hardik-not-in-running-for-icc-t20-poty
Hardik Pandya, Suryakumar Yadav and Mohammed Siraj | Image: Getty Images

ভারতীয় সিনিয়র দলের তারকা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দিনকয়েক আগেই টি-২০তে অলরাউন্ডারদের তালিকায় পা রেখেছেন শীর্ষস্থানে। তিনি এই মুহূর্তে দাপট দেখাচ্ছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy)। বরোদার হয়ে খেলছেন তিনি। গুজরাতের বিরুদ্ধে করেছেন অপরাজিত ৭৪। উত্তরাখণ্ড, তামিলনাড়ু ও ত্রিপুরার বিপক্ষে পরবর্তী তিনটি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৪১*, ৬৯ ও ৪৭। এছাড়া দুর্ধর্ষ ক্যাচ ধরেও তাক লাগিয়ে দিয়েছেন তিনি। হার্দিকের সমনামীর অবশ্য সময়টা ভালো কাটছে না আপাতত। গুলবর্গার হার্দিক রাজ (Hardik Raj) আজ ভারতীয় অনুর্দ্ধ-১৯ দলের হয়ে এশিয়া কাপের (U-19 Asia Cup) আসরে নেমেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই বেশ হতাশ করলেন তিনি।

দুবাইয়ের মাঠে আজ টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো পাকিস্তানের অনুর্দ্ধ-১৯ দল (Pakistan U-19 Team)। ওপেন করতে নেমেছিলেন শাহজাইব খান (Shahzaib Khan) ও উসমান খান। প্রথম উইকেট তুলতেই বেশ কালঘাম ছুটলো ভারতীয় বোলারদের। আয়ুষ মাথরে, সমর্থ নাগরাজ, যুধাজিৎ গুহদের (Yudhajit Guha) হতদ্যম হতে হলো বেশ অনেকক্ষণ। শেষমেশ ১৬০ রানের মাথায় আসে প্রথম সাফল্য। আউট হন উসমান। এরপর অপর প্রান্তে উইকেট গেলেও ব্যাট হাতে ঝড় তুলতে দেখা গিয়েছিলো শাহজাইব’কে (Shahzaib Khan)। তাঁকে সাজঘরের দিশা দেখানোর লক্ষ্যে ইনিংসের ৪৩তম ওভারে হার্দিক রাজ’কে (Hardik Raj) আক্রমণে এনেছিলেন ভারত অধিনায়ক মহম্মদ আমান। কিন্তু কাজে আসে নি সেই সিদ্ধান্ত। হার্দিককে নিয়ে ছেলেখেলা করেন পাকিস্তানের বাম হাতি ব্যাটার।

Read More: ফের কলঙ্কিত ক্রিকেট দুনিয়া, ম্যাচ ফিক্সিং-এ জড়িয়ে গ্রেফতার দক্ষিণ আফ্রিকার তারকা বোলার !!

ঝড় তুললেন শাহজাইব, চাপে হার্দিক-

Shahzaid Khan | Hardik | Image: Getty Images
Shahzaid Khan | Image: Getty Images

ওভারের প্রথম বলটিতে একটি সিঙ্গল নেন মহম্মদ রিয়াজউল্লাহ। পরের ডেলিভারিটিতে ওয়াইড করে বসেছিলেন হার্দিক (Hardik Raj)। ওভারের দ্বিতীয় ও তৃতীয় আইনসিদ্ধ ডেলিভারিদুটি উড়ে গিয়েছিলো মাঠের বাইরে। জোড়া ছক্কা হাঁকানোর পর চতুর্থ বলটিতে দুই রান ছিনিয়ে নেন শাহজাইব (Shahzaib Khan)। পঞ্চম ডেলিভারিতে ফের আক্রমণ শানান তিনি। আছড়ে ফেলেন গ্যালারিতে। শেষ ডেলিভারিটিতে সিঙ্গল নিয়ে প্রান্ত বদলান বাম হাতি ব্যাটার। তিন ছক্কা হজম করার আর হার্দিককে (Hardik Raj) দিয়ে বল করানোর ঝুঁকি নেন নি ভারতীয় অধিনায়ক মহম্মদ আমান। ৬ ওভারে ৭.৮৩ ইকোনমি রেটে ৪৭ রান হজম করেন তিনি। আজকের ম্যাচে ১৪৭ বলে ১৫৯ করেন শাহজাইব। অনুর্দ্ধ-১৯ ক্রিকেটে পাকিস্তানের হয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস খেলতে দেখা গেলো তাঁকে। এক ইনিংসে সর্বোচ্চ ১০টি ছক্কাও হাঁকান শাহজাইব।

চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিয়ে এমনিতেই টেনশনের চোরাস্রোত বইছে ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্কে। এই আবহেই আজ মুখোমুখি হয়েছিলো দুই দল। মর্যাদার লড়াইতে বয়েজ ইন ব্লু’কে পিছনে ফেলে দিলো পাকিস্তানের যুব দল। প্রথম ব্যাটিং করে তারা তোলে ২৮১ রান। জবাবে ব্যাটিং করতে নেমে ২৩৮ রানেই গুটিয়ে গেলো টিম ইন্ডিয়া (Team India)। আজকের ম্যাচে নজর ছিলো বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) দিকে। ১৩ বর্ষীয় কিশোর এবারের আইপিএল (IPL) মেগা নিলামে দল পেয়েছেন। ১.১০ কোটিতে গিয়েছেন রাজস্থান রয়্যালসে। বিহারের ক্রিকেটার ওপেন করতে নেমে ১ রান করেই ফেরেন সাজঘরে। টপ-অর্ডারে ভাঙন ধরলেও ৬৭ রান করে ভারতকে লড়াইতে টিকিয়ে রেখেছিলেন নিখিল কুমার (Nikhil Kumar)। দশম উইকেটে ৪৮ রানের জুটি বাঁধেন মহম্মদ এনান (Mohammad Enaan) ও যুধাজিৎ গুহ’ও। ৪৩ রানের বিনিময়ে পরাজয় অবশ্য এড়ানো যায় নি।

Also Read: U-19 Asia Cup: হতাশ করলেন বৈভব, পাকিস্তানের বিপক্ষে লজ্জার হার ভারতের অনুর্দ্ধ-১৯ দলের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *