অবশেষে আজ পাকিস্তানের করাচি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড দল। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে থেকে পাকিস্তানেই ছিল নিউজিল্যান্ড দল। মূলত নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা একটি ত্রিদেশীয় ওডিআই সিরিজ খেলছিল। যেখানে মেগা ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জয় করেছিল নিউজিল্যান্ড দল। যে কারণে তুমুল আত্মবিশ্বাস নিয়ে আজকের ম্যাচটি শুরু করে নিউজিল্যান্ড। শুরুতেই অবশ্য প্রধান দুটি উইকেট হারাতে হয় কিউই দলকে।
১৭ টি বল খেলে কেবলমাত্র ১০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ওপেনার ব্যাটসম্যান কেন উইলিয়ামসনকে (Kane Williamson)। বামহাতী তারকা স্পিনার আব্রার আহমেদের বলে উইকেট হারান তিনি। অন্যদিকে পাকিস্তানের মাটিতে রুদ্ধশ্বাস ফর্মে থাকা কেন উইলিয়ামসনকে জলদি প্যাভিলিয়নে ফেরান নাসিম শাহ। মাত্র ১ রান করেই আউট হতে হয়েছে তাকে। পাওয়ার প্লের ভিতর দুই উইকেট হারিয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড। এরপর আবার ইনফর্ম দাঁড়িল মিচেলকে প্যাভিলিয়নের পথ দেখান হ্যারিস রউফ (Harris Rauf)। ২৪ বলে ১০ রান বানিয়ে আউট হন রউফ।
জোড়া শতরান হাঁকালেন ইয়ং ও ল্যাথাম

তবে আজকের ম্যাচে নামের প্রতি সুবিচার করেছেন উইল ইয়ং (Will Young) এবং টম ল্যাথাম (Tom Latham)। দুজনের ব্যাট থেকে জোড়া শতরান দেখা গিয়েছে। ১১৩ বলে ১২টি চার এবং ১টি ছক্কায় ১০৭ রানের ইনিংস খেলেন ইয়ং। পাশাপশি, ১০৪ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ১১৮ রানের লড়াকু ইনিংস খেলেছেন ল্যাথাম। শেষের দিকে ৩৯ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গ্লেন ফিলিপস (Glenn Phillips)। পাকিস্তানের পক্ষ থেকে ২টি করে উইকেট পেয়েছেন তরুণ পেসার নাসিম শাহ ও হ্যারিস রউফ। তাছাড়া একটি উইকেট পেয়েছেন অবরার। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে নিউজিল্যান্ডের মোট রান সংখ্যা ৫ উইকেটে ৩২০।