভারতকে টেক্কা দিতে ভয়ঙ্কর দল ঘোষণা করলো পাকিস্তান, এশিয়া কাপে চালাবে তান্ডব !! 1
Pakistan Cricket Team | Images: Getty Images

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান (PAK vs WI) ২-১ ব্যবধানে জয় পেলেও ওডিআই সিরিজে লজ্জাজনক হারে সম্মুখীন হয়। এর ফলে আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য অনেকটাই চিন্তার মধ্যে ছিলেন ক্রিকেট ভক্তরা। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার শক্তিশালী দল গঠন করে বিপক্ষদের ইতিমধ্যেই চাপে ফেলে দিলো বলাই যায়। তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের ভারসাম্য বজায় রেখে দল প্রকাশ করা হয়েছে।

তবে বাবর আজম (Babar Azam) এবং মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) মতো তারকার ক্রিকেটারকে এই বছর এশিয়া কাপে পাকিস্তান দলে দেখা যাবে না। টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা (Salman Ali Agha)। এশিয়া কাপের আগে ২৯ আগস্ট থেকে শুরু হতে চলেছে পাকিস্তান, আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে সঙ্গে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ফলে পিসিবি (PCB) এই সিরিজ এবং আসন্ন এশিয়া কাপের এই দল প্রকাশ করলো।

এশিয়া কাপের জন্য পাকিস্তান দল-

সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রাউফ, হাসান আলী, হাসান ন‌ওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হারিস, মহম্মদ ন‌ওয়াজ, ওয়াসিম জুনিয়র, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহীন আফ্রিদি এবং সুফিয়ান মুকিম

এশিয়া কাপের মহারণ-

এই বছর এশিয়া কাপ (Asia Cup ২০২৫) ভারতের মাটিতে অনুষ্ঠিত হ‌ওয়ার কথা ছিল। কিন্তু গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার কারণে সাধারণ পর্যটকদের মৃত্যু পরিস্থিতি বদলে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় তার আঁচ এসে পড়ে ক্রিকেট মাঠেও। এক সময় মনে করা হচ্ছিল কোনভাবেই এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে না। তবে সমস্ত জটিলতা কাটিয়ে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই বছরের এশিয়া কাপ।

ভারত এবং পাকিস্তান (IND vs PAK) টুর্নামেন্টে গ্ৰুপ ‘এ’তে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে অবস্থান করছে। ভারত বনাম পাকের হাইভোল্টেজ মহারণটি অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। এছাড়াও গ্ৰুপ পর্বে ১০ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ব্লু ব্রিগেডরা। খুব তাড়াতাড়ি বিসিসিআইও (BCCI) এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করতে চলেছে। সূত্র অনুযায়ী সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতের হয়ে নেতৃত্বে দিতে দেখা যাবে।

Read Also: Top 5: ৫ জন ভারতীয় তারকা এই বছর‌ই ইতি টানছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *