PAK vs HK: হংকংয়ের বিরুদ্ধে ১৫৫ রানের বড় জয় তুলে নিয়ে চলতি এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করল পাকিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলো না হংকং। রান তাড়া করতে নেমে ১০.৪ ওভারে মাত্র ৩৮ রানে অলআউট হয়ে যায় নিজাকাত খানের দল। এ দিন, বল হাতে পাকিস্তানের শাদাব খান ২.৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪টি উইকেট নেন। এটা তার কেরিয়ারের সেরা বোলিং। শাদাবের পাশাপাশি আরেক স্পিনার মোহাম্মদ নাওয়াজ ২ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে নেন ৩টি উইকেট। এছাড়া নাসিম শাহ ২ ওভার বল করে ৭ রান দিয়ে নেন ২টি উইকেট। শাহনওয়াজ দাহানি ২ ওভার বল করে ১ মেডেনসহ ৭ রান দিয়ে নেন ১টি উইকেট। সব মিলিয়ে এ দিন নজরকাড়া পারফরমেন্স করে দেখায় পাকিস্তান।
এ দিন, টস হেরে প্রথমে ব্যাট করতে হয় পাকিস্তানকে। তবে ১৩ রানেই অধিনায়ক বাবর আজমের উইকেট হারায় তারা। ৮ বলে ১ চারে ৯ রান করে ফেরেন তিনি। মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান ও খুশদীল শাহ’র ব্যাটিং ঝড়ে ২ উইকেট হারিয়ে ১৯৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে পাকিস্তান। বাবর ফেরার পর দলের হাল ধরেন রিজওয়ান ও ফখর জামান। দ্বিতীয় উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে মাত্র ৮১ বলে ১১৬ রান যোগ করেন। ১৭তম ওভারের প্রথম বলে দলীয় ১২৯ রানের মাথায় ফেরেন জামান। ৪১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৩ রান করে যান তিনি। বেশ কিছুদিন পর বড় রানের মুখ দেখলেন তিনি।
ফখর ফেরার পর রিজওয়ানের সঙ্গে এসে জুটি বাঁধেন খুশদীল শাহ। তারা দু’জন ২৩ বলে ৬৪ রান তোলেন। তার মধ্যে খুশদীল একাই করেন ৩৫ রান। বিশেষ করে শেষ ওভারে ৪টি ছয় মারেন। শেষ ওভারে ২৯ রান তুলে নেয় পাকিস্তান। সেই সঙ্গে দলীয় সংগ্রহ ১৬৪ থেকে হয়ে যায় ১৯৩। এদিন ইনিংসের ওপেন করতে এসে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রিজওয়ান। তিনি ৫৭ বল খেলে ৬টি চার ও ১ ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন। বল হাতে হংকং-এর এহসান খান ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন।