এশিয়া কাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত অধিনায়কের, চাপের মুখে দল !! 1

এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে প্রতিটি ক্রিকেটার দলের হয়ে নিজেদের সেরা পারফর্ম্যান্স উজার করে দেওয়ার জন্য লড়াই চলাচ্ছেন। ইতিমধ্যেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছে ভারতীয় দল (IND vs UAE)। বোলিং বিভাগে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) দাপট দলকে অনেকটাই ভরসা দিচ্ছে। তবে ওমান, হংকং’এর মতো অপেক্ষাকৃত কম শক্তিশালী দল‌গুলিও রীতিমতো ক্রিকেট ভক্তদের চমক দেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে এবার টুর্নামেন্ট চলাকালীন নিজের অবসরের বিষয়ে মন্তব্য করলেন অধিনায়ক।

Read More: Asia Cup 2025 BAN vs SL Match Preview: শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া টাইগাররা !!

অবসরের সিদ্ধান্ত অধিনায়কের-

এশিয়া কাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত অধিনায়কের, চাপের মুখে দল !! 2
Jatinder Singh | Images: Getty Images

এশিয়া কাপে শুক্রবার পাকিস্তান ওমানের (PAK vs Oman) বিপক্ষে মাঠে নেমেছিল। গ্ৰুপ ‘এ’তে ভারত, পাকিস্তানের মতো দলের সঙ্গে রীতিমতো টক্কর দেওয়ার চেষ্টা করছে ওমান। এই দলের অধিনায়ক যতীন্দর সিং (Jatinder Singh)। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার টুর্নামেন্টের মধ্যেই নিজের অবসর নিয়ে মন্তব্য করলেন। তিনি চোটের কারণে এক সময় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান। এই তারকা ক্রিকেটারকে সমস্ত হতাশা থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করেছিলেন তার স্ত্রী।

এই বিষয়ে যতীন্দর বলেন,“মেরুদন্ডের নার্ভের সমস্যার কারণে আমার হাঁটা চলায় সমস্যা হচ্ছিল। মনে আছে আমার স্ত্রীকে বলেছিলাম হয়তো আমার অবসর নেওয়ার সময় চলে এসেছে। দলের ওপর বোঝা হতে চাইনি। আমার মনে হচ্ছিল যেন আমি তাদের আটকে রেখেছি।” এই রকম পরিস্থিতিতে তার স্ত্রী রমনদীপ কৌর তাকে হাল ছাড়তে দেননি। এই বিষয়ে ওমানের অধিনায়ক বলেন, “ক্রিকেটকে তুমি যতো বছর দিয়েছো‌ তার কাছে এই চোট সামান্য। এই সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে যাও। আবারও স্বাভাবিক ছন্দ খুঁজে পেলে তুমি অপ্রতিরোধ্য হয়ে উঠবে।” এরপরই অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন এই তারকা।

প্রথম ম্যাচে হার-

এশিয়া কাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত অধিনায়কের, চাপের মুখে দল !! 3
Jatinder Singh | Images: Getty Images

শুক্রবার এশিয়া কাপে (Asia Cup 2025) ম্যাচের প্রথম ইনিংসে পাক বাহিনী ওমানের আক্রমণের সামনে চাপের মুখে পড়ে যায়। ২০ ওভারে মাত্র ১৬০ রান করতে সক্ষম হয় তারা। মহম্মদ হারিস (Mohammad Haris) দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন। তার ব্যাট থেকে আসে ৪৩ বলে ৬৬ রান। তিনি ৭ টি চার এবং ৩ টি ছক্কা হাঁকান। অন্যদিকে ওমানের বোলিং আক্রমণ প্রশংসিত লড়াই করলেও ব্যাটিং বিভাগ সম্পূর্ণ ব্যর্থ হয়।

অধিনায়ক যতীন্দর সিং (Jatinder Singh) ওপেনিং করতে নেমে মাত্র ১ রান করে মাঠ ছাড়েন। ৩ জন ব্যাটসম্যান ছাড়া আর কারও রান দুই অঙ্কের ওপর যায়নি। মাত্র ৬৭ রানে অলআউট হয়ে যায় তারা। ওমান ১৯ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে‌ এশিয়া কাপে (Asia Cup 2025) মাঠে নামবে।

Read Also: TOP 3: রবিবারের ভারত-পাক ম্যাচ মাতাতে পারে এই তিন দুর্ধর্ষ জুটি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *