pak-vs-eng-pakistan-clinches-victory

PAK vs ENG: ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট ম্যাচ জিতেছিলো পাকিস্তান (PAK vs SA)। এরপর তারা মুখোমুখি হয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত দলের। একটি টেস্টেও জয় পায় নি পাক শিবির। দিনকয়েক আগে বাংলাদেশের বিরুদ্ধেও রাওয়ালপিন্ডির মাঠে ২-০ ফলে হোয়াইটওয়াশ হতে হয়েছে তাদের। ব্যর্থতার অন্ধকারে ডুবে যাওয়া পাকিস্তান অবাক করেছিলো গোটা ক্রিকেটবিশ্ব’কে। মুলতানে ইংল্যান্ডের বিরুদ্ধে (PAK vs ENG) প্রথম টেস্টে শান মাসুদের (Shan Masood) দলের ইনিংস ও ২৩৪ রানের ব্যবধানে হারের পর নড়েচড়ে বসতে বাধ্য হয় পিসিবি। বাবর আজম (Babar Azam), শাহীন আফ্রিদিদের মত তারকাদের ছেঁটে ফেলে নতুন করে দলগঠন করে তারা। ফল মিললো হাতেনাতে। সেই মুলতানেই ১৫২ রানের ব্যবধানে দুর্ধর্ষ জয় ছিনিয়ে নিয়ে ১৩৪৯ দিনের খরা কাটালো পাকিস্তান।

Read More: IND vs NZ: ভাগ্য খুললো ঈশান কিষানের, ঋষভ পন্থের জায়গায় নিচ্ছেন এন্ট্রি !!

প্রথম ইনিংসে লিড পেয়েছিলো পাকিস্তান-

Kamran Ghulam | PAK vs ENG | Image: Getty Images
Kamran Ghulam | PAK vs ENG | Image: Getty Images

টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক শান মাসুদ (Shan Masood)। মুলতানের যে পিচে প্রথম টেস্ট ম্যাচটি খেলা হয়েছিলো, দ্বিতীয় খেলাতেও সেটিই ব্যবহার করা হয়। তবে আগের ম্যাচটির মত রানের মহোৎসব চোখে পড়ে নি দ্বিতীয় টেস্টে। প্রথম ইনিংসে ৩৬৬ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় পাকিস্তান। তরুণ সাইম আইয়ুব করেন ৭৭ রান। বাবর আজমের বদলি হিসেবে টেস্ট অভিষেক হয় ২৯ বর্ষীয় কামরান গুলামের (Kamran Ghulam)। আবির্ভাবেই ১১৮ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ড শুরুটা করেছিলো তাদের ট্রেডমার্ক বাজবল ভঙ্গিতে। ঝোড়ো শতরান করেন বেন ডাকেট (Ben Duckett)। কিন্তু মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতায় ২৯১-এ থামতে হয় তাদের। প্রথম ইনিংসে ৭৫ রানের লিড পেয়ে যায় পাকিস্তান।

তৃতীয় ইনিংসে মুলতানের বাইশ গজে সমস্যায় পড়তে দেখা যায় পাকিস্তানী ব্যাটারদের। আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব (Saim Ayub), অধিনায়ক শান মাসুদ-রান পান নি কেউই। প্রথম ইনিংসে শতরান করা কামরান গুলাম’ও ২৬ করেই ফেরেন সাজঘরে। সাউদ শাকিল ও মহম্মদ রিজওয়ান (Muhammad Rizwan) করেন যথাক্রমে ৩১ ও ২৩ রান। সাত নম্বরে নামা অলরাউন্ডার আগা সলমন (Agha Salman) দুর্দান্ত লড়াই করেন। তাঁর ব্যাট থেকে আসে ৬৩ রান। মূলত তাঁর সৌজন্যেই ২০০’র গণ্ডী পেরোয় পাকিস্তান। থামে ২২১ রানে। চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৭৭। ইংল্যান্ডের হয়ে পাক বংশোদ্ভূত স্পিনার শোয়েব বশির (Shoaib Bashir) পান ৪ উইকেট। জ্যাক লিচ (Jack Leach) ৩টি, ব্রাইডন কার্স ২টি ও ম্যাথু পটসের ঝুলিতে জমা পড়ে ১টি সাফল্য।

ঘূর্ণি বোলিং-এ টেস্ট জয় পাকিস্তানের-

PAK vs ENG | Image: Getty Images
PAK vs ENG | Image: Getty Images

টার্ন সমৃদ্ধ মুলতান পিচে চতুর্থ ইনিংসে ২৭৭ তুলে জয় যে সহজ হবে না ইংল্যান্ডের পক্ষে তা বোঝা গিয়েছিলো গতকালই। শেষ সেশনে দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি’কে খুইয়ে বসেছিলো বেন স্টোকসের দল। দিনের শেষে স্কোর ছিলো ২ উইকেটের বিনিময়ে ৩৬। আজ দিনের দ্বিতীয় বলেই পোপ’কে ফিরিয়ে দেন সাজিদ খান। আইসিসি র‍্যাঙ্কিং-এ পয়লা নম্বরে থাকা জো রুট (Joe Root) আগের টেস্টে করেছিলেন দ্বিশতরান। দ্বিতীয় ম্যাচে সাফল্য পেলেন না তিনি। হ্যারি ব্রুক, জেমি স্মিথরাও রান পান নি। লড়াইয়ের চেষ্টা করেছিলেন বেন স্টোকস (Ben Stokes)। ৩৭ করে আউট হন তিনিও। পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলি’র (Noman Ali) দাপটে ম্যাচের চতুর্থ দিনে মাত্র ১৪৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ৮টি উইকেট নোমানের। ২টি সাফল্য পেয়েছেন সাজিদ।

Also Read: মাঠের মধ্যে ধুন্ধুমার কান্ড, কনওয়ের উপর মেজাজ হারালেন DSP সিরাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *