PAK vs BAN: ২০০৩ সালে পাকিস্তানের মাঠে টেস্ট জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলো বাংলাদেশ। মুলতানে ১ উইকেটের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় পাক বাহিনী। তীরে এসেও তরী ডোবে টাইগার্সদের। তার ঠিক ২১ বছর পর অবশেষে স্বপ্নপূরণ পদ্মাপারের দেশের। রাওয়ালপিন্ডির মাঠে বাবর আজমদের (Babar Azam) রীতিমত চমকে দিয়ে দুর্দান্ত টেস্ট জয় শাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের (Mushfiqur Rahim)। এর আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যাটিং সহায়ক পাটা পিচ বানিয়ে বেকায়দায় পড়তে হয়েছিলো পাকিস্তানকে। সেই সব হার থেকে কোনো শিক্ষাই যে পিসিবি নেয় নি তা আরও একবার প্রমাণিত হলো রাওয়ালপিন্ডির ম্যাচে। দিনকয়েক আগেই টি-২০তে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছিলো পাকিস্তান। ‘ঘরের মাঠে’ এই পরাজয় যন্ত্রণা বাড়ালো সমর্থকদের।
টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ (PAK vs BAN)। পাটা উইকেটে বড় রান তুলতে অসুবিধা হয় নি পাকিস্তানের। রিজওয়ানের ১৭১, সাউদ শাকিলের ১৪১-এর সুবাদে তারা ৬ উইকেটে ৪৪৮ তুলে ডিক্লেয়ার করে দেয়। নাসিম-শাহীনদের বিপক্ষে বাংলাদেশ ব্যাটাররা যে রুখে দাঁড়াবেন তা হয়ত অনুমান করতে পারেন নি পাক অধিনায়ক শান মাসুদ (Shan Masood)। প্রতিপক্ষকে হাল্কাভাবে নেওয়ার ফলেই ভুগতে হলো তাদের। ওপেনার সাদমান ইসলাম করেন ৯৩, লড়াকু অর্ধশতক করেন মোমিনুল’ও। লিটন দাসের (Litton Das) ব্যাট থেকে আসে ৫৬ রানের ইনিংস। কিন্তু নজর কেড়ে নেন অভিজ্ঞ মুশফিকুর। কেরিয়ারের ১১তম শতরানটি করেন তিনি। এগোচ্ছিলেন তৃতীয় দ্বিশতরানের দিকে। কিন্তু ১৯১ রানের মাথায় শাহীন শাহ আফ্রিদি ফেরান তাঁকে। ৭৭ করেন মেহদী হাসান মিরাজ’ও। পাকিস্তানের রান টপকে যায় বাংলাদেশ। তারা থামে ৫৬৫ রানে।
Read More: IPL 2025: মেগা নিলামের আগেই কপাল খুলছে হার্দিক পান্ডিয়া’র, এই দলের হচ্ছেন অধিনায়ক !!
