চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিয়ে ভারত-পাক দ্বন্দ্ব এই মুহূর্তে চরমে। আইসিসি ইভেন্ট ক্যালেন্ডার অনুযায়ী পাকিস্তানেই টুর্নামেন্টের আসর বসার কথা। কিন্তু বেঁকে বসেছে বিসিসিআই। ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব নয় বলে পড়শি দেশে দল পাঠাতে অস্বীকার করেছেন জয় শাহ (Jay Shah), রজার বিনি’রা (Roger Binny)। ইতিপূর্বে ২০২৩-এর এশিয়া কাপের সময়ই একই জিনিস দেখা গিয়েছিলো। সেবারও পাকিস্তানে যেতে রাজী হয় নি ভারতীয় ক্রিকেট বোর্ড। দীর্ঘ টালবাহানার পর অবশেষে হাইব্রিড মডেলে মেলে রফাসূত্র। টুর্নামেন্টের চারটি মাত্র ম্যাচ হয়েছিলো পাকিস্তানে। ভারতের ম্যাচগুলি-সহ গোটা নক-আউট পর্বের খেলা সরে গিয়েছিলো শ্রীলঙ্কায়। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) বেলায়’ও হাইব্রিড মডেলের জন্যই সওয়াল করেছে বিসিসিআই (BCCI)। কিন্তু এবার আর পিছু হটতে রাজী নয় পিসিবি।
Read More: “ধ্বংস করেছে ছেলের কেরিয়ার…” সঞ্জু স্যামসনের বাবা তোপ দাগলেন রোহিত-ধোনিদের বিরুদ্ধে !!
হাইব্রিড মডেলে ‘না’ পাক বোর্ডের-
ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচগুলি দুবাই বা শারজাতে খেলতে চেয়ে আইসিসি’র অন্দরে তদ্বির শুরু করে দিয়েছে বিসিসিআই। পক্ষান্তরে সম্পূর্ণ প্রতিযোগিতা দেশের অভ্যন্তরে আয়োজন করতে মরিয়া পিসিবি’ও। ইতিমধ্যেই ভারতকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে তাদের তরফ থেকে। প্রথমে বলা হয়েছিলো যে কোহলি-রোহিতদের (Rohit Sharma) নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাঁদের সবক’টি ম্যাচ আয়োজন করা হবে লাহোরে। এমনকি সেমিফাইনালে যদি ভারত ওঠে, তাহলে সেই ম্যাচ’ও করাচী বা রাওয়ালপিণ্ডি থেকে সরিয়ে আনা হবে লাহোরেই। ইতিবাচক সাড়া ফেলে নি বিসিসিআই-এর তরফ থেকে। এরপর এক ধাপ এগিয়ে ভারতীয় দল’কে অভিনব প্রস্তাব দিয়ে বসেছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। ম্যাচের দিন পাকিস্তানে এসে, খেলা শেষে ফের অমৃতসর বা দিল্লী ফিরে যাওয়ার প্রস্তাবেও রাজী হন নি জয় শাহ’রা।
হাইব্রিড মডেলের দাবী থেকে সরতে নারাজ বিসিসিআই (BCCI)। কোনো মূল্যেই পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলতে রাজী নয় ভারত। তাদের নাছোড় মনোভাবে বেশ ক্ষিপ্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড। দিনকয়েক আগে এক দীর্ঘ সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসীন নকভি (Mohsin Naqvi)। দুষেছেন ভারতীয় সংবাদমাধ্যমকেও। বিসিসিআই-এর কাছে নিজেদের সমস্যা ও দাবীদাওয়ার বিষয়গুলি লিখিত আকারে চেয়েছেন নকভি। হাইব্রিড মডেলের কোনো সরকারী প্রস্তাব যে এখনও বিসিসিআই বা আইসিসি’র (ICC) তরফে আসে নি, জানান তাও। একইসাথে হুঁশিয়ারির সুরে বলেছেন, “অতীতে আমরা ভারতের সাথে ভালো ব্যবহার করেছি। কিন্তু যদি ওরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না আসে তাহলে আমরাও আগামীতে ভারতে কোনো টুর্নামেন্ট খেলতে যাবো কিনা তা নিয়ে ভেবে দেখতে হবে।”
সূর্য’কে প্রশ্ন পাকিস্তানী ভক্তের-
এই মুহূর্তে ভারতীয় টি-২০ দল রয়েছে দক্ষিণ আফ্রিকায়। প্রোটিয়াদের বিরুদ্ধে (IND vs SA) চার ম্যাচের সিরিজ খেলছে তারা। তৃতীয় ম্যাচটির আগে একটি গেমিং আর্কেডে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও ‘ফিনিশার’ রিঙ্কু সিং। সেখানে উপস্থিত ভক্তদের সাথে ছবি তুলছিলেন দু’জনেই। এমন সময় এক পাকিস্তানী ক্রিকেটপ্রেমী গুগলি ছোঁড়েন সূর্য’কে (Suryakumar Yadav) উদ্দেশ্য করে। চাঁচাছোলা ভাষায় প্রশ্ন করেন, “আমায় একটা জিনিস বলুন, আপনারা পাকিস্তানে আসছেন না কেন?” গোটা বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। রাজনীতি, কূটনীতির মত বিষয় জড়িয়ে রয়েছে ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্কে। বেফাঁস কিছু বলে ফেললে বিতর্ক সৃষ্টি হতে পারত। কিন্তু ঠাণ্ডা মাথায় গোটা বিষয়টি সামলান সূর্যকুমার। বলেন, “আরে ভাই! আমারদের হাতে তো নেই।”
অতীতে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলতে পাকিস্তান যাওয়ার নিয়ে প্রশ্নের মুখে পড়ে বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি বা সচিব জয় শাহ বল ঠেলেছিলেন কেন্দ্রীয় সরকারের কোর্টে। সেই একই পথে হাঁটলেন সূর্যকুমার যাদব’ও (Suryakumar Yadav)। কৌশলে এড়িয়ে গেলেন প্রশ্ন। প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) যখন এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, তখন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে পাকিস্তানে যাবে না ভারত। সরকারের রণংদেহী মনোভাব স্পষ্ট হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মন্তব্যেই। যতদিন না পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করছে, ততদিন তাদের সাথে সাংস্কৃতিক বা ক্রীড়াগত আদানপ্রদান সম্ভব নয় বলেই জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর (S.Jaishankar) গিয়েছিলেন পাকিস্তানে। তার পরেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বিশেষ নমনীয় হয় নি বলেই মনে করা হচ্ছে।