কেন্দ্রীয় সরকারের ঘোষিত পদ্ম পুরস্কার তালিকা ২০২৬ সালে ভারতের ক্রীড়াজগতের সাফল্যকে আরও একবার সামনে তুলে ধরল। মোট ১৩১ জনের মধ্যে ক্রীড়াক্ষেত্র থেকে ৯ জনের নাম জায়গা করে নিয়েছে। তার মধ্যেই সবচেয়ে আলোচিত নাম রোহিত শর্মা (Rohit Sharma) ও হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। দেশের হয়ে বিশ্বকাপ জয়ের পর এবার তাঁদের হাতে উঠতে চলেছে পদ্মশ্রী সম্মান। রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় পুরুষ ক্রিকেট দল গত কয়েক বছরে অসাধারণ সাফল্য পেয়েছে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছিল সেই যাত্রার সেরা মুহূর্ত।
পদ্মশ্রী পাচ্ছেন রোহিত শর্মা ও হরমনপ্রীত কৌর

এরপর ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে ভারত নিজেদের আধিপত্য আরও শক্ত করে। এর ফলে রোহিত শর্মা ধোনির পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে একাধিক আইসিসি ট্রফি জয়ের নজির গড়েন। তাঁর অধিনায়কত্বে দল শুধু ট্রফিই জেতেনি, বরং ধারাবাহিকতা ও আত্মবিশ্বাসও অর্জন করেছে। ২০২৩ ওডিআই বিশ্বকাপে রানার্স হওয়াও তাঁর নেতৃত্বের ধারাবাহিক সাফল্যের দৃষ্টান্ত। অন্যদিকে, মহিলা ক্রিকেটেও ইতিহাস রচিত হয়েছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে। ভারতের মহিলা দল প্রথমবার ওডিআই বিশ্বকাপ জিতে দেশের ক্রীড়া মানচিত্রে নতুন অধ্যায় যোগ করেছে। এই সাফল্য প্রমাণ করে, সঠিক নেতৃত্ব পেলে মহিলা ক্রিকেটও বিশ্বমঞ্চে আধিপত্য বিস্তার করতে পারে। হরমনপ্রীতের আগ্রাসী ব্যাটিং ও দৃঢ় মানসিকতা তাঁকে সত্যিকারের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
Read More: “নিয়ম সবার জন্য সমান হওয়া…” বাংলাদেশ বিতর্কে ICC’এর উপর ক্ষুব্ধ আফ্রিদি, করলেন এই মন্তব্য !!
হকি ও টেনিসও ভারতের গর্ব

ক্রিকেটের বাইরেও এ বছরের পদ্ম পুরস্কারে জ্বলজ্বল করছে হকির নাম। মহিলা হকি দলের নির্ভরযোগ্য গোলকিপার সবিতা পুনিয়া পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন। ‘গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া’ নামে পরিচিত সবিতা ২০২০ অলিম্পিক্সে ভারতকে ঐতিহাসিক সাফল্যের পথে নিয়ে যান। ২০০৯ সাল থেকে আন্তর্জাতিক হকিতে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে দেশের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত করেছে। ৩০০-র বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই গোলকিপার ভারতীয় হকির অন্যতম স্তম্ভ। এছাড়াও পদ্মভূষণে সম্মানিত হচ্ছেন ভারতের টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজ। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় টেনিসের পরিচিত মুখ ছিলেন তিনি। ২০২২ সালে আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে তাঁর অন্তর্ভুক্তি ভারতের ক্রীড়া ইতিহাসে গর্বের মুহূর্ত।