সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) বিশ্ব ক্রিকেটের মানচিত্রে সফলভাবে নিজের জায়গা করে নিয়েছেন। তিনি বাংলার গৌরবকে পৌঁছে দিয়েছেন আন্তর্জাতিক মঞ্চে। অধিনায়ক হিসেবে বাঙালির দৃঢ়চেতা মনোভাব সৌরভের (Sourav Ganguly) মধ্যে ধরা পড়তো।ভারতীয় ক্রিকেট দলকে এক নতুন দিশা দেখেছিলেন তিনি। দেশের হয়ে ৩১১ টি ওডিআই ম্যাচে ১১,৩৬৩ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক ১০০ উইকেট তুলে নিয়েছেন। তবে ক্রিকেটার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ছাড়াও তিনি আরও তিনটি ভূমিকায় সফলভাবে দায়িত্ব পালন করছেন। আজ সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) জন্মদিনে জেনে নেওয়া যাক এই ৩ অধ্যায়।
১) সফল ক্রিকেট প্রসাশক-

সব ধরণের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) ক্রিকেট প্রশাসক হিসেবেও সফলভাবে নিজের দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৯ সালে বিসিসিআইয়ের (BCCI) ৩৯ তম সভাপতি হিসেবে জায়গা করে নেন। তার সময়কালে বিসিসিআইয়ের পদক্ষেপে আরও পেশাদারিত্ব লক্ষ্য করা গিয়েছিল। ভারতের প্রাক্তন এই অধিনায়ক বিসিসিআর (BCCI) সভাপতি হিসেবে ঘরোয়া ক্রিকেটকে আরও উন্নত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তার সময়কালেই ইডেন গার্ডেন্সে ভারতে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও করোনা মহামারীর পরিস্থিতির মধ্যে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সফলভাবে আইপিএল আয়োজন করেছিলেন। এর আগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবির (CAB) প্রধান হিসাবেও নিজের দাপট দেখেছিলেন বাংলার দাদা।