“অবদান রাখতে পেরে…” ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে সেরা হলেন নূর আহমেদ, করলেন এই মন্তব্য !! 1

IPL 2025: চেন্নাই এর বিরুদ্ধে আবার একবার পরাজয়ের মুখে পড়তে হলো মুম্বাই ইন্ডিয়ান্সকে। ২০২৩ সাল থেকে চারবার মুখোমুখি হয়েছে দুই দল। তবে এখনও পর্যন্ত চেন্নাইকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচেও চার উইকেটে জয় ছিনিয়ে নিল মুম্বাই ব্রিগেড। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) অনুপস্থিতিতে আজকের ম্যাচে নেতৃত্ব প্রদান করেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছিল মুম্বাই দলকে। প্রত্যাশা ছিল প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট থেকে রান পাওয়ার। তবে আবার একবার বাহাতি পেসারের বিরুদ্ধে কুপোকাত হলেন রোহিত। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে হিটম্যানকে।

নূরের ফিরকির সামনে ১৫৫ রানে শেষ হয় মুম্বইয়ের ব্যাটিং

Ipl 2025
Noor Ahmed | Image: Getty Images

পাওয়ার প্লের মধ্যেই তিনটি উইকেট হারিয়ে ফেলেছিল মুম্বাই। কঠিন সময়ে রান এসেছে সূর্যকুমার যাদব এবং তিলক বার্মার ব্যাট থেকে। তবে মধ্য ওভারে আফগান স্পিনার নূর আহমেদের ফিরকির কোন জবাব দিতে পারেনি মুম্বাই ব্রিগেড। একেরপর উইকেট হারায় মুম্বই। শেষের দিকে দীপক চাহারের (Deepak Chahar) দ্রুত ১৫ বলে ২৮ রানের ইনিংসে মুম্বাই ইন্ডিয়ান্স ১৫৫ বানাতে সক্ষম হয়েছিল। রান তাড়া করতে এসে আবার একবার মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত প্রদর্শন দেখান দীপক চাহার। চেন্নাইয়ের ওপেনিং ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠীকে (Rahul Tripathi) প্যাভিলিয়নে ফেরান দীপক। তবে পাওয়ারপ্লের মধ্যে ব্যাটিং করতে এসে চেন্নাই দলের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার্ড আগ্রাসী ব্যাটিং শুরু করেন।

Read More: IPL 2025: “এবারও আশা নেই…” চেন্নাইয়ের বিরুদ্ধে ফের হার মুম্বইয়ের, মন খারাপ ব্যক্ত করলেন অনুরাগীরা !!

চার উইকেটে জয় পেল CSK

Ipl 2025
CSK vs MI | Image: Getty Images

২৬ বলে ছয়টি চার এবং তিনটি ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। তাছাড়া দলের হয়ে সর্বাধিক ৪৫ বলে দুটি চার এবং চারটি ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলে দলকে চার উইকেটে জিতিয়ে দেন রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। মুম্বইয়ের বিরুদ্ধে অসাধারণ বোলিং প্রদর্শন দেখিয়েছেন নূর আহমেদ, ১৮ রান দিয়ে চার উইকেট তুলে নেন নূর। তার অসাধারণ বোলিং প্রদর্শনের জন্যই তাকে ম্যাচ সেরার পুরস্কারও দেওয়া হয়েছে। ম্যাচের সেরা হয়ে মন্তব্য করে নূর জানিয়েছেন, “আইপিএলে এখানে খেলাটা বিশেষ অনুভূতির। দলের জন্য অবদান রাখতে পেরে বেশ খুশি। সঠিক জায়গায় বোলিং করাটা ছিল আসল লক্ষ, সূর্যের উইকেট ছিল খুবই বিশেষ। টাফ সাথে এমএসডির স্টাম্পিং ছিল অসাধারণ। স্টাম্পের পিছনে মাহি ভাইয়ের মতন একজনকে পেয়ে দারুন লাগছে, এটা আমার জন্য একটা দারুণ সমর্থন।

Read Also: IPL 2025: “ধোনিকে তরুণই মনে হচ্ছে…” মুম্বইকে হারানোর পর জানালেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *