CT 2025: জোড়া হারের পরেও সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান, এই সমীকরণে বেঁচে ক্ষীণ আশা !! 1

CT 2025: ১৯৯৬ সালে ভারত ও শ্রীলঙ্কার সাথে ওয়ান ডে বিশ্বকাপ আয়োজন করেছিলো পাকিস্তান। এরপর প্রথম শ্রেণির আইসিসি টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রায় তিন দশক অপেক্ষা করতে হলো তাদের। শেষমেশ শিকে ছিঁড়েছে ২০২৫-এ। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) দায়িত্ব পিসিবি’র কাঁধে ন্যস্ত করেছে কেন্দ্রীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। যদিও এই পথটা বিশেষ মসৃণ ছিলো না মহসীন নকভিদের জন্য। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে টুর্নামেন্ট সরানোর দাবী তোলা হয়েছিলো ভারতের পক্ষ থেকে। কিন্তু পিছু হটে নি পিসিবি। শেষমেশ হাইব্রিড মডেলে মিলেছে সমাধান। ভারত ব্যতীত বাকি সাত দল পা রেখেছে পাকিস্তানের মাটিতে। ১২৬০ কোটি খরচ করে মাঠ ও অন্যান্য পরিকাঠামো সংস্কারের কাজও করেছে পিসিবি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে এত প্রস্তুতি, এত উৎসাহের দাম দিতে পারলেন না ক্রিকেট তারকারাই। মাত্র চার দিনেই বিদায়ের দোরগোড়ায় টিম পাকিস্তান।

Read More: CT 2025 IND vs PAK: “১০০% দিতে চেয়েছিলাম…” বিরাটের শতরানে ধরাশায়ী পাকিস্তান, দেশকে জিতিয়ে তৃপ্ত কিংবদন্তি !!

জোড়া হারে বিপর্যস্ত পাকিস্তান-

IND vs PAK | CT 2025 | Image: Getty Images
IND vs PAK | CT 2025 | Image: Getty Images

 

করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে গত ১৯ তারিখ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো পাকিস্তান ও নিউজিল্যান্ড। শুরুতেই ব্যর্থতা সঙ্গী হয় বাবর-রিজওয়ানদের। হারতে হয় ৬০ রানের ব্যবধানে। প্রথম ব্যাটিং করে উইল ইয়ং ও টম ল্যাথামের জোড়া শতরানে ভর দিয়ে ৩২০ রান স্কোরবোর্ডে তোলেন কিউইরা। জবাবে ২৬০-এর বেশী এগোতে পারে নি পাক শিবির। ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি পাকিস্তানের জন্য কার্যত হয়ে দাঁড়িয়েছিলো ‘ডু অর ডাই।’ কিন্তু অস্তিত্ব রক্ষার লড়াইতেও হতাশই করলো তারা। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং-ক্রিকেটের তিন বিভাগেই চিরপ্রতিদ্বন্দ্বীর ধারেকাছেও পোঁছতে পারে নি ‘মেন ইন গ্রিন।’ ২০২২-এর টি-২০ বিশ্বকাপে থেকে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত রয়েছে টিম ইন্ডিয়া। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অব্যাহত রইলো সেই একপেশে দাপটই।

রবিবার টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। বুমরাহ-বিহীন ভারতীয় বোলিং-কে চাপে ফেলে স্কোরবোর্ডে বড় রান তোলার লক্ষ্য ছিলো তাদের। কিন্তু আসে নি কাঙ্ক্ষিত সাফল্য। সাউদ শাকিলের ৬২, রিজওয়ানের ৪৬ ও লোয়ার অর্ডারে খুশদিল শাহের ৩৮ রানের ইনিংস সত্ত্বেও ২৪১-এর বেশী এগোতে পারে নি পাকিস্তান। রান তাড়া করতে নেমে শুরুটা ঝড়ের গতিতে করলেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেন নি রোহিত শর্মা। ২০ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে এরপর ইনিংসের হাল ধরেন শুভমান গিল ও বিরাট কোহলি। বড় মঞ্চে পাকিস্তানের বিপক্ষে বরাবরই জ্বলে ওঠেন বিরাট। গতকালও জাতে চেনালেন তিনি। করলেন ৫১তম ওডিআই শতরান। অর্ধশতক করেন শ্রেয়স আইয়ারও। ৪৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। আয়োজক দেশকে ঠেলে দেয় অন্ধকারে।

এখনও আশা বেঁচে পাক শিবিরে-

IND vs PAK | CT 2025 | Image: Getty Images
IND vs PAK | CT 2025 | Image: Getty Images

গ্রুপ-এ’র পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে টিম ইন্ডিয়া। তাদের ঝুলিতে ৪ পয়েন্ট। দ্বিতীয় স্থানে কিউইরা। ১ ম্যাচ খেলে তারা পেয়েছে ২ পয়েন্ট। শূন্য পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে বাংলাদেশ ও পাকিস্তান। নেট রান রেটে পিছিয়ে আয়োজক দেশ। ঘুরে দাঁড়িয়ে শেষ চারে যেতে পারবেন বাবর-রিজওয়ানরা? বিশেষজ্ঞরা আশা না দেখলেও অঙ্কের হিসেবে এখনও রয়েছে ক্ষীণ সম্ভাবনা। পাকিস্তানের ভাগ্য আর তাদের নিজেদের হাতে নেই। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে। যদি বাংলাদেশ ও ভারত, দুই দলের বিপক্ষেই বড় ব্যবধানে হারে কিউইরা এবং আগামী ২৭ তারিখ বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান-রেটে বড়সড় লাফ মারতে পারে পাকিস্তান, সেক্ষেত্রে মিললেও মিলতে পারে সেমিফাইনালের টিকিট। না হলে ওয়ান ডে বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপের মত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকে।

Also Read: CT 2025 IND vs PAK: পাকিস্তানের ত্রাস সেই ‘কিং’ কোহলি, ৬ উইকেটে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *