২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে আসন্ন এশিয়া কাপ (Asia Cup 2025) ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট মহলে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এই টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল প্রকাশ করে চমক দিয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তানের মতো দল। এবার এশিয়া কাপে ওমান প্রথমবারের মতো অংশগ্রহণ করতে চলেছে। টি-টোয়েন্টি ক্রিকেটের হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের জায়গা করে নিতে চাইছে তারা। গতকাল ১৭ সদস্যের দল প্রকাশ করে লড়াই করার ডাক দিলো এই দলটি। এশিয়া কাপের মঞ্চে ওমান নতুন ইতিহাস গড়তে প্রস্তুত।
Read More: “MS ধোনিকে প্রশ্ন করব…” বিস্ফোরক মনোজ তিওয়ারি, বঙ্গতারকা কাঠগড়ায় তুললেন ‘ক্যাপ্টেন কুল’কে !!
নেতৃত্বে ভারতীয় ক্রিকেটার-

প্রকাশিত দল অনুযায়ী এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ওমানকে নেতৃত্ব দিতে চলেছেন যতীন্দ্রর সিং (Jatinder Singh)। তিনি ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন। তারপর পরিবার সূত্রে এই আলোচিত ক্রিকেটার ওমানে চলে যান এবং সেখানেই বড়ো হয়ে ওঠেন। ৩৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান ২০১৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ওমানের হয়ে অভিষেক করেন। এই ফরম্যাটে এখনও পর্যন্ত তিনি ৫৪ ম্যাচে সংগ্রহ করেছেন ১১২০ রান।
উল্লেখ্য প্রকাশিত দলে আসন্ন এই টুর্নামেন্টের জন্য চার জন ক্রিকেটার রয়েছেন যারা এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেননি। তারা হলেন সুফিয়ান ইউসুফ (Sufyan Yousuf), জিকরিয়া ইসলাম (Zikriya Islam), ফয়সাল শাহী (Faisal Shah) এবং নাদিম খান (Nadeem Khan)। তারা বিভিন্ন টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ করে থাকেন। তাই ক্রিকেটারদের ওপর কর্মকর্তারা ভরসা করছেন। আসন্ন এশিয়া কাপে ওমানকে এবার ভারত এবং পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামতে হবে।
আত্মবিশ্বাসী ওমান-

আসন্ন এশিয়া কাপ (Asia Cup 2025) ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। ওমান ১২ সেপ্টেম্বর পাকিস্তানের (Pakistan vs Oman) বিপক্ষে টুর্নামেন্টের যাত্রা শুরু করবে। ভারতের (India vs Oman) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর। সামনে শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও প্রকাশিত এক বিবৃতিতে দলের প্রধান কোচ দুলিপ মেন্ডিস (Duleep Mendis) লড়াইয়ে বার্তা দিয়েছেন। তিনি বলেন, “এটা বাস্তব যে আমরা এশিয়া কাপে অংশগ্রহণ করছি। আন্তর্জাতিক স্তরে আমাদের ক্রিকেটারদের দক্ষতা প্রদর্শনের জন্য এটি খুবই বড়ো একটি মঞ্চ। ভারত এবং পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা যেকোনো ক্রিকেটারের জন্য স্বপ্ন হয়ে থাকে।
টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত সবকিছু বদলে যায়। একটা ওভারেই ক্রিকেটারদের অভিজ্ঞতা সবকিছু পরিবর্তন করে দিতে পারে। আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি শুরু করছি। শুধু ক্রিকেটের দক্ষতা নয় বড়ো দলের বিপক্ষে খেলার জন্য মানসিক শক্তিও গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আমরা এশিয়া কাপে (Asia Cup 2025) প্রভাব ফেলতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ওমান ক্রিকেটকে তুলে ধরার বিষয়ে আশাবাদী।”
প্রকাশিত ওমান দল-
যতীন্দ্রর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা (উইকেটকিপার), সুফিয়ান ইউসুফ (উইকেটকিপার), আশিস ওদেদেরা, আমির কলিম, মহম্মদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশত, করণ সোনাভেলা, জিকরিয়া ইসলাম, হাসনাইন আলি শাহ, ফয়সাল শাহ, মহম্মদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব