CT 2025: গত বছরের এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজন নিয়ে তৈরি হয়েছিলো জতিলতা। পাকিস্তানে খেলতে যেতে রাজী হয় নি টিম ইন্ডিয়া। শেষমেশ সমাধানসূত্র মিলেছিলো হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচগুলি এবং সম্পূর্ণ নক-আউট পর্ব সরে গিয়েছিলো শ্রীলঙ্কাতে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিয়েও দেখা গিয়েছে একই জটিলতা। পাকিস্তানে গিয়ে খেলার ব্যাপারে অসম্মতি জানিয়েছে ভারতীয় বোর্ড। হাইব্রিড মডেল চেয়ে সওয়াল করেছে তারা। গতবার মেনে নিয়েছিলো পিসিবি, কিন্তু এবার কড়া অবস্থান নিয়েছে তারা। প্রথমে সম্পূর্ণ টুর্নামেন্ট দেশে আয়োজনের ব্যাপারে অনড় ছিলো তারা। কিন্তু পরে পরিবর্তিত পরিস্থিতির দিকে তাকিয়ে সরে এসেছেন সেখান থেকে। হাইব্রিড মডেলে সম্মতি দিলেও একাধিক শর্ত আইসিসি ও বিসিসিআই-এর উপর চাপিয়েছে পাক বোর্ড।
Read More: আত্মসম্মান বাঁচিয়ে সরে যাচ্ছেন গৌতম গম্ভীর, কোচের পদ থেকে দিচ্ছেন ইস্তফা !!
শর্তসাপেক্ষে হাইব্রিড মডেলে রাজী পিসিবি-
২০০৮ সালের পর থেকে পাকিস্তান সফরে যায় নি ভারতীয় ক্রিকেট দল (Team India)। অদূর ভবিষ্যতেও সেই অবস্থান থেকে সরতে চায় না বিসিসিআই। কোনো নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি খেলতে আগ্রহী তারা। সেই কারণেই আইসিসি’র কাছে হাইব্রিড মডেলের প্রস্তাব রেখেছিলেন রজার বিনি’রা (Roger Binny)। পিসিবি’র তরফ থেকে একাধিক বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছিলো। কিন্তু চিঁড়ে ভেজে নি কিছুতেই। সম্পূর্ণ টুর্নামেন্ট দেশে আয়োজন করতে মরিয়া পাক বোর্ড এরপর শেষ চেষ্টা হিসেবে ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) আয়োজনের প্রস্তাব দেয়। কিন্তু মুহূর্তের মধ্যে খারিজ হয়ে যায় তা। ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করলে তা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে যে কখনও সফল হতে পারবে না তা স্পষ্ট করে দেওয়া হয়েছে আইসিসির তরফে।
হাইব্রিড মডেলে সম্মতি দেওয়া ছাড়া কোনো উপায় ছিলো না পিসিবি’র সামনে। কিন্তু ভাঙলেও মচাকাতে রাজী নয় তারা। আইসিসি ও বিসিসিআই-এর কাছে পালটা শর্ত রেখেছে তারা। প্রথমে সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছিলো যে লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি’র জন্য আবেদন করেছে তারা। বর্তমানে ৫.৭৫ শতাংশ পায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তা বাড়িয়ে ৭%-এর বেশী করার আবেদন করা হয়েছে। টাকার অঙ্কে যা ৪০ মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। সাথে আগামী ২০৩১ অবধি ভারতে আয়োজিত হতে চলা বহুদলীয় টুর্নামেন্টগুলির ক্ষেত্রেও যাতে হাইব্রিড মডেল অনুসরণ করা হয় তার নিশ্চয়তা চেয়েছিলো তারা। অর্থাৎ নিজেদের ম্যাচগুলি নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চেয়ে সওয়াল করে পড়শি দেশ। পরে পিসিবি সূত্র মারফত সংবাদমাধ্যমে দাবী করা হয় যে বাড়তি টাকা নয়, কেবল ২০২৭ অবধি ভারতে না আসার শর্তই রেখেছেন তাঁরা।
নতুন শর্ত চাপালো পাকিস্তান-
আর্থিক দাবীদাওয়া মেটাতে আইসিসি বা বিসিসিআই, আপত্তি নেই কারও। কিন্তু আসন্ন টুর্নামেন্টগুলিতে পাকিস্তানের ম্যাচগুলি দেশের বাইরে আয়োজন করার বিষয়টি মেনে নিতে রাজী ছিলো না ভারতীয় বোর্ড। পাকিস্তানে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে, ভারতে সেই সমস্যা নেই। ফলে হাইব্রিড মডেলের প্রয়োজনও নেই, সওয়াল করেছিলো ভারতীয় বোর্ড। কিন্তু আর পিছু হটতে রাজী নয় পিসিবি। সংবাদমাধ্যম IANS সূত্রে জানা গিয়েছে যে তারা আইসিসি’র কাছে লিখিত সবুজ সংকেত চেয়েছে ভারতে এসে ম্যাচ না খেলার ব্যাপারে। দড়ি-টানাটানি চলতে থাকায় এখনও পর্যন্ত সরকারী ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সুচি, গ্রুপ বিন্যাস ও অন্যান্য আনুসাঙ্গিক তথ্যাবলী প্রকাশ করে উঠতে পারছে না সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। আজও একপ্রস্তু আলোচনার কথা রয়েছে আইসিসি’র অন্দরে। জট কাটলে বুধবার আসতে পারে ঘোষণা।