ঘরের মাঠে মুখ পুড়লো পাকিস্তানের-
নিষ্ফলা ড্র আশা করেছিলেন ক্রিকেট দর্শকেরা। কিন্তু তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগার্স বোলারদের বিক্রমে দিশাহারা অবস্থা হয় পাক ব্যাটারদের। মেহদী-শাকিবের (Shakib al Hasan) স্পিন জুটি তুলে নেয় মোট ৭টি উইকেট। মহম্মদ রিজওয়ান ছাড়া রুখে দাঁড়াতে পারেন নি কেউই। ১৪৬ রানেই গুটিয়ে গিয়েছিলো ইনিংস। চতুর্থ ইনিংসে বাংলাদেশকে করতে হত মাত্র ৩০ রান। ৬.৩ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় তারা। ২৬ বলে ১৫ করে অপরাজিত থাকেন জাকির হাসান (Zakir Hasan)। সাদমান ইসলাম করেন ১৩ বলে ৯ রান। এর আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত প্রতিপক্ষকে মীরপুরের মাঠে হারিয়েছে বাংলাদেশ। কিন্তু বিদেশের মাটিতে আজকের জয় তাদের অন্যতম সাফল্য হয়ে থাকবে। ১০ উইকেটের ব্যবধানে জিতে টাইগার্সরা যখন আনন্দে মাতোয়ারা, ব্যর্থতার গ্লানি তখন ঢেকেছে বাবর-শাহীনদের।
এই ম্যাচে হারের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রলের মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে (PAK vs BAN)। ‘প্রথমে আমেরিকা, তারপর বাংলাদেশ, এবার উগান্ডার বিরুদ্ধে হারের অপেক্ষায় রয়েছি’ লিখেছেন এক নেটনাগরিক। ‘পড়শি দেশের ক্রিকেট মানেই বিনোদন’ টিপ্পনি এক ভারতীয় ক্রিকেটপ্রেমীর। ‘ঘরের মাঠে পছন্দের পিচ বানিয়েও কেউ যদি জিততে না পারে, তাদের উচিৎ মাঠে না নামা’ মন্তব্য আরও একজনের। সমালোচকদের নিশানায় বাবর আজম’ও। দুই ইনিংসে তিনি করেছেন ০ ও ২২। ২০২২-এ শেষ টেস্ট অর্ধশতক করেছিলেন। ‘যাঁরা কোহলির সাথে বাবরের তুলনা করতেন, তাঁদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে দেওয়াই উচিৎ না’ রুষ্ট এক সমর্থক জানিয়েছেন এমনটাই। ‘এদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ না খেলাই ভালো’, টিপ্পনি ভারতীয় সমর্থকের। ‘বন্যাপীড়িত বাংলাদেশকে আশার আলো দেখাবে এই জয়’ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন একজন।
দেখে নিন ট্যুইট চিত্র-
Pakistan Cricket. #PAKvsBAN pic.twitter.com/BCtNNOQTCN
— Sagar (@sagarcasm) August 25, 2024
East Pakistan thrashed West Pakistan in their home 😆#PAKvsBAN pic.twitter.com/n4Lpp55v0l
— Johns (@JohnyBravo183) August 25, 2024
There is only one King of Cricket.
Name – Virat Kohli 👑#PAKvsBAN pic.twitter.com/xyqTyEDUrT— Virat Kohli ( Parody) (@imVKohji) August 25, 2024
Indian fans watching Pakistan lose to Bangladesh at home ground after declaring the 1st innings #PAKvsBAN pic.twitter.com/3D7Ei66Lzf
— SwatKat💃 (@swatic12) August 25, 2024
The ball turned like Bangladesh’s government.#PAKvsBAN pic.twitter.com/3UYcxvVS0l
— Cricket addicted 🏏🇮🇳 (@VikashJ13660845) August 25, 2024
Bangladesh se harne ke baad Pakistan fans #PAKvsBAN pic.twitter.com/MFZwBYcTq4
— Raja Babu (@GaurangBhardwa1) August 25, 2024
This meme never gets old#PAKvsBAN pic.twitter.com/OVMe0huU4G
— umeee (@umeesb) August 25, 2024
The player of the match award goes to Mushi ❤️#PAKvsBAN pic.twitter.com/QHitEHDRJB
— 𝘒𝘏𝘈𝘓𝘐𝘋🇧🇩 (@Khalid_bd_) August 25, 2024
– Pace is Pace Yaar
– Babar is lumber 1
– Best Pace trio
– PSL is the best
– 150+ bowlersResult : Pakistan lost to Bangladesh at home #PAKvsBAN #PAKvBAN
— Ash (@Ashsay_) August 25, 2024
Their dream – 🔥💪
Their performance – 💩🤡#PAKvsBAN #PakistanCricket #PAKvBAN #WTC25 pic.twitter.com/SY5Vkgrq7b— Jellyfish 𝕏 (@sea_jellyy) August 25, 2024