pak-captain-rizwan-holds-cummins-hand

ভারতের মুখোমুখি হওয়ার আগে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে অস্ট্রেলিয়া (AUS vs PAK)। আজ থেকে শুরু হয়েছে ওডিআই সিরিজ। পাঁচটি ম্যাচে সম্মুখসমরে দুই দল। এরপর টি-২০র ময়দানেও দেখা যাবে তাদের। গতকাল মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান (AUS vs PAK) ওডিআই সিরিজের ট্রফি উন্মোচন হয়। উপস্থিত ছিলেন দুই অধিনায়ক-প্যাট কামিন্স ও মহম্মদ রিজওয়ান। দীর্ঘ সময় পর একদিনের ক্রিকেটে ফিরেছেন কামিন্স (Pat Cummins)। ছন্দে ফেরার লড়াই তাঁর সামনে। বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন রিজওয়ান’ও (Muhammad Rizwan)। পাক দলের সাম্প্রতিক ফর্ম মোটেই ভালো নয়। বাবর আজম সরে দাঁড়ানোয় নেতার দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার। দল’কে সেরাদের তালিকায় ফেরানোর মরিয়া চেষ্টা করতে হবে তাঁকে। উপভোগ্য এক সিরিজের প্রত্যাশা রাখছে ক্রিকেটজনতা।

Read More: নিউজিল্যান্ড সিরিজ হারতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন এই ভারতীয় উইকেট-কিপার !!

গতকালের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দুই অধিনায়ককে দেখা গিয়েছে ফুরফুরে মেজাজে। নিজেদের মধ্যে কথাবার্তা বলেন তাঁরা। এছাড়া ট্রফির দু’দিকে দাঁড়িয়ে ছবিও তুলেছেন কামিন্স (Pat Cummins) ও রিজওয়ান (Muhammad Rizwan)। এই ফোটো শ্যুট নিয়েই আবার জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। একটি ছবিতে দেখা গিয়েছে যে ডান দিকে দাঁড়ানো কামিন্স হাত রেখেছেন ট্রফি যার উপর রাখা হয়েছিলো সেই পেডেস্টালটিতে। বাম দিকে দাঁড়ানো রিজওয়ান আবার হাত রেখেছেন কামিন্সের হাতের উপর। দুই ক্যাপটেনের এই ‘ব্রোম্যান্স’ নজর এড়ায় নি নেটজনতার। ঝড়ের গতিতে শেয়ার হয়েছে ছবিটি। একজন লিখেছেন, ‘ঐভাবে হাত ধরার কি কারণ আবার?’ এক ধাপ এগিয়ে আরেক নেটিজেনের টিপ্পনি, ‘রিজওয়ান কাছছাড়া করতে চাইছেন না কামিন্স’কে।’

‘কি দারুণ বন্ধন দুজনের, ওদের কেউ বোঝাও যে পরদিন ওরা একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে’ নেটনাগরিকের মন্তব্যে ঠাট্টা’র সুর স্পষ্ট। ‘এই বন্ধুত্বের সুবাদে যদি একটা-দুটো ম্যাচে পাকিস্তানকে জয়ের সুযোগ দেন কামিন্সরা’ উপমহাদেশীয় দলের সাম্প্রতিক ফর্ম’কে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন একজন। মাঠের বাইরে কামিন্স-রিজওয়ান হাত মেলালেও মাঠে যে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়বে না অস্ট্রেলিয়া তা অবশ্য আজ মেলবোর্নের ম্যাচ থেকেই পরিষ্কার। টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এ পাঠান কামিন্স। নিজে ২ উইকেট নিয়েছেন, ৩ উইকেট স্টার্কের। ২০৩ রানে গুটিয়ে গিয়েছে পাকিস্তান (AUS vs PAK)। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন রিজওয়ান’ই (Muhammad Rizwan)। জবাবে ব্যাট করতে নেমে প্রতিবেদন লেখার সময় অবধি অস্ট্রেলিয়ার রান সংখ্যা ১১৮। তারা হারিয়েছে ৩ উইকেট।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs NZ: ঘরের মাঠে লজ্জার হার টিম ইন্ডিয়ার, ক্রিকেটারদের শাস্তি দেওয়ার পথে BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *