pak-players-statements-on-3-actresses

ভারত নিয়ে মন্তব্য করার জন্য সর্বদাই যেন মুখিয়ে থাকেন পাকিস্তানী ক্রিকেটাররা। মাঝেমধ্যে সেই মন্তব্যগুলি জন্ম দেয় বিতর্কেরও। উদাহরণস্বরূপ বলা যেতে পারে হাসান রাজা, সাবির আহমেদ খানদের কথা। ২০২৩-এর বিশ্বকাপ চলাকালীন হাসান (Hasan Raza) দাবী করেছিলেন যে আইসিসি বিশেষ ‘চিপ’ লাগানো বল দিচ্ছে ভারতকে। যার ফলে স্যুইং পাচ্ছেন বুমরাহ-শামি’রা। হাস্যকর সেই যুক্তি ঝড় তুলেছিলো ক্রিকেটমহলে। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সাম্প্রতিক টেস্ট জয় নিয়ে সাবির আবার বলেছেন যে বলে ভেসলিন লাগানোয় সুবিধা পেয়েছেন প্রসিদ্ধ-সিরাজরা। সেই অভিযোগও যে ভিত্তিহীন তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। শুধু ক্রিকেটের বাইশ গজেই সীমাবদ্ধ থাকে না পাকিস্তানী ক্রিকেটারদের বেফাঁস কথাবার্তা। মাঝেমধ্যে বলিউড অভিনেত্রীরাও হয়ে ওঠেন তাঁদের বেফাঁস মন্তব্যের বিষয়বস্তু।

Read More: বাদ রোহিত-বিরাট, SA’এর বিপক্ষে ODI সিরিজে অজিত আগরকরের এই চোখের বালি দেবেন নেতৃত্ব !!

আব্দুল রাজ্জাক-ঐশ্বর্য রাই-

Aishwarya Rai and Abdul Razzaq | Image: Twitter
Aishwarya Rai and Abdul Razzaq | Image: Twitter

২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানী টেলিভিশন চ্যানেল সামা টিভি’র একটি অনুষ্ঠানে বিশ্লেষক হিসেবে হাজির ছিলেন প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক (Abdul Razzaq)। হঠাৎ’ই তিনি বলে বসেন, “অধিনায়ক হিসেবে ইউনুস খানের সংকল্পগুলি ভালো ছিলো। উনি আমায় ভালো পারফর্ম করার জন্য আত্মবিশ্বাসও যুগিয়েছিলেন। সকলে এখানে পাক দলের সংকল্প নিয়ে কথা বলছেন। আদতে আমাদের এখানে ভালো খেলোয়াড়দের ঘষেমেজে নেওয়ার কোনো সংকল্পই নেই। যদি ভেবে থাকেন ঐশ্বর্য রাইকে বিয়ে করলেন একজন ভালো ও ধার্মিক শিশু জন্ম নেবে তাহলে সেটা ভুল।” উমর গুল, শাহীদ আফ্রিদির মত প্রাক্তনীরা ঐ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও রাজ্জাকের মন্তব্যের প্রতিবাদ করেন নি। অহেতুক বলিউড অভিনেত্রীর প্রসঙ্গ তোলা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিলো সেই সময়। শেষে অবশ্য ক্ষমা চাইতে হয়েছিলো পাকিস্তানের প্রাক্তনীকে।

রামিজ রাজা-মাসাবা গুপ্তা-

Masaba Gupta and Ramiz Raja | পাকিস্তান | Image: Twitter
Masaba Gupta and Ramiz Raja | Image: Twitter

ক্রিকেট কিংবদন্তি ভিভ রিচার্ডস (Viv Richards) ও বলিউড অভিনেত্রী নীনা গুপ্তার কন্যা মাসাবা গুপ্তা। পেশায় তিনি একজন ফ্যাশন ডিজাইনার। এছাড়া বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয়ও করেছেন তিনি। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজার সাথে একপ্রস্থ বাগ্‌বিতণ্ডা চলেছিলো তাঁর। কোনো প্ররোচনা ছাড়াই মাসাবা’র বাবা ও মা’কে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন রামিজ (Ramiz Raja)। একটি অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা যায়, “আমি ক্রিকেট দেখি। যখন ভিভ রিচার্ডস নীনা গুপ্তার সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন তখন আমার হৃদয় ভেঙে গিয়েছিলো। যো লড়কিয়াঁ খুদ কো কেহতে হ্যায় মল্লিক-ই-আউলিয়া, উনকো ফির মিলতে হ্যায় মিস্টার কালিয়া।” সমাজমাধ্যমে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন মাসাবা (Masaba Gupta)। লেখেন, “প্রিয় রামিজ রাজা (স্যার) শালীনতা সবার মধ্যে থাকে না। আমার ও আমার মায়ের মধ্যে তা রয়েছে। আপনার মধ্যে কণামাত্র নেই।”

দেখুন সম্পূর্ণ ট্যুইট’টি-

শোয়েব আখতার-সোনালী বেন্দ্রে-

Sonali Bendre and Shoaib Akhtar | Image: Twitter
Sonali Bendre and Shoaib Akhtar | Image: Twitter

২০১৯ সালে বড়সড় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। প্রাক্তন পাকিস্তানী পেসার নাকি পাগল ছিলেন বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রের প্রেমে। একটি সাক্ষাৎকারে তিনি নাকি জানিয়েছেন যে সোনালী’কে অপহরণ করে বিয়ে করতে চান তিনি, দাবী করেছিলো বেশ কিছু সংবাদমাধ্যম। সেই কারণে তোপের মুখে পড়তে হয়েছিলো ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’কে। বিতর্ক মাথাচাড়া দেওয়ায় আসরে নামেন খোদ আখতার। একটি ইউটিউব ভিডিওতে তিনি জানান যে এমন কোনো মন্তব্য কখনও করেন নি তিনি। এমনকি কখনও সোনালী বেন্দ্রের (Sonali Bendre) সাথে তাঁর দেখাও হয় নি বলে জানান তিনি। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিলো বলিউড অভিনেত্রীকেও। তিনিও বিতর্ক বাড়াতে চান নি। শোয়েব এহেন মন্তব্য আদৌ করেছেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন সোনালী। “ভুয়ো খবর বিগত সময়েও ছিলো,” সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন তিনি।

Also Read: প্রথমবার IPL-এর নিলামে বিরাট কোহলি? পন্থের রেকর্ড ভেঙে আকাশ ছোঁবে দর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *