CT 2025: গত বছরের জুনে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের খুব কাছাকাছি পৌঁছেও খালি হাতে ফিরতে হয়েছিলো দক্ষিণ আফ্রিকাকে (SA)। ফাইনালে ভারতের বিরুদ্ধে হারতে হয়েছিলো মাত্র ৭ রানের ব্যবধানে। সেই ব্যর্থতাকে পিছনে ফেলে সাফল্যের নতুন শিখর ছোঁয়ার স্বপ্ন দেখছে প্রোটিয়ারা। দিনকয়েক আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে পা রেখেছে তেম্বা বাভুমার (Temba Bavuma) নেতৃত্বাধীন দল। এবার তাদের নিশানায় চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। পাকিস্তান ও দুবাইতে আয়োজিত টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা রয়েছে গ্রুপ-বি’তে। ইংল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে তাদের। আইসিসি’র ডেডলাইন মেনে গত ১২ তারিখ পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিয়েছিলো রেনবো নেশন। কিন্তু একসাথে দুই তারকা পেসারের চোট নতুন করে ভাবতে বাধ্য করছে তাদের।
Read More: CT 2025: ঠাঁই হলো না সূর্য-সঞ্জুর, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে চমক ওয়াশিংটন সুন্দর !!
ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন নর্খিয়া-
চোট-আঘাত বরাবরই ভুগিয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার অনরিখ নর্খিয়াকে (Anrich Nortje)। হাতের বুড়ো আঙুল ভাঙায় ২০১৯-এর ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) খেলতে পারেন নি তিনি। ২০২৩-এর বিশ্বকাপ থেকেও তাঁকে ছিটকে দিয়েছিলো পিঠের স্ট্রেস ফ্র্যাকচার। শারীরিক শক্তি বৃদ্ধি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত করার লক্ষ্যে ২০২৪-২৫ মরসুমে টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন অনরিখ নর্খিয়া (Anrich Nortje)। তাঁর মাঠে ফেরার কথা ছিলো পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে। কিন্তু অনুশীলনে ব্যাটিং করার সময় ডেভিড মিলারের ইয়র্কারে পায়ের আঙুল ভাঙে তাঁর। বেশ কয়েক সপ্তাহের জন্য ছিটকে গিয়েছিলেন প্রোটিয়া শিবিরের এক্সপ্রেস পেসার। খেলা হয় নি পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ এবং একদিনের সিরিজ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) কামব্যাকের আশায় ছিলেন নর্খিয়া। গত ১২ জানুয়ারি ১৫ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিলো সেখানে নাম’ও ছিলো তাঁর। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়লো না ডান হাতি ফাস্ট বোলারের। পায়ের চোটের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই পিঠের সমস্যায় কাবু তিনি। গত বুধবার এক বিজ্ঞপ্তিতে ক্রিকেট সাউথ আফ্রিকা (CSA) জানিয়েছে, “সোমবার স্ক্যানের পর বোঝা গিয়েছে যে অনরিখ নর্খিয়ার চোট বেশ গুরুতর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওর সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই।” যথাসময়ে তাঁর বিকল্পের নাম ঘোষণা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। সম্পূর্ণ ফিট হয়ে তাঁর মাঠে ফিরতে ঠিক কত সময় লাগবে তা এখনও জানা যায় নি। ২০২৫-এর আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে আদৌ নর্খিয়াকে (Anrich Nortje) দেখা যাবে কিনা তা নিয়েও থাকছে অনিশ্চয়তা।
চোটের কবলে ক্যুৎসিয়েও-
২০২৩-এর ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) নজর কেড়েছিলেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেস বোলিং অলরাউন্ডার জেরাল্ড ক্যুৎসিয়ে (Gerald Coetzee)। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াডে তাঁর নাম না দেখে অবাক হয়েছিলেন বিশেষজ্ঞদের অনেকে। প্রোটিয়া কোচ রব ওয়াল্টার (Rob Walter) অবধি জানিয়েছিলেন যে নর্খিয়া ও ক্যুৎসিয়ের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। অভিজ্ঞতার কারণেই তিনি বেছে নিয়েছেন প্রথমজনকে। নর্খিয়া চোটের কারণে ছিটকে যাওয়ায় বিকল্প হিসেবে নির্বাচকদের প্রথম পছন্দ হতে পারতেন তরুণ অলরাউন্ডার। কিন্তু বড়সড় দুঃসংবাদের সম্মুখীন হতে হলো তাঁদের। SA20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন চোটের কবলে পড়লেন ক্যুৎসিয়েও (Gerald Coetzee)।
গত ১৪ তারিখ জোহানেসবার্গ সুপার কিংসের (JSK) জার্সিতে ক্যুৎসিয়ে (Gerald Coetzee) মাঠে নেমেছিলেন ডারবান সুপারজায়ান্টসের বিরুদ্ধে। সেখানেই হ্যামস্ট্রিং-এ চোট পান তিনি। তাঁর ফিটনেসের দিকে নজর রাখছে প্রোটিয়া ক্রিকেট সংস্থা। মনে করা হচ্ছে সুস্থ হয়ে উঠতে অন্তত কয়েক সপ্তাহ লাগতে পারে ক্যুৎসিয়ের। SA20 টুর্নামেন্টে এবারের মত অভিযান সম্ভবত শেষ তাঁর। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) তাঁর খেলার সম্ভাবনা কতটুকু তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার চোটের সম্মুখীন হতে হয়েছে তরুণ তুর্কিকে। গত বছরের জুলাই থেকে অক্টোবর মাস অবধি কোমরের চোটের কারণে বাইরে ছিলেন তিনি। মাঠে ফিরে ভারতের বিরুদ্ধে টি-২০ খেলেন। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে কুঁচকিতে চোট পান ক্যুৎসিয়ে। সেই চোট সারিয়ে সদ্যই ফিরেছিলেন মাঠে। কিন্তু ফের পড়তে হলো চোটের কবলে।