not-gill-sara-rumoured-to-have-new-bf

শুভমান গিল (Shubman Gill) ও সারা তেন্ডুলকর-দু’জনের সম্পর্ক ঘিরে আগ্রহের অন্ত নেই। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ে তাঁদের ডেটিং-এর গুঞ্জন। ইতিমধ্যে মাঠে শুভমান’কে উদ্দেশ্য করে, ‘হমারি ভাবী ক্যায়সি হো, সারা ভাবী জ্যায়সি হো’র মত স্লোগান উঠেছে। কখনও কোনো ম্যাচ দেখতে সারা মাঠে উপস্থিত হলে বারবার তাঁকে ফ্রেমবন্দী করতে দেখা গিয়েছে সম্প্রচারকারী সংস্থার ক্যামেরাকে। নতুন করে শুরু হয়েছে শুভমানের (Shubman Gill) সাথে তাঁর প্রেমের জল্পনা। এমনকি নেটদুনিয়াতেও সারা’র পোস্টের কমেন্ট সেকশন ভরেছে ক্রিকেট তারকার নামে। এতকিছুর পরেও অবশ্য চুপই থেকেছেন দু’জনে। সরাসরি ‘ডেটিং’ প্রসঙ্গে মুখ না খুললেও একবার ‘ভুয়ো খবর’ থেকে অবশ্য দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন সারা।

Read More: অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করলো BCCI, অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন এই তারকা !!

সম্প্রতি লন্ডনে যুবরাজ সিং-এর ‘ইউ উই ক্যান’ সংস্থার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। সেখানে উপস্থিত ছিলো ভারতীয় ক্রিকেট দল’ও। অনুষ্ঠানে মুহূর্তের জন্য চোখাচোখি হয় শুভমান  ও সারা’র। সেই মুহূর্তটুকুও ক্যামেরার নজর এড়ায় নি। দ্রুত ভাইরাল হয় সেই ভিডিও। নতুন করে শুরু হয় প্রেমের গুঞ্জন। সেই রেশ মিলিয়ে যাওয়ার আগেই অবশ্য অন্য পুরুষের নাম জুড়লো সারা তেন্ডুলকরের সঙ্গে। শচীন কন্যার সোশ্যাল মিডিয়া ঘেঁটে নেটিজেনরা খুঁজে পেয়েছেন সিদ্ধার্থ কেরকর’কে। বেশ কয়েক বছর ধরেই সারা’র সঙ্গে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি। কমেন্টেও পরিষ্কার দু’জনের ঘনিষ্ঠতা। শুভমান (Shubman Gill) নয় আদতে এই সিদ্ধার্থের সাথেই সম্পর্কে রয়েছেন সারা, অনুমান করছেন নেটিজেনরা।

এর আগে বলিউড তারকা সিদ্ধান্ত চতুর্বেদীর সাথেও নাম জড়িয়েছিলো সারা’র। অল্প সময়ের জন্য সম্পর্কে ছিলেন দু’জনে, জানিয়েছিলো প্রথম শ্রেণির বেশ কয়েকটি সংবাদমাধ্যম। দুই পরিবারের সাক্ষাতের পরেই সেই প্রেমে ফাটল ধরে, জানা গিয়েছিলো তাদের রিপোর্টে। এবার সিদ্ধার্থ’কে নিয়ে নতুন করে শুরু হয়েছে হইচই। ‘গিলের তো হৃদয়টাই খানখান হয়ে গেলো,’ লিখেছেন একজন। ‘হাতছাড়া হয়ে গেলো সারা,’ আক্ষেপ আরেকজনের। ‘হৃদয় ভাঙার কারণেই ও লর্ডসে রান পায় নি,’ মন্তব্য আরেকজনের। ‘আজকের দুনিয়ায় কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী নয়,’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন অন্য এক নেটনাগরিক। কেউ কেউ আবার সিদ্ধার্থকে সারা’র প্রেমিক বলে মানতে রাজী নন। ‘ওরা দীর্ঘদিনের বন্ধু। বন্ধুর সাথে ছবি বা ভিডিও পোস্ট করাই যায়,’ লিখেছেন তাঁরা।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG 3rd Test: “সিরাজ বা বুমরাহ নয়, দোষ আসলে…” লর্ডস ব্যর্থতার ‘ভিলেন’ খুঁজে নিলেন রবি শাস্ত্রী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *