pak-vs-ban-fans-fume-as-pak-lose-again

PAK vs BAN: দিনকয়েক আগে রাওয়ালপিন্ডির মাঠে বাংলাদেশের বিরুদ্ধে (PAK vs BAN) লজ্জার হারের সম্মুখীন হয়েছিলো পাকিস্তান। ১০ উইকেটের ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিলো শান মাসুদের দল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পর চতুর্থ দেশ হিসেবে গত দুই বছরের মধ্যে পাকিস্তানের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে (PAK vs BAN) টেস্ট জিতেছিলো বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে পাক্‌ দল, সিরিজ রক্ষার্থে জানকবুল লড়াই করবেন বাবর আজম’রা (Babar Azam), আশায় ছিলেন সমর্থকরা। কিন্তু দেখা গেলো না তেমন কিছুই। সেই রাওয়ালপিন্ডির মাঠেই আরও একবার অসহায় আত্মসমর্পণ ‘মেন ইন গ্রিন’-এর। ৬ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে একদিকে যেমন ইতিহাস রচনা করলেন টাইগার্স’রা, অন্যদিকে অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হলো পাকিস্তানের জন্য।

দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে লিড পেয়েছিলো পাক শিবির। তাদের তোলা ২৭৪ রানের জবাবে বাংলাদেশ থেমে গিয়েছিলো ২৬২ রানে। ১২ রানে এগিয়ে থাকা বাবর’রা অবশ্য নিজেদের দ্বিতীয় ইনিংসে ধসে গেলেন বাংলাদেশী পেস আক্রমণের সামনে। হাসান মাহমুদ (Hasan Mahmud) তুলে নিয়েছেন ৫ উইকেট, ৪টি উইকেট জমা পড়েছে নবাগত নাহিদ রাণা’র (Nahid Rana) ঝুলিতে। ১টি উইকেট পেয়েছেন অভিজ্ঞ তাস্কিন আহমেদ। ইনিংসের ১০ উইকেটের ১০টিই নিচ্ছেন বাংলাদেশী পেসার’রা, এই দৃশ্য বড় একটা চোখে পড়ে না, কিন্তু তেমনটাই দেখা গিয়েছে রাওয়ালপিন্ডিতে। মাত্র ১৭২-এ থেমে যায় পাকিস্তান। শেষে ১৮৪ রানের লক্ষ্য ছিলো বাংলাদেশের সামনে। চতুর্থ দিনের শেষ সেশনে ওপেনার জাকির হাসানের (Zakir Hasan) বিক্রম’ই বুঝিয়ে দিয়েছিলো ম্যাচের পাল্লা ভারী টাইগার্সদের দিকে।

Read More: PAK vs BAN: ঘরের মাঠে ফের লজ্জার শিকার হলো পাকিস্তান, বাবর’দের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ !!

বাংলাদেশের জয়ে সমালোচিত পাকিস্তান-

Mushfiqur Rahim and Shakib al Hasan | PAK vs BAN | Image: Twitter
Mushfiqur Rahim and Shakib al Hasan | Image: Twitter

আজ দিনের শুরুতে দুই ওপেনারকে ফেরাতে সক্ষম হয়েছিলেন মীর হামজা ও খুররম শাহজাদ। কিন্তু অভিজ্ঞ মোমিনুল হক (Mominul Haque) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র (Najmul Hossain Shanto) কার্যকরী দু’টি ইনিংস বিপদসীমা থেকে অনেকখানি দূরে নিয়ে যায় বাংলাদেশকে। শান্ত ৩৮ ও মোমিনুল ৩৪ করে যখন আউট হন, তখন টাইগার্সদের জয় কেবল সময়ের অপেক্ষা। বাকি রাস্তাটুকু তাদের পৌঁছে দেন বহু যুদ্ধের দুই নায়ক-মুশফিকুর রহিম ও শাকিব আল হাসান। উইকেটরক্ষক-ব্যাটার মুশফিক ২২ ও অলরাউন্ডার শাকিব (Shakib al Hasan) ২১ করে অপরাজিত থাকেন আজ। ২০২৪-এর আগে পাকিস্তানের মাটিতে একটিও টেস্ট জয়ের নজির ছিলো না বাংলাদেশের। এমনকি পাক্‌ দলের বিরুদ্ধে টেস্টে কোনো জয়’ই ছিলো না তাদের, কিন্তু নাজমুল হোসেন শান্ত’র দল পরিসংখ্যানে কেবল বদল আনলেন না, সাথে গড়ে ফেললেন নতুন ইতিহাস’ও।

এই টেস্টে একটা সময় প্রথম ইনিংসে ২৬ রানের মাথায় ৬ উইকেট হারিয়েছিলো বাংলাদেশ। সেখান থেকে যেভাবে দুরন্ত শতরানে তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করেন লিটন দাস (Litton Das), তার প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা। কুর্নিশ কুড়িয়েছেন অলরাউন্ডার মেহদী হাসান মিরাজ’ও (Mehidy Hasan Miraz)। ব্যাটে-বলে তিনিই এই সিরিজ জয়ের প্রধান স্থপতি। ‘মিরাজ নিঃসন্দেহে এই মুহূর্তে শ্রেষ্ঠ অলরাউন্ডারদের একজন’ লিখেছেন একজন। পাশাপাশি কটাক্ষের ঝড়ের সামনে পড়তে হয়েছে পাকিস্তান শিবির’কে। ‘লজ্জা লাগা দরকার’ উষ্মা ব্যক্ত করেছেন একজন। ‘যে পাচ্ছে হারিয়ে যাচ্ছে, মাঠেই নামা উচিৎ নয়’ দেখা গিয়েছে ক্ষোভের বিস্ফোরণ। ‘এদের আদৌ কোনো যোগ্যতা রয়েছে?’ বাবর-শাহীনদের বিঁধেছেন একজন। ‘দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম লজ্জার দিন’ অসহায় আত্মসমর্পণের বেদনা অনুভূত হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের দল ঘোষণা করলো ভারত, রোহিতকে সরিয়ে বুমরাহকে দেওয়া হলো দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *