অনুশীলনের জন্য নেই বল, রেগে গিয়ে অটোরিকশা করে মাঠ ছাড়লেন BPL ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ !! 1

বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টগুলি থেকে তরুণ ক্রিকেটাররা উঠে আসার চেষ্টা করে থাকেন। ভারতে অনুষ্ঠিত হ‌ওয়া আইপিএলের (IPL 2026) অর্থের প্রাচুর্য এবং জনপ্রিয়তা ক্রিকেটের এক নতুন অধ্যায় সূচনা করেছে। এই টুর্নামেন্টকে অনুসরণ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL 2026) নিজেদের এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। তবে বর্তমানে তাদের দেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছেন কর্মকর্তা। প্রশিক্ষণে বলের অভাবে এবার মাঠ ছাড়লেন নোয়াখালী এক্সপ্রেসের (Noakhali Express) প্রধান কোচ।

Read More: নেতৃত্বের দায়িত্বে ফিরছেন রোহিত শর্মা, বিজয় হাজারে ট্রফির বিধ্বংসী ইনিংসে বদলে গেল ভাগ্য !!

বিপিএলের দুরবস্থা-

অনুশীলনের জন্য নেই বল, রেগে গিয়ে অটোরিকশা করে মাঠ ছাড়লেন BPL ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ !! 2
Noakhali Express | Image: Twitter

আগামীকাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মরশুম শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই এই টুর্নামেন্টের একাধিক সমস্যা বর্তমানে রীতিমতো আলোচনায় উঠে এসেছে। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসের অনুশীলন করার কথা ছিল। দুপুর দেড়টার সময় এই দলের ক্রিকেটাররা টিমবাস থেকে অনুশীলনের জন্য নামছিলেন। সেই সময় প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনকে (Khaled Mahmud Sujon) রেগে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়।

তার সঙ্গে ছিলেন সরকারি কোচ তালহা জুবায়ের। সঙ্গে সঙ্গে সাংবাদিকরা প্রধান কোচকে তার স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করেন। লজিস্টিক সাপোর্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান কোচ সুজন। তিনি অনুশীলন করার জন্য ক্রিকেটের উপযুক্ত সরঞ্জাম পাননি বলে জানান। এমনকি সেখানে বলের‌ও অভাব ছিল বলে খবর সামনে এসেছে। এর ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বর্তমানে বিশ্বমঞ্চে রীতিমতো লজ্জার মুখে পড়েছে।

ছাড়লেন প্রধান কোচের দায়িত্ব-

অনুশীলনের জন্য নেই বল, রেগে গিয়ে অটোরিকশা করে মাঠ ছাড়লেন BPL ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ !! 3
Khaled Mahmud Sujon | Image: Twitter

নোয়াখালীর কর্মকর্তারা প্রধান কোচকে বোঝানোর চেষ্টা করেছিলেন। খালেদ মাহমুদ সুজন, তালহা জুবায়ের দুজনকে একটি সিএনজি অটোরিকশা ধরে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন স্পষ্ট করে দেন যে তিনি আর বিপিএলের সঙ্গে যুক্ত থাকতে চান না। এই অভিজ্ঞ কোচ বলেন, “আমি কোনোভাবেই বিপিএল করব না। অনেক কোচ আছে, নিতে পারবে।”

অন্যদিকে বিপিএল (BPL 2025) শুরুর আগেই ক্রিকেটারদের টাকা না দিতে পেরে মালিকানা ছেড়ে দিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের স্বত্বাধিকারী। এই বিষয়ে ফ্রাঞ্চাইজির মালিক আব্দুল কাইয়ুম বিসিবিকে চিঠি লিখে জানিয়েছেন। এর ফলে বোর্ড রীতিমতো বর্তমানে বিপাকে পড়েছে।

Read Also: ‘কে বিরাট?..’, কোহলিকে আপমান অনূর্ধ্ব ১৯ দলের পাক তারকার, সোশ্যাল মিডিয়া সমালোচনার ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *