৩) ক্রীড়া উদ্যোক্তা এবং ক্লাব মালিক হিসেবেও সফল-

আইপিএলে (IPL) দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলের সঙ্গে দীর্ঘদিন মেন্টর, ক্রিকেট ডিরেক্টর এবং দলের স্ট্র্যাটেজি মেকার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। এই সময় তিনি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), ঋষভ পান্থের (Rishabh Pant) মতো ক্রিকেটারের উন্নতির ক্ষেত্রে সাহায্য করেছিলেন। বাংলার তরুণ তারকা অভিষেক পোরেলকে (Abhishek Porel) সৌরভ গাঙ্গুলী তুলে নিয়ে গিয়ে দিল্লি ক্যাপিটালকে (Delhi Capitals) জায়গা করে দিয়েছেন। এরপর ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন অভিষেক। অন্যদিকে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও অবদান রাখার চেষ্টা করেন। তিনি এটিকে মোহনবাগানের সহ মালিক ছিলেন।