pak-loses-to-afg-before-asia-cup-2025

পাকিস্তান ক্রিকেট দলের গ্রাফ ক্রমেই নিম্নগামী। ২০২৩-এর এশিয়া কাপে (Asia Cup 2023) সুপার ফোর পর্ব থেকে ছিটকে গিয়েছিলো তারা। ওয়ান ডে বিশ্বকাপে পায় নি শেষ চারের ছাড়পত্র। গত বছরের টি-২০ বিশ্বকাপ বা এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বদলায় নি ব্যর্থতার ছবিটা। গ্রুপ পর্বের বাধা টপকাতে পারে নি তারা। আগামী ৯ তারিখ থেকে শুরু হচ্ছে আরও একটি এশিয়া কাপ (Asia Cup 2025)। ছন্দে ফিরতে পারবে ‘মেন ইন গ্রিন?’ প্রশ্নের উত্তরের খোঁজে ক্রিকেটজনতা। টি-২০ ফর্ম্যাটে এবার হচ্ছে মহাদেশীয় মেগা টুর্নামেন্ট। সাফল্যের সন্ধানে স্কোয়াডে বহু রদবদল করেছে পিসিবি। ছেঁটে ফেলেছে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের মত তারকাদের। জায়গা পেয়েছেন মহম্মদ হারিস, সাহিবজাদা ফারহানের মত নতুন মুখেরা। কিন্তু তা সত্ত্বেও ভাগ্য কি আদৌ ফিরবে পাকিস্তানের? রয়েই যাচ্ছে সংশয়।

Read More: “স্বার্থপর অভিসন্ধি রয়েছে..”, চড়কান্ডের ভিডিও নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন হরভজন সিং !!

শারজায় হারলো পাকিস্তান-

PAK vs AFG | Asia Cup | Image: Getty Images
PAK vs AFG | Image: Getty Images

ত্রিদেশীয় সিরিজের প্রথম দু’টি ম্যাচে জয় পেয়েছিলো পাকিস্তান। এশিয়া কাপের (Asia Cup 2025) আগে আশার আলো দেখেছিলেন সমর্থকেরা। কিন্তু তৃতীয় ম্যাচটিতেই মুখ থুবড়ে পড়লো সলমন আলি আঘার দল। শারজায় গতকাল টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান (Rashid Khan)। রহমানুল্লাহ গুরবাজ মাত্র ৮ করে সাজঘরে ফিরলেও ইনিংসের হাল ধরেন সিদ্দিকুল্লাহ অটল ও ইব্রাহিম জাদ্রান (Ibrahim Zadran)। লম্বা জুটি গড়েন তাঁরা। ৪৫ বলে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৪ করেন অটল। জাদ্রান আউট হন ৪৫ বলে ৬৫ রান করে। আজমাতুল্লাহ ওমরকাই, করিম জানাত, মহম্মদ নবি’রা বড় রান পান নি ঠিকই। কিন্তু তা সত্ত্বেও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৯ তুলে ফেলে আফগানিস্তান। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন ফাহিম আশরাফ। একটি সাফল্য সাইম আইয়ুবের।

রান তাড়া করতে নেমে সঙ্কটে পড়েছিলো পাকিস্তান। দ্বিতীয় ওভারের প্রথম বলে আউট হন সাইম আইয়ুব। ‘গোল্ডেন ডাক’ করে সাজঘরে ফিরতে হয় তাঁকে। সাহিবজাদা ফারহান, ফখর জামান (Fakhar Zaman) বা সলমন আলি আঘা-বড় রান পান নি কেউই। মধ্যপ্রাচ্যের মাঠে নিরাশ করে পাকিস্তানের মিডল অর্ডার’ও। হাসান নওয়াজ আউট হন মাত্র ৯ রান করে। ১২ রান করেই থামতে মহম্মদ নওয়াজ’কে। উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ হারিসের সংগ্রহ মাত্র ১। ৮২ রানের মধ্যে একটা সময় ৬ উইকেট হারিয়ে বসেছিলো পাকিস্তান। তাদের লড়াইতে ফিরিয়েছিলো লোয়ার অর্ডার। ১৪ রানের কার্যকরী ক্যামিও খেলেন ফাহিম আশরাফ। জ্বলে উঠেছিলেন হারিস রউফ (Haris Rauf)। ১৬ বলে ৩৪ করে নট-আউট থাকেন তিনি। কিন্তু শেষরক্ষা হয় নি তাতেও। ৯ উইকেটের বিনিময়ে ১৫১ করেই থামতে হয় পাকিস্তানকে। ১৮ রানের ব্যবধানে জেতে আফগানিস্তান।

এশিয়া কাপের ‘ডার্ক হর্স’ আফগানরা-

Afghanistan Cricket Team | Image: Getty Images
Afghanistan Cricket Team Can Be Dark Horses for Asia Cup | Image: Getty Images

২০২৩-এর এশিয়া কাপে (Asia Cup 2023) অংশ নিয়েছিলো ৬টি দেশ। এবার বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যা। আটটি দেশকে দেখা যাবে টুর্নামেন্টে। আইসিসি’র পূর্ণ সময়ের সদস্য পাঁচ দেশ-ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ছাড়াও থাকছে গত বছরের এসিসি প্রিমিয়ার কাপে প্রথম তিন স্থানাধীকারী সংযুক্ত আরব আমিরশাহী, ওমান ও হং কং। দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে আট দেশ’কে। অন্যান্য বারের মত এবারও ট্রফি (Asia Cup 2025) জয়ের ক্ষেত্রে ‘ফেভারিট’ টিম ইন্ডিয়া। সম্ভাবনা রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কার মত হেভিওয়েটদের। তবে আফগানিস্তানকেও যথেষ্ট সমীহ করছেন বিশেষজ্ঞরা। ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তানের মত দলকে হারিয়েছিলো তারা। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে পরাজিত করে পৌঁছেছিলো সেমিফাইনালে। সাফল্যের ধারা আসন্ন টুর্নামেন্টেও বজায় রাখতে চাইবেন রশিদ খান’রা।

Also Read: RCB নয়, 2026 IPL’এর আগে এই দলের হয়ে প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন এবি ডিভিলিয়ার্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *