এই প্রথম নয়, আগেও অন্য ক্রিকেটারের গার্লফ্রেন্ডের সাথে সময় কাটিয়েছেন বিরাট !! 1

ক্রিকেট বিশ্বের অন্যতম বড় সুপারস্টার হলেন বিরাট কোহলি (Virat Kohli)। তারকা ক্রিকেটারের ভক্তের সংখ্যা অনেক। সাথে মহিলা ভক্তরা বিরাট পাগল। বিরাট কোহলিকে চলতি আইপিএলের মঞ্চে রুদ্ধশ্বাস ছন্দ দেখাতে দেখা যাচ্ছে। ব্যাট হাতে কোহলি ১০ ইনিংসে ৬৩.২৯ গড়ে এবং ১৩৮.৮৮ স্ট্রাইক রেটে ৪৪৩ রান বানিয়ে ফেলেছেন। গত আইপিএল মৌসুমে অরেঞ্জ ক্যাপও জিতেছিলেন কোহলি। এই মৌসুমেও তৃতীয় বারের জন্য অরেঞ্জ ক্যাপ জেতার খিদে দেখা যাচ্ছে বিরাটের মধ্যে। সদ্য বিরাট কোহলি সমাজ মাধ্যমে ট্রেন্ডিংয়ে উঠে এসেছেন তাঁর অনৈকিক কর্মকান্ডের জন্য।

সংবাদ শিরোনামে উঠে এসেছেন বিরাট কোহলি

Virat kohli
Virat Kohli | Image: Twitter

প্রসঙ্গত ১মে, বিরাট কোহলির পত্নী অনুষ্কা শর্মার জন্মদিন। বিরাট সেভাবে সমাজ মাধ্যমে সক্রিয় না থাকলেও সেদিন নিজের স্ত্রীকে নিয়ে ইনস্টাগ্রামে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন। পাশাপশি, বিরাট সেসময় একটি ভুল করে বসেন যার মাশুল গুনতে হচ্ছে তাকে। আসলে বিরাট ২৩ বছর বয়সী অভিনেত্রী অভনীত কৌরের একটি ফটোতে লাভ রিঅ্যাক্ট করে ফেলেছিলেন যার ফলেই সমাজ মাধ্যমে বেশ চর্চায় উঠেছিলেন তিনি। সমাজ মাধ্যমে যাতে এই বিষয়টি নিয়ে খুব বেশি চর্চা না হয় তার জন্য বিরাট ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে, এটি অ্যালগরিদম সমস্যার কারণে তার ফিডে চলে এসেছিল এবং ভুল করেই তিনি সেখানে রিঅ্যাক্ট করে ফেলেছিলেন। পাশাপশি, নেটিজেনদের এই বিষয়টি নিয়ে মাতামাতি করতে বারণও করেছেন।

Read More: Virat Kohli: শুভমান গিলের গার্লফ্রেন্ডের সাথে চক্কর চালাচ্ছেন বিরাট কোহলি, অনুষ্কার সাথে নেবেন তালাক !!

যদিও, নেটিজেনরা খুব সহজে বিরাটকে মুক্তি দিতে চাইছেন না। সমাজ মাধ্যমে এখনও বিরাটকে নিয়ে তারা নানান মন্তব্য করছেন। তবে এই প্রথম নয়, আগেও একাধিক নারী সঙ্গে জড়িয়েছেন কোহলি। ভারতীয় দলের আর এক স্টার ক্রিকেটারের পত্নীর সাথেও বিরাট সময় কাটিয়েছেন। আর সেই ক্রিকেটার হলেন বিরাট কোহলির অন্যতম প্রিয় বন্ধু ও সহকর্মী রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিত শর্মা বর্তমান ভারতীয় দলের অধিনায়ক। ২০১৩ সালে জিম্বাবোয়ে সফরের পরে মুম্বইতে ছুটি কাটাচ্ছিলেন বিরাট কোহলি। সেই সময় একটি মেয়ের সঙ্গে মুভি ডেটে গিয়েছিলেন বিরাট। আর মালটিপ্লেক্সে মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েন সেই জুটি। বিরাটকে ক্যামেরার সাথে অস্বস্তিতে না দেখা গেলেও বিরাটের সঙ্গে থাকা সেই মহিলাকে নিজের পরিচয় গোপন করতে ও অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছিল। তবে, তার ছবিও ক্যামেরার সামনে চলে আসে। আর সেই মহিলাটি আর কেউ নন তিনি হলেন রোহিত শর্মার পত্নী ঋত্বিকা সাজদে।

রোহিত পত্নীর সাথে মুভি ডেটে গিয়েছিলেন বিরাট

Virat kohli, rittika sajdeh
Virat Kohli and Rittika Sajdeh | Image: Getty Images

রোহিত পত্নী ঋত্বিকা সেই সময় একজন স্পোর্টস ম্যানেজার হিসেবে কাজ করতেন। আর ২০১০ সাল থেকে তিনি কোহলির সাথেই কাজ করতেন। আর সেসময় বিরাটের সাথে ঋত্বিকার ছবি সামনে আসতেই জল্পনা শুরু হয়েছিল। যদিও, পরে রোহিত শর্মার সঙ্গে প্রেম হয় ঋত্বিকার এবং দুজন ২০১৫ সালে বিবাহও সেরে ফেলেন। অন্যদিকে, বিরাট কোহলিও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে বিবাহ করে নেন। বিরাট ও ঋত্বিকার সম্পর্কের কোনো সত্যতা জানা যায়নি, গল্পটি নিছক গুজব বলেই ভেবে নেয় নেটিজেনরা।

Read Also: Virat Kohli: ২৩ বছর বয়সী এই অভিনেত্রীর কারণে বিপাকে পড়লেন বিরাট কোহলি, সকলের সামনে চাইলেন ক্ষমা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *