PAK vs BAN: “ম্যাথিউজ খুব শিক্ষা দিয়েছে…” ‘টাইম আউট’ থেকে বাঁচতে পড়িমড়ি দৌড় পাক ব্যাটারের, হাসির রোল ক্রিকেটদুনিয়ায় !! 1

PAK vs BAN: পাকিস্তানের বেহাল দশা চলছেই। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে (PAK vs BAN) দিনকয়েক আগেই প্রথম টেস্ট ম্যাচটি হেরেছিলো তারা। সাম্প্রতিক কালে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিরুদ্ধে লাল বলের ফর্ম্যাটে পরাজয়ের পর টাইগার্সদের বিপক্ষে মুখ থুবড়ে পড়তে হয়েছিলো বাবর আজমদের। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট ম্যাচেও কঠিন পরিস্থিতির সম্মুখীন তারা। বাংলাদেশের পেস আক্রমণের ধাক্কায় বেসামাল শান মাসুদের দল। প্রথম ইনিংসে লিড পেলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭২ রানে গুটিয়ে গিয়েছে পাকিস্তান শিবির। আজ ম্যাচের শেষ দিনে বাংলাদেশকে পৌঁছতে হবে ১৮৪ রানে। তাহলেই ২-০ ফলে বাবর-রিজওয়ানদের হোয়াইটওয়াশ করতে সক্ষম হবে তারা।

Read More: IPL 2025: বুকে পাথর রেখে সিদ্ধান্ত নিচ্ছে KKR, দলের মেরুদন্ড ব্যাটসম্যানকে নিলামের আগেই করছে ছাটাই !!

ম্যাচের চতুর্থ দিন দাপট ছিলো বাংলাদেশেরই। যে কয়েকজন পাক সমর্থক মাঠে হাজির হয়েছিলেন তাঁদের অধিকাংশই সময়টাই কাটাতে হলো নিষ্প্রভ থেকে। এরই মাঝে স্পিনার আবরার আহমেদের কাণ্ডে সুযোগ মিলেছিলো খানিক বিনোদনের। পাক লেগস্পিনারকে দেখে মনে পড়লো গত বছরের বিশ্বকাপ চলাকালীন অ্যাঞ্জেলো ম্যাথিউজের (Angelo Mathews) কথা। বাংলাদেশের বিরুদ্ধে ক্রিজে আসার পর ম্যাথিউজ আবিষ্কার করেছিলেন যে তাঁর হেলমেটের স্ট্র্যাপটি ছেঁড়া। তিনি নতুন হেলমেট আনতে ইশারা করেন সতীর্থকে। যতক্ষণে তা এসে পৌঁছায় ততক্ষণে এক ব্যাটার আউট হওয়ার পর পরবর্তী ব্যাটারের স্ট্রাইক নেওয়ার সময়সীমা পেরিয়ে গিয়েছে। আম্পায়ারের কাছে আবেদন করেছিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান (Shakib al Hasan)। ক্রিকেট ইতিহাসে প্রথমবার টাইম আউট হয়ে ফেরেন ম্যাথিউজ।

সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিলো পরিস্থিতি। ঝামেলায় জড়িয়েছলো দুই দল। গতকাল পাকিস্তান বনাম বাংলাদেশ (PAK vs BAN) ম্যাচে টাইম আউটের ঘটনা ঘটতে পারত আবরার আহমেদের সাথেও। অষ্টম উইকেটের পতনের পর নামার কথা ছিলো আবরারের (Abrar Ahmed)। কিন্তু সাজঘরে সম্ভবত তৈরি ছিলেন না তিনি। হঠাৎ মহম্মদ আলি আউট হয়ে যাওয়ায় তড়িঘড়ি নামতে হয় তাঁকে। টাইম আউট থেকে বাঁচতে দৌড়ে ক্রিজে যেতে গিয়ে ঘটে আরেক বিপত্তি। হাতের গ্লাভসটিও পড়ে যায় মাঠেই। কুড়িয়ে নিয়ে ফের ক্রিজের দিকে ছোটেন তরুণ ক্রিকেটার। যদিও এবার আর শাকিব টাইম-আউটের আবেদন করেন নি। ১২ বলে ২ রান করে আউট হন আবরার। ঘটনাটি নিয়ে হাসির রোল সমাজমাধ্যমে। ‘ম্যাথিউজ খুব শিক্ষা দিয়ে গিয়েছে’ লিখেছেন এক নেটিজেন। ‘শাকিব মাঠে আছে মানে দেরী বরদাস্ত করা হবে না’ টিপ্পনি আরেক জনের।

দেখুন ট্যুইটচিত্র-

Also Read: IPL 2025: নিলামের আগেই দুর্দান্ত সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের, হার্দিক পান্ডিয়াই থাকছেন দলের অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *