এশিয়া কাপ (Asia Cup 2025) জয়ের পর আবারও দ্বিপাক্ষিক সিরিজে কামব্যাক করেছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Test Series) বিপক্ষে টেস্ট সিরিজে ঘরের মাঠে দুরন্ত ফর্মে নিজেদের দাপট বজায় রেখেছে শুভমান গিলরা (Shubman Gill)। এরপরই অস্ট্রেলিয়া (India vs Australia Series) সফরে টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজে মাঠে নামবে ব্লু ব্রিগেডরা। অজিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই (BCCI)। নতুন ওডিআই অধিনায়ক হিসেবে রোহিত শর্মার (Rohit Sharma) বদলে শুভমান গিলকে (Shubman Gill) নিয়ে আসা হয়েছে। তবে এবার গিল অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়তে চলেছেন বলে খবর সামনে এসেছে।
Read More: “গম্ভীর চায় না আমি থাকি..”, অস্ট্রেলিয়া সফরে জায়গা না পেয়ে বিস্ফোরক মন্তব্য মহম্মদ শামির !!
নতুন দায়িত্বে গিল-

আইপিএলের (IPL 2025) পর জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে নিজেকে মেলে ধরেছেন শুভমান গিল (Shubman Gill)। তার তত্ত্বাবধানে ইংল্যান্ডের (India vs England Series) মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ড্র করতে সক্ষম হয়েছিল ব্লু ব্রিগেডরা। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাল বলের সিরিজেও ঘরের মাঠে বিধ্বংসী ফর্মে রয়েছে ভারতীয় দল। এর মধ্যে বড়ো সিদ্ধান্ত হিসাবে বিসিসিআই (BCCI) অস্ট্রেলিয়া সফরের জন্য ওডিআই দলে শুভমান গিলকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে।
রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। ফলে দুরন্ত ফর্মে থাকা হিটম্যানকে সরিয়ে দিয়ে প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) এইরকম সিদ্ধান্ত নেওয়া ভুল হয়েছে বলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন। মহম্মদ কাইফের (Mohammad Kaif) মতো অভিজ্ঞ ক্রিকেটার উল্লেখ করেছেন যে গিল একদিনের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব নিতে চাননি তার ওপর এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়া সফরে নেই গিল-

এই রকম আবহের মধ্যেই সূত্র অনুযায়ী দল ঘোষণা হলেও অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজের জন্য এবার শুভমানকে (Shubman Gill) বিশ্রাম দিতে চলেছেন কর্মকর্তারা। কারণ এই তারকা ব্যাটসম্যান ধারাবাহিকভাবে একের পর এক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং সিরিজ খেলে চলেছেন। আইপিএলের পরই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অংশগ্রহণ করেন তিনি। তারপর এশিয়া কাপের মতো টুর্নামেন্টে সহ অধিনায়ক হিসাবে গিলকে দায়িত্ব পালন করতে দেখা যায়।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে এই তারকা দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এই কারণে ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অজিদের বিপক্ষে ওডিআই সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে বলে খবর সামনে এসেছে। ফলে এই সিরিজে অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে আবারও ফিরে আনা হচ্ছে। একাদশে ওপেনার হিসেবে গিলের পরিবর্তে অভিষেক শর্মাকে (Abhishek Sharma) দেখা যাবে বলে জানা যাচ্ছে। এই তরুণ ব্যাটসম্যান ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন। তিনি এই ফরম্যাটে ২৪ ম্যাচে ১৯৬’এর ওপর স্ট্রাইক রেটে সংগ্রহ করেছেন ৮৪৯ রান